
দুখের জলের ঢেউ
কতোটা আঘাতে আছড়ায়ে পড়ে অসহায় বুকে
দুঃখী বিনে তা বুঝে কি অন্য কেউ!!
বাক হারা জননী,
কাঁদছে অসুস্থ ছেলের শিয়রে বসে,
শিশির দানার মতো দু’চোখে বিষাদের জল
অসহায় হয়ে যেন তা চলেছে অনিবার ভাগ্যকে দোষে।
বেঁচে থাকার অবলম্বন তার একমাত্র সন্তান
ক’দিন আগেই নাকি বলেছিল
‘মাগো এই ঈদে কিন্তু জামা দিও মোরে কিনে!’
আজ ঠিকই এনেছে জননী,
স্বামীর শেষ স্মৃতিটুকু বিক্রয় করে কোন আফসোস বিনে।
কিন্তু দুরু দুরু বুকে নিষ্পলক চোখে বিছানায় শুয়ে থাকা
শীর্ণ দেহী ছেলেটি আজ কথা বলে না আর,
তবু অসহায় জননীর মেঘে ঢাকা বুকে ক্ষীণ আশা জাগে
তাই ললাটে মমতায় চুমে যায় বারে বার।
এ কি নির্মমতা!
প্রকৃতিও যেন হতবাক, নড়ছে না বলে গাছের পাতা!
কাতরে মেঘ এসে ভেলা গড়েছে মাথার উঁচে
যেন হিসেব কষছে বক্ষে জমানো দুখের জলের
বের করে তার খাতা।
তবে কি বলবে না ছেলে কথা, ডাকবে না মা বলে!
অভাগীর বুকে চিরকাল জমে থাকবে ব্যথা
অব্যক্ত ব্যথার তলে!
নিশ্চয় খোদা মেহেরবান!
সময়ের সাথে সাথে সবই মিশে গেলো কালের গর্ভে
শুধু জেগে রইল জননীর বুক
ক্ষরণের তলে অব্যক্ত খোশ পুষি,
শেষ বারের মতো আধো স্বরে তার সন্তান বলেছিল বলে
”ওমা তুমি ছিলে আমার ’ঈদের মতো খুশি’!”
তারপর———
ছবি: নেট থেকে।
(সর্বাঙ্গীণ মঙ্গল কামনায়
পবিত্র ’ঈদুল ফিতর’ এর শুভেচ্ছা রইল সকলের প্রতি)
১০টি মন্তব্য
ফয়জুল মহী
ফিলিস্তিন হতে বাংলাদেশ মৃতপিতার সন্তানের ঈদ। গুম, খুন, যুদ্ধ এবং দুর্ঘটনা এইসব মনুষ্য সৃষ্টিতে ঈদ। বিধাতার সৃষ্টি মহামারীতে ঈদ। অভিশাপ এবং আনন্দ।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
লেখাটি পড়ে ঈদেও মনটি খারাপ হয়ে গেল। তবুও সবার ঈদ ভালো কাটুক। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
ঈদের থেকেও মা বড় এবং মহান। মা না থাকলে ঈদ কী?
দুঃখ ছাপিয়ে তবুও ঈদ ভালো কাটুক।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর আন্তরিক উচ্চারণ।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
হালিমা আক্তার
চারদিকে হতাশা। দুঃখ, বেদনায় জর্জরিত জীবন। ঈদ যেন তার ই মাঝে এক চিমটি সুখের অনুভূতি। সবার জীবন সুন্দর হোক।
বোরহানুল ইসলাম লিটন
হার্দিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
ইদ আমাদের জন্য আনন্দের হলেও কিছু কিছু প্রাণান্তকর ঘটনা
আমাদের এই উৎসব আর উৎসবে থাকে-না, বিষাদ-বেদনায় ভরপুর হয়।
যেমন এবারের ইদ।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।