
সমরেশের মাধবীলতারা কি আজো-
এক রাতের ফসল সারাজীবন সঙ্গী করে নেয়?
দীপাবলীরা কি আজো-
চা-বাগানে সাধারণে অসাধারণ হয়ে উঠে?
শরৎবাবুর ভারতীরা আজো কি-
শ্রমিকদের জীবনের উন্নয়ন,মান নিয়ে ভাবে?
সমাজের কদর্য নিয়ম-নীতি ভেঙে-
পুনরুজ্জাগরণের ‘পরিণীতা’ হয়ে ওঠে
আজকের কোনো শিক্ষিত নারী?
সুনীলের সোনালীরা আজো কি-
স্বামীর বিশ্বাসের জন্য অগ্নিপরীক্ষা দেয়?
শান্তনুর ঝর্ণারা কি আজো শান্তনুদের মৃত্যুর পরও-
তাদের স্মৃতি রোমন্থন করে বেড়ায়?
বিভূতিভূষণের দূর্গারা কি আজো-
অজপাড়া গাঁয়ে বেদনাক্রান্ত মৃত্যুকে বরণ করে নেয়?
কপিলারা কি আজো দূর্বোধ্যতা ও রহস্যময়ের আলো-আঁধারিতে:
কুবেরদের দাম্পত্য ছিন্ন করে অজানায় পাড়ি দেয়?
মানিকদার শ্যামারা কি আজো-
স্বামী-সন্তানের সুখের জন্য সর্বস্ব বিলিয়ে দেয়?
শীর্ষেন্দুর রেমিরা কি শত অবজ্ঞা,অবহেলা সহ্য করে-
আজো ধ্রুবদের ভালোবাসে অনন্তকাল?
রবিঠাকুরের লাবণ্যরা কি আজো-
হৃদয়ের গভীরে অনুভূতিকে লুকিয়ে রাখে?
পাহাড়ের আত্নবিশ্বাসী হৈমন্তীরা কি-
যৌতুকের বলি হয়ে আজো অকালে ঝরে যায় ?
নজরুলের রুবিরা কি আজো-
ক্ষুধা, দারিদ্রতা, দূর্ভিক্ষের কবলে ধর্মান্তরিত হয়?
রাক্ষুসীরা আজো কি যাতনা, হাহাকারে জর্জরিত হয়ে-
প্রাণপ্রিয় সোয়ামিকে হত্যা করে?
জীবনানন্দের সুরঞ্জনারা কি আজো যুবকের সাথে কথা বলে?
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এত এত প্রশ্নের উত্তর দিতে গেলে মাথা আউলা হোক
তা আপনি নিশ্চয়ই চান না। তবে ডাইনিরা কিন্তু মন্দ না!
সুপর্ণা ফাল্গুনী
ডাইনিদের ভালো লাগার জন্য ধন্যবাদ। না মাথা ঠান্ডা রাখতে হবে। ধন্যবাদ ভাইয়া।
অন্বেষা চৌধুরী
হয় হয় এখনও এসব কিছুই হয়।
দারুণ লিখেছেন দিদি👏👏👏
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো আপনার জন্য
নৃ মাসুদ রানা
নজরুলের রুবিরা কি আজো-
ক্ষুধা, দারিদ্রতা,দূর্ভিক্ষের কবলে ধর্মান্তরিত হয়?
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো। ভালো থাকবেন
আরজু মুক্তা
নারীদের পরিবর্তন নাই। ঘুরে ফিরে কাহিনী একই।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপু। ভালো থাকুন শুভ কামনা রইলো
ফয়জুল মহী
প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনাকেও শুভ কামনা ও শুভেচ্ছা অহর্নিশি।
সুপায়ন বড়ুয়া
“রবিঠাকুরের লাবণ্যরা কি আজো-
হৃদয়ের গভীরে অনুভূতিকে লুকিয়ে রাখে?”
অসাধারন এ প্রশ্নের মেলে না উত্তর
যতক্ষন না খোলে মুখ আপুমনির দোষর।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ দাদা। 🙂🙂🙂🙂
রুমন আশরাফ
দিদি, আমিতো দিনদিন আপনার কবিতার প্রেমে পড়ে যাচ্ছি। কিভাবে এতো সুন্দর লিখেন! অসাধারণ লেগেছে কবিতাটি আমার কাছে। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো ভালো লেগেছে জেনে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
নজরুলের রুবিরা কি আজো-
ক্ষুধা, দারিদ্রতা,দূর্ভিক্ষের কবলে ধর্মান্তরিত হয়?
শুভ কামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন শুভ কামনা রইলো। শুভ সকাল
শবনম মোস্তারী
সেকাল আর একাল ..
কম বেশি একই। শুধু ধরন বদলেছে..
দারুন লিখলেন আপু। খুব ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন। ভালো লাগলো মন্তব্য পেয়ে। শুভ কামনা রইলো
ত্রিস্তান
সুনীলবাবুর সোনালী কোথায় গেলো? এই প্রশ্নের জবাব চাই..
সুপর্ণা ফাল্গুনী
আমিও জবাব চাই।
তৌহিদ
কবি লেখকদের লেখায় আর বর্তমান যুগে নারীদের অনেক ফারাক বিদ্যমান। আপনার জিজ্ঞাসু লেখনীতে আমারও জানতে ইচ্ছে করে সেসব প্রশ্নের উত্তর!!
কঠিন কাজ করে ফেললেন আপু!! ধন্যবাদ আপনার প্রাপ্য।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকে দিলাম। অনুপ্রেরণায় মুগ্ধ । আশা করি এমন করে সাহস দিয়ে যাবেন। শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
তুমি এত এত উপন্যাস পড়ো ছোটদি !!!!
প্রশ্নের উত্তর তো জানিনা,
কবিতা ভাল হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
পড়েছিলাম।এখন আর পড়া হয়না। আমার কালেকশনে অনেক গুলোই আছে। ধন্যবাদ দাদা ভাই।
ইসিয়াক
দিদি ভাই অনেক অনেক বই পড়েন বুঝতে পারলাম।
অনেক প্রশ্ন।জীবনে সব প্রশ্নের উত্তর কি পাওয়া যায়?
তবু জানতে ইচ্ছা হয়।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। হুম একসময়ে খুব বইয়ের পোকা ছিলাম। গল্প, উপন্যাস শেষ না হওয়া পর্যন্ত শেষ করার আকাঙ্ক্ষায় কাটতো মন। ঠিক সব প্রশ্নের উত্তর মেলে না একজীবনের। ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা রইলো
সাদিয়া শারমীন
আরে দারুণ তো! বোঝাই যায় আপনি প্রচুর পড়েন। ভালো লাগলো লেখাটি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন