আমি যখন তাঁদেরকে বললাম ডট কম , বুঝতে পারছিল না তাঁরা
কাগজে লিখে দিতে বলায় লিখলাম আমার মেইল ……[email protected]
হাসতে হাসতে গড়াগড়ি সবাই ‘ এটাতো ডট চম , তুমি ডট কম বলছো কেনো ? ‘
কিছুটা থতমত আমি সম্মিলিত হাসির সামনে ‘ তাহলে কম বানান কি ? ‘
একজনে হাসি মুখে আটকে রেখে লিখে বুঝাচ্ছে আমাকে ‘ Com হচ্ছে চম আর kom হচ্ছে কম ‘
এবার আমার হাসির পালা , হা হা হা করে অট্টহাসি । কিসের মেইল আর কিসের কি ? চম চম , আর কম কম এর কথা মনে করতে করতে রুমে ফিরে এলাম —-
উত্তর কোরিয়া – কোন কম্যুনিস্ট দেশে এটি আমার প্রথম ভ্রমন । ঢাকা – কুয়ালালামপুর – বেজিং প্লেন এবং বেজিং থেকে ট্রেনে পিয়ং ইয়ং । দীর্ঘ ভ্রমনের পরে পিয়ং ইয়ং এর একমাত্র পাঁচ তারকা হোটেলের লবিতে লাগেজ রেখে ছুটলাম , হোটেলের ইন্টারনেট কক্ষে । চীন সীমান্ত থেকে কোরিয়ার মাটিতে আসার সাথে সাথেই , বিদেশীদের মোবাইল প্যাকেটে সিলগালা করে দেয়া হয়েছে । আগেই ধারনা ছিল এমন করা হবে। প্রায় দশ ঘন্টা বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন ।
ভিন্ন দেশে এসে গন্তব্যে পৌঁছেই বাসায় ফোন করে জানাই । ওখানে ফোন করাটা ঝামেলার , তাই মেইল করে জানানোর জন্য ইন্টারনেট কক্ষে গিয়ে এই অবস্থার মুখোমুখি হলাম । হাসতে হাসতে রুমে ফিরে এলাম । কিছুক্ষন পরেই গাইড হাজির রুমে । আমি মেইল করতে গিয়ে কেন আর করলাম না , জিজ্ঞেস করলো । এরপর বুঝিয়ে বললো যে কোরিয়ায় এভাবেই উচ্চারন করা হয় । কোরিয়া হচ্ছে Korea , এটা চোরিয়া Corea নয় ।
হাসতে হাসতে মেনে নিলাম । ফ্রেস হয়ে আবার গেলাম মেইল করতে , আমাকে দেখেই হাসি সবার মুখে । মিঃ চম এসেছে
নামটা আমার কাছে ভালোই লাগলো , কেমন কোরীয় কোরীয় নাম
২৭টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
হি হি হিহিহিহিহি
চম ডট চম
জিসান শা ইকরাম
ইয়াহু ডট চম 🙂
বনলতা সেন
মিষ্টার চম । দারুন নাম 🙂
জিসান শা ইকরাম
আমারো বেশ ভালো লেগেছিল নামটি ।
আদিব আদ্নান
এ দেখছি চম আর কমের টানাটানি ।
ভালই লাগল ।
জিসান শা ইকরাম
হুম , ওরা উচ্ছারন অনুযায়ী অক্ষর ব্যবহার করে ।
ছাইরাছ হেলাল
চোরিয়া এবং কোরিয়া নিয়ে সত্য গল্প বেশ মজার ।
টুকটাক অল্প বিস্তার ভ্রমণ কাহিনী হলে মন্দ হয় না ।
জিসান শা ইকরাম
টুক টাক লিখে ফেলার ইচ্ছে আছে
সময় পাচ্ছি না লেখার ।
জবরুল আলম সুমন
আপনার নামটা কিন্তু দারুণ হয়েছে “মিঃ চম” হা হা হা… পিয়ং ইয়ং এবং সিউলে মাত্র একটি করে পাঁচ তারকা হোটেল!! সত্যি আশ্চর্য্য হলাম দাদু…
জিসান শা ইকরাম
মিঃ চম নামটা আমারো বেশ লেগেছিল ।
শিউল টা ভুলে লিখেছি। ওটা পিয়ং ইয়ং হবে ।
খেয়াল করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ , সংশোধন করেছি 🙂
কৃন্তনিকা
মজা লাগলো।
আমি প্রচুর কোরিয়ান মুভি দেখি, বলতে গেলে আমি কোরিয়ান মুভিপাগল। এজন্য কোরিয়া যাওয়ারও অনেক ইচ্ছে আছে 🙂
জিসান শা ইকরাম
ভ্রমন করে আসুন একবার কোরিয়া
কোরিয়ান মানুষ অত্যন্ত আন্তরিক , এমন আন্তরিকতা আমি আর কোথাও দেখিনি।
দক্ষিন কোরিয়া আমি যাইনি , ওখানকার মানুষ কেমন জানিনা।
"বাইরনিক শুভ্র"
ব্যাপক বিনোদন ।
জিসান শা ইকরাম
বিদেশ ভ্রমনে এমন বিনোদন পাওয়া যায় মাঝে মাঝে ।
প্রজন্ম ৭১
মিঃ চম , আমাদের জন্য কিছু কাহিনী শেয়ার করবেন আশাকরি ।
জিসান শা ইকরাম
আচ্ছা শেয়ার করবো 🙂
যাযাবর
যাযাবর কে রেখে এত ভ্রমন কেন ?
জিসান শা ইকরাম
যাযাবর নিজেই তো ভ্রমন করে যত্র তত্র 🙂
ব্লগার সজীব
উত্তর কোরিয়া সম্পর্কে জানতে চাই আরো ।
জিসান শা ইকরাম
আচ্ছা জানাবো।
ভ্রমন পোষ্ট শুরু করবো দ্রুত।
সোনিয়া হক
মিঃ চম , আপনি চমকে কম বলেন কেনো ? :p
জিসান শা ইকরাম
এত মাস পরে উত্তর দিচ্ছি 🙂
এখনো হাসি আমি এটি মনে পরলে।
স্মৃতির নদীগুলো এলোমেলো...
সার্চ করে সব পর্ব পড়তে হবে।
অদ্ভুত একট দেশ, তাইনা?
ওদের কি দেখে সুখী মনে হইছে। আর্থিক অবস্থা যাই হোক, সুখটাই শেষ পর্যন্ত আসল।
জিসান শা ইকরাম
এই লেখাটা চোখে পড়লো কিভাবে আপনার? অবাক হলাম।
হ্যা সুখি মনে হয়েছে আমার।
আর্থিক অবস্থা তেমন ভালো না,তবে সুখি।
বেশ কিছু সিষ্টেম দেখে এসেছি ওখানে,যা আমাদের দেশে কাজে লাগানো যায়।
দেশটির আবহাওয়া,প্রকৃতি প্রায় আমাদের দেশের মতই।
স্মৃতির নদীগুলো এলোমেলো...
ক্যামনে জানি পড়লো। লিঙ্ক ধরে ঢুকে গেলাম।
ব্লগটা জলদি আরো সাইজে আনেন। অন্তত ফেভারিট পোস্টের লিস্ট এড করার দাবী জানাচ্ছ, এটা তো সোজা কাজ। কোন প্রোফাইলে ঢুকলে অন্তত ভালোলাগা কিছু পোস্টের নাম দেখতে পাবে। এভাবে তো কেউ রিসেন্ট পোষ্ট ছাড়া তেমন কিছু পড়েনা।
জিসান শা ইকরাম
আমি কেমনে সাইজে আনুম? ইহা তো মডুদের কাজ।
তবে মন্তব্য পড়ে মডুরা দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা করছি 🙂
কামাল উদ্দিন
ওদের কথায় কিন্তু যুক্তি আছে, দিয়া K “ক” এর উচ্চারণ হলে C “চ” এর উচ্চারণ ইতো হয় 😀
সব থেকে বড় বিষয় হলো উত্তর কোরিয়ার মতো দেশে যেতে পারা। যারা পৃথিবীর কাউকেই বিশ্বাস করেনা, এমন কি নিজেদেরও না।