ঈদ আনন্দ

সীমা সারমিন ১৪ অক্টোবর ২০১৩, সোমবার, ০৮:৩৬:৩৯অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি
ঈদ এলে আমরা সবাই
প্রাণ খুলে হাসি।

ঈদ এর দিনে স্বাধীন মোরা
নেই যে কোন বাঁধা
যদিও খোদা পৃথিবীকে
বানিয়েছ তুমি, কঠিন গোলক ধাঁধাঁ।

জানি আমি আসবে মোদের ঈদ তুমি
যাবে তুমি নেই যে কোন বাঁধা
তবুও বলি ঈদ তুমি ছেড়ে মোদের, চলে যেও না।

————–সীমা সারমিন————-

৭৬৯জন ৭৬৯জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ