
অনুভূতির কাছে নতজানু হই
হই অপারগ,
হই বিভেদের বলী।
তবু হেঁটে চলি সবুজের খোঁজে।
সুরের কাছে ভিখিরর মতো কাঙালিনী হই!!
তবু, সুরেই বাঁধি -জীবনের অগোছালো ছবি।
নিরন্তর ক্লান্ত থাকি যজ্ঞের তাপে
তবু, অবিরাম ঘোড়সওয়ারী হই
তেপান্তরের মাঠ পাড়ি দিতে।
অন্ধত্ব বয়ে বয়ে চলি নিরবধি
নক্ষত্রের দিশা পেতে,
তবু, পথ খুঁজি অগুনীত বাঁকের খোঁজে।
অমিমাংশিত গল্পেরা কেবলই ঘিরে থাকে
আপন চিলেকোঠা!!
নগর রোদ্দুরে ঈগলের ডানা ছায়া
ফ্যালে, তপ্তরোদে পিচ ঢালা পথে…….. ||
২৮টি মন্তব্য
তৌহিদ
আছি আছি। পরে আসছি।
বন্যা লিপি
🎵🎵🎵🎵আসেন ভাই আসেন, পরে আসতে আবার ভুইল্লা যাইয়েন না যেন।
তৌহিদ
নাহ! এসেছিলামতো আপু।
মাছুম হাবিবী
অনেক সুন্দর হইছে কবিতাটা
বন্যা লিপি
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো। শুভ কামনা জানাই।
সঞ্জয় মালাকার
দারুণ রচনাশৈলী আপু
মন ভরে গেলো,
নগর রোদ্দুরে ঈগলের ডানা ছায়া
ফ্যালে, তপ্তরোদে পিচ ঢালা পথে।
শুভ কামনা আপু 🌹🌹
বন্যা লিপি
উৎসাহ পেলাম, পেলাম প্রেরনা। দাদা,শুভেচ্ছা জানবেন।
জিসান শা ইকরাম
আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে, আছে
তারপরেও আমরা স্বপ্ন দেখি
স্বপ্নে প্রেরনা পাই।
কবিতা ভালো হয়েছে,
কবিতায় কি প্যারা হবেনা?
একটি প্যারাগ্রাফে কেমন জানি লাগছে।
শুভ কামনা।
বন্যা লিপি
যথার্থ ভাবার্থটুকু বুঝেছেন, অসীম কৃতজ্ঞতা, প্যারাগ্রাফ খেয়াল করিনি আসলে।
মাসুদ চয়ন
গভীর জীবন বোধ।জীবন এভাবেই বেয়ে চলছে
বন্যা লিপি
মাসুদ চয়নঃ
অসংখ্য কৃতজ্ঞতা জানবেন।
কোন কোন বানান গুলো ভুল টাইপিং হলো অনুগ্রহ করে লিখে দিলে পরবর্তিতে সতর্ক হবার সুযোগ পাবো আশা করি। এভাবেই আমি সকলের সহযোগিতা কামনা করি লেখার উন্নতির জন্য।
তৌহিদ
দারুন একটি লেখা পড়লাম। কত কিছু করতে হয় আমাদের মাঝেমধ্যে, ইচ্ছেয় আর অনিচ্ছেয়। কত আশা নিয়ে এগিয়ে চলি সামনের দিকে ক্লান্তিহীনভাবে।
তবু সেই কন্টাকীর্ণ পথের উপরেও পড়ে শুকুনের ছায়া।
বন্যা লিপি
দুরাশা গুলোই দোর্দণ্ড প্রতাপে চোখ রগড়ায় সবসময়! আশা করতে করতে আত্মবিশ্বাসেও চিড় ধরে কখনো সখনো। তবু আশা নিয়েই পথচলা নিরন্তর!! শুভেচ্ছা শুভ কামনা জানবেন সবসময়🌹🌹
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো আপু।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী দিদি।
বন্যা লিপি
আপনার প্রশংসাটুকু অনুপ্রেরনা হয়ে রইলো আমার জন্য। শুভেচ্ছা জানবেন দাদা ভাই💐💐
রেহানা বীথি
নিরন্তর অন্বেষণ আমাদের।
বড় ভালো লিখলেন। ভালোবাসা দিলাম।
বন্যা লিপি
অনুপ্রানিত হই মন্তব্যে ভীষণ।যত্ন করে রাখলাম ভালোবসা। আপনিও ভালোবসায় ভালো থাকবেন সবসময়🌸🌸🌸
আরজু মুক্তা
চিলেকোঠা টা একদম আপন।ভালো লাগলো
বন্যা লিপি
একদম ঠিক ভেবেছেন। আপন চিলেকোঠা মানেই তো একান্ত আপন। শুভেচ্ছা রইলো 🌸🌸
সাবিনা ইয়াসমিন
জীবনের অগোছালো ছবি গুলো
কখনোই গোছানো হয়না,
প্রতিবার গড়ে-ভেঙে যে অবয়বে নিজেকে গড়ি
তাকে দেখার আয়নাটা কেনা হয়না কখনো।
আমার আমি কে কজনই খুঁজে পাই!!
চিলের ডানায় কখনো কি লেখা যায়
আকাশের ঠিকানা !?…
মন উদাস করা কবিতা কেন লেখো বন্যা? তোমার মনে কি দয়া-মায়া নেই 😔😔
বন্যা লিপি
দযামায়া আসলেই কম আমার সাবিনা, ভীষণ কম। ঘুরেফিরে সেই ফিরে আসি পুরোনো বিষাদ আর উদাসীনতায়।
রোমান্টিক আমার আর হওয়া হইলোনা 😔😔😔
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, রোম্যান্টিক হতে হবেনা। শুধু লিখলেই হবে। এককাজ করো, একটা প্রেমের কবিতা লেখো তাহলেই হবে। প্রেম প্রেম প্রেম আর থাকবে সেখানে 😂🙂
বন্যা লিপি
লিখবো, শুধু প্রেম প্রেম আর প্রেম নিয়ে লিখবো এরপরে। তখন কিন্তু আবার বলোনা, “এত প্রেম রাখো কই?😀😀😀😀
মাসুদ চয়ন
ভালো লিখেছেন।তবে কয়েকটি বানান ভুল টাইপ হয়েছে।
বন্যা লিপি
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও দেখেছি বানান ভুলের ব্যাপারটা কিছুতেই কাটিয়ে উঠতেই পারছিনা। চেষ্টা থাকবে নির্ভূল লেখার। শুভ কামনা আপনাকে।
শিরিন হক
তোমার গভীরে যে ক্ষত সে আমাকে স্পর্শ করে বারবার কবিতায় খুঁজে পাই অদেখা রক্তক্ষরন।
কি সুন্দর করে লেখো তুমি বাহ্।
বন্যা লিপি
এই না হলে আমার মিতা!! যদি স্পর্শই না করলো তবে কিসের হৃদয়ের টান, তোমার আমার? ভালোবাসা জেনো। ❤❤