
সময়ের সাথে হেঁটেছি/হাঁটছি যোজন যোজন, যোজনে যোজনে,
নকশা করা পঙ্ক্তি মালার শব্দ ভজনে;
এতো প্রেত/ডাইনি সাধনা, দৃশ্যমান অদৃশ্যতায়!
ক্ষণে ক্ষণে রেশমি চুম্বন, ক্ষণে ক্ষণে হাড় চুরমার,
ঘাড় মটকে রক্ত চোষা;
জড়বুদ্ধির কড় কড়ে তরুণ শব্দ প্রেমিক,
ধ্রুপদী শব্দ-দুহিতার ভাব গাম্ভীর্য অবচেতনের গভীরে,
চক্কর খাওয়া চাঁদ জ্যোৎস্নায় নিষিদ্ধ ফলের আহ্বানে!
অনুপস্থিত এখন, নিজেকে নিয়ে ছদ্মবেশী স্বপ্নের মত,
নিঃশ্বাসে প্রশ্বাসে শুধুই শব্দ-জ্বলন
তুমুল একাকীত্বের ক্লান্ত নিঝুম অবসরে।
হঠাৎ চোখ মেলে দেখি এক ভ্রাম্যমাণ আকাশ, দিগন্ত জুড়ে,
সময়ের তীব্র ভ্রুকুটি উপেক্ষা করে, অবিরাম ভেসে বেড়ায়
ঝাঁকে ঝাঁকে, মেঘের উপরে মেঘে মেঘে, শব্দদের বৃষ্টি নামাবে বলে;
ঈর্ষা-হীন জোড়া চোখের পরতে পরতে।
ছবি নেটের।
১২টি মন্তব্য
রিতু জাহান
আমাকে আরো পড়াশুনা করতে হবে,,
বুঝতেছি।
শব্দের ভজন কি হলো?
ছাইরাছ হেলাল
শব্দেরা দুষ্ট, না মানে ভজন, না মানে শাসন।
শব্দেরা বৃষ্টি হয়ে ছুঁয়ে যায় না। বরং ঘাড় মটকে দিতে চায়!!
শুভেচ্ছা আপনাকে।
রিতু জাহান
ঘাড় মটকে দিবে! বালাইষাট,,
ওকে ধরে এনে সাদা কাগজবুকে বসাবই বসাব,,
যাবে আমায় ছেড়ে! এতোটাই দুঃসাহস,,
বৃষ্টি এলে আমি তার ভেজা কদম হব,,
অথবা পানকৌড়ি।
ছাইরাছ হেলাল
দেখবেন, বৃষ্টি-ভেজা হয়ে ঠাণ্ডা লেগে-টেগে না যায়!!
অবিরাম অভিনন্দন।
রোকসানা খন্দকার রুকু
তুমুল একাকিত্বের পরও বিমোহিত কিছুর দেখা মেলে, মিলে যায়। শুভকামনা অশেষ 🌹
ছাইরাছ হেলাল
আপনি কবি হয়ে যাচ্ছেন তো!!
আশাই জীবন, বিমোহন পাই বা না-পাই।
ভাল থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
এভাবেই সুন্দর লেখার জন্ম হয়
আঁধারের বুক চিরে যেমন জাগে একচিলতে আলো।
অতি সুন্দর অনুভবী উচ্চারণ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
সুন্দর কী-না বুঝতে পারি না, ভাবি-ও না, শুধুই ভাব প্রকাশের
অসফল প্রচেষ্টা চলমান রাখি।
ভাল থাকবেন।
হালিমা আক্তার
সময়ের সাথে হেঁটে চলি।
সময় যদি যায় হারিয়ে।
আকাশ ভেঙ্গে নামুক শব্দের বৃষ্টি।
কবিতার মালা গেঁথে সোনেলার উঠান ভরে যাক।
শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
শব্দদের বৃষ্টির দেখা পেলে ইট্টু জানান দিয়েন!
নাহ্, এমন মন্তব্য পড়লে মনে হয় সময় হারিয়ে যাবে না।
সোনেলায় থিতু হবেই হবে।
শুভেচ্ছা আগাম, ইদের।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, আমি এই লেখার শিরোনাম ছাড়া আর কিছুই বুঝিনি।
ছাইরাছ হেলাল
কী কিরে ভাবি আপনি বোঝেন-নি!
বুঝেই তো বলেছেন, বোঝেন-নি;
ধন্যবাদ।