হয়ত একদিন

জিসান শা ইকরাম ১৯ আগস্ট ২০১৫, বুধবার, ১২:৩০:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬২ মন্তব্য

11896242_700203753418039_2464796315203681804_n
পাঁচ বছর পূর্বে নিছক খেয়ালের বসে একটি বট এর চারা লাগিয়েছিলাম অনেক যত্নে নিজের ভূমিতে, নদীর একদম কোল ঘেঁসে। ধীরে ধীরে সেটি বড় হচ্ছে, হচ্ছে। অত্যন্ত যত্ন নিচ্ছি গাছটির। গত বছর গাছটির শিকরের স্থানে গোল করে ইট দিয়ে বসার মত ব্যবস্থা করে দিয়েছি। লাল বৃত্তাকার বসার স্থানটি ভালোই লাগে দেখতে এখন। পথিকেরা বিশ্রাম নিতে শুরু করেছেন ইতোমধ্যে। বিকেলে এখানে বসি আমি এবং আমরা মাঝে মাঝে। চা এর আড্ডা ও চলে সন্ধ্যে পর্যন্ত। আমি না থাকলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি আড্ডা চলে এখানে।

11855738_700203763418038_6260040501452842737_n
আজ হঠাৎ খেয়াল করলাম টকটকে লাল ফল ধরেছে গাছে। বটের ফল কেমন রং এর হয় পূর্বে খেয়াল করিনি আমি। এত সুন্দর বটের ফল হয় তা ধারনাই ছিলনা আমার। হাতের নাগালে থাকায় হাত বুলালাম ফলের গায়ে ও গাছের পাতায়। অদ্ভুত এক অনুভূতি, যেন আমারই সন্তানের বেবি এরা।

একদিন হয়ত এখানে বসবে হরিয়াল, বক, ঘুঘু
বাবুই ও চড়ুই এর কিচিরমিচির হবে সারাক্ষণ
ফিঙ্গে, টুনটুনি, মৌটুসি, কানাকোকো ঠিকানা পেয়ে বাসা বাঁধবে এ বৃক্ষে
কাঠ ঠোকরা ঠক ঠক করে জানান দেবে তার অস্তিত্ব
হলদে পাখি বসবে ডালে
খঞ্জনা পাখি এসে বলবে ‘নামটি আমার খঞ্জনা’
নাম না জানা পাখিরা এসে রঙ্গিন ঠোটে ক্ষুধা নিবারণে ফল ঠোকরাবে
পরিযায়ী পাখিরা আসবে হয়ত দূর কোন দেশ হতে।

হয়ত এর নীচে বসে প্রচণ্ড গরমে কোন পথিক পাবে শীতলতা
হয়ত কোন পথিক লাল বৃত্তাকারে শুয়ে থেকে পাখির গানে ঘুমিয়ে যাবে
হয়ত বাজার বসবে এই বৃক্ষের নীচে নাম হবে হয়ত বটতলা।

পাখিরা কি জানবে তাদের এই আশ্রয়স্থল কে গড়ে দিয়েছিলো
অথবা পথিক ?

================================

আমার নেটের জগতের প্রথম দিকে একটি শখ ছিল ছবি দিয়ে গান সংযুক্ত করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করা।আমার আপলোড করা ভিডিওর গানটি শুনছি সন্ধ্যার পর থেকে বারবার বহুবার। ভিডিওটিতে আমার প্রিয় কয়েকজন মানুষ আছেন।এর মাঝে একজন সোনেলায় আছেন।ব্যবহৃত প্রায় ছবিগুলোই আমার তোলা। আসুন হৃদয় খানের গানটি শুনি ও দেখিঃ

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে(২)
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোনকিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে।

জানি একদিন ভুলে যাবে সবাই
আমায়, আমার স্মৃতি মুছে যাবে ধরায়
জানি একদিন এক মুহুর্ত কারও
মনে পড়বেনা আমার কথা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে।

জানি একদিন দূর থেকে দেখব সবার এই ভুলে যাওয়া
জানি একদিন চোখ থেকে পড়বে শুধু অশ্রুরই ধারা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে।

-{@ সবার জন্য শুভ কামনা -{@

৭৭১জন ৭৭১জন
0 Shares

৬২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ