একলা ব’সে ভাবি একলাএকলি

ছাইরাছ হেলাল ২৭ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার, ০৯:০৮:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

একলা ব’সে থেকে,
একলাএকলি যাচ্ছি ব’লে
পরস্পর-আলাপনিরত, আলাপে-উৎসুকে,
তা-ও
কোনোএকটা কিছুএকটা বাদ প’ড়ে যাচ্ছে,

সহসা দুদ্দাড় করে এঁকে-বেঁকে চকিতে গেল চলে
মুখ-খোলা-গা-ঢাকা-হিজাবী-দেবী গোলাপ-গন্ধ-ফেলে,
নীরবে নিবিড় কটাক্ষে;

দেবী না ছাই!
অশরীরী প্রেতাত্মা বা মায়াবতীশয়তানী,
কাঁটাবনের-মায়াবনে দূর-কুহকহরিণী,
হতে পারে
গিরি খাদ থেকে উঠে আসা মৃত কোন শবযাত্রী!!
ছাইমাখা রোদাকাশ, থলথলে জ্ব্যালজ্ব্যালে চাঁদজ্যোৎস্না
মেঘহীন বৃষ্টি!! ভাবতেই পারি না,

আলটপকা  টুপ করে গড়িয়ে পড়লো
কী-না-কী একটা!
শুঁকে দেখি রাতের হাস্নুহেনা,
ডাকছে আমায়, খুনি-হাত বের করে,
দোহাতি দোধারী ছুরি তুলে;

৫৫০জন ৫৫২জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ