“উচিৎ কথা রিটার্নস্”

শান ২২ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৮:৪৮:৫০অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

মানুষ বাস্তবে পুরোপুরি ভালো কিংবা একদম খারাপ হয় না।
এটা শুধু টিভি সিরিয়ালে অথবা বাংলা চলচিত্রতেই সম্ভব।
আপনি যাকে খারাপ ভাবছেন হয়তো আপনি তার ভালো দিকটা লক্ষ্য করেননি আবার যাকে খুব ভালো ভাবছেন তার খারাপ দিক টা দেখেনি বলেই ভাবছেন।
তাহলে কি আমি সব মানুষের ভালো খারাপ পার্সেন্টেন্স ৫০-৫০ বলছি??
না।পারসেন্টেন্সটা ৫০-৫০ হবে না।আমার মতে খারাপ ভালোর পার্সেন্টেন্সটা ৪০-৬০ এর মধ্যেই থাকবে(ডিফারেন্স বেশী হবে না)।এটাই বাস্তবতা।তবে কিছু ক্ষেত্রে ব্যতীক্রম হতেই পারে।
যাদেরকে আমরা সমাজে খারাপ বলে চিহ্নিত করি তারা কি নিজেদের খারাপ বা সমাজের জন্য ক্ষতিকর বলে স্বীকার করে কি?
না।কারণ সে তার ভালো গুণ গুলোকে উপলব্ধি করতে পেরেছে।কিন্তু তার প্রতিফলন এমনভাবে ঘটেছে যে মানুষ তা উপলব্ধি করতে পারেনি।অথচ একটু গভীর ভাবে লক্ষ্য করলে ঠিকই পারতো।

তার পরো যদি আপনার চিন্তা ধারা ভিন্ন হয়,আমি বলবো আপনি জীবনটাকে বাংলা সিনেমার মতো ভাবছেন বা হিন্দি সিরিয়ালের মতো ভাবছেন যেখানে এক পক্ষ থাকে ১০০% ভালো আরেক পক্ষ পুরোপুরি খারাপ। বাস্তবে যা পুরোপুরি অসম্ভব।

#মানুষকে ভালো করে চেনার চেস্টা করুন।
তার খারাপ বাদ দিয়ে ভালো গুণ গুলো খুঁজুন।।

৫৭৪জন ৫৭৩জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ