পাখি পাখি………
ঝিক্মিকিয়ে ভেসে বেড়াও রঙীন ডানায় ,
ঐ নীল আকাশে মেঘের দেশে
হয়ে মেঘ বালিকা;
জেনেছো কি আকাশের ঠিকানা ?
নিঃশব্দ হাসিতে একরাশ ঝলমলে আলো ছড়িয়ে বললেন… শুনেছেন এ গানটি কখনও——–
‘বিধিরে আমায় ছাড়া রঙ্গ করার আর মানুষ পেলে না ‘
নিশ্চুপ নিরুত্তর নিরুপায় আমি ।
হা হা …কতই না সুন্দর কথা …মাঝে মধ্যেই মনে হয় একটি ইচ্ছে বৃক্ষ পেলে কী যে আনন্দ হত , মনের আনন্দে মনের দুঃখে যখন যা ই পেতে ইচ্ছে হত তা ই না হয় চেয়ে নিতাম অনায়াস প্রয়াসে কিন্তু তাও বা কী করে হবে ? ইচ্ছে বৃক্ষের যদি কোন ইচ্ছে থাকে বা এই ইচ্ছেদের ও যদি আবার কোন গোপন ইচ্ছে থাকে , তাহলে……………
২৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
ইচ্ছে বৃক্ষের ইচ্ছে বা ইচ্ছের ইচ্ছে , দারুন চিন্তা ভাবনা ।
ছাইরাছ হেলাল
ইচ্ছেদের ইচ্ছেমতই ভাবতে দিতে হয় ।
যাযাবর
আমারো একটা ইচ্ছে বৃক্ষ দরকার । তবে তার যেন আবার নিজের ইচ্ছে না থাকে ।
ছাইরাছ হেলাল
সেটি কিন্তু হবার নয় , ইচ্ছেদের ও ইচ্ছে আছে বা থাকে ।
"বাইরনিক শুভ্র"
ইচ্ছা উৎপাদনের একটা বৃক্ষ আমার আছে। ইচ্ছা পুরনের একটা বৃক্ষ খুজছি ।
ছাইরাছ হেলাল
শুধু উৎপাদন করলে হবে না , ইচ্ছে পুরনের বৃক্ষটি আরও বেশি জরুরী ।
হতভাগ্য কবি
মনে হয় টাকার বৃক্ষই ইচ্ছে বৃক্ষ 😀
ছাইরাছ হেলাল
না না মোটেই তা নয় , টাকা অনেক অনেক প্রয়োজনীয় কিন্তু
এমন কিছু সময় আছে যেখানে এটি খুবই অর্থহীন ।
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর হইছে । আমারও একটা দরকার
ছাইরাছ হেলাল
পাওয়া যাবে সমস্যা নেই কিন্তু আপনি পুষতে পারবেন কীনা এ বিষয়ে সন্দিহান ।
বনলতা সেন
‘বিধিরে আমায় ছাড়া রঙ্গ করার আর মানুষ
পেলে না ‘ 🙁
ছাইরাছ হেলাল
খুবই বিখ্যাত একটি গান ,
আমরা যে কতটা অসহায় এটি শুনলে তা আবার ও মনে হবে ।
বনলতা সেন
আমারও দরকার
ছাইরাছ হেলাল
সমস্যা নেই , পেয়ে যাবেন ।
পরে কান্নাকাটি কিন্তু করা যাবে না ।
জবরুল আলম সুমন
ইচ্ছের শেষ নেই… সুন্দর লিখেছেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
সুমনের সাথে কথা নেই , অনেক মিস করি ।
শেষের ও শেষ নেই ।
প্রজন্ম ৭১
ভালো লিখেছেন । আমার ইচ্ছ্বেগুলো অপূর্ণ থেকে যায় ।
ছাইরাছ হেলাল
আসলে সব ইচ্ছে তো পুরন হওয়ার নয় বা পুরন হওয়া ঠিক ও না ।
মর্তুজা হাসান সৈকত
অপূর্ব লিখেছেন । মূলত যখন কোনো সাহিত্যকর্ম, কবিতা, গল্প কিংবা অন্য কোনো যাই হোক না কেনো তা যদি নিজের ভেতর থেকে সাব্বলীল ভাবে বের হয়ে আরও অনেকর চাওয়া পাওয়া কে প্রতিফলিত করতে পারে সেটাকেই নান্দনিক শিল্পকর্ম বলি আমি । নান্দনিক…
ছাইরাছ হেলাল
আপনার মন্তব্যটিও নান্দনিক হয়েছে ।
প্রশংসার জন্য অবশ্যই ধন্যবাদ ।
আফ্রি আয়েশা
//ইচ্ছে পুরনের বৃক্ষ// চমৎকার ভাবনা । সবার একটা ইচ্ছে পুরনের বৃক্ষ পাওয়া হোক 🙂
ছাইরাছ হেলাল
হ্যা ,এমন বৃক্ষ চাই কিন্তু ইচ্ছা বৃক্ষের ইচ্ছে পুরন করার উপায় জানা নেই যে ।
আবার ধন্যবাদ ,পড়ার জন্য ।
অরুনি মায়া
আমি আপনার সোনা চোখা বিড়াল বনে এক ইচ্ছে বৃক্ষ হয়ে জন্ম নিতে চাই | যার কাছে চাইবা মাত্রই আপনার সকল ইচ্ছা পূরণ হবে ,,,
ছাইরাছ হেলাল
তাই বুঝি, দেরি করা ঠিক না।
দ্রুত জন্ম নিন,