উইয়েদের হেরে যাওয়া

ছাইরাছ হেলাল ৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার, ০৫:০৬:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

গোলাপি রাত্রি ফুড়ে বেরুচ্ছে
ঝাঁকে ঝাঁকে উইপোকা,
ওরা জানেনা ওৎ পেতে আছে কীটপতঙ্গভুকেরা,
ওরা জানেনা পালানোর পথ নেই
জানেই না, মাথা চুরমার সুগভীর কঙ্কাল
কতটা কাছে কত্তো নিকটে!

নয় এ কোন যুদ্ধ-যুদ্ধ খেলা
ক্ষুধার্ত পশুপাখিদের কাছে শুধুই হেরে যাওয়া;

৭৯২জন ৭৯২জন

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ