একাকীর স্বপ্ন-শয্যা

ছাইরাছ হেলাল ১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ০৯:২২:১১পূর্বাহ্ন গল্প ১৮ মন্তব্য

বঞ্চনার সর্বনাশে প্রস্ফুটিত মেঘমালা পণ্ডশ্রমের প্রাণপাতে ত্রস্ত পায়ে ঘুরে বেড়ায়,
বৈশাখী বিদ্যুৎ হানে নিঃশেষ কুটিল নিঃশ্বাস, মসলিন সৌভাগ্য অপঘাতে মরে পড়ে আছে,
অতলান্তের গভীরে।

বিরহের মুর্হূমুহূ তপ্ত-গভীর-নিঃশ্বাস আকণ্ঠ জুড়ে ছুঁই-ছুঁই করে,
প্রপাত জলের হাজারো কোলাহল-উল্লাস একাগ্র নিটোল চোখের
অবুঝ মসৃণ উচ্চারণের অন্তহীন আলিঙ্গন অকস্মাৎ সীমান্ত পেরুল
বলে।

একাকীর তপ্ত-হৃদস্পন্দন নিরুত্তর-সৈকতে দাঁড়িয়ে শুনতে পাই
নিপাট সংশয়ে রাতের নক্ষত্র বাড়িতে স্বপ্ন-পেখমের উড়াল-ধ্বনী;
ঘুম থেকে অ-ঘুমের দেশে।

শূন্যতার স্মৃতি মেলে শুষ্কতায় অবগাহন দূর-বিস্মরণে।

৫১৩জন ৫১৩জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ