
ইদানীং একেবারেই ঘুম হচ্ছে খুবই কম। ডাক্তারের দেয়া মাথা ঠান্ডা রাখার ঔষধ খুব কম নেয়া হয়। নিতে হবে। খুব অল্পতেই চটে যাওয়া মানুষ আমি।ইদানীং চটতেও ভুলে যাচ্ছি। আশেপাশের মানুষের ভীড়ে বড্ড একা লাগে। হাজারো রকম কথাদের ভীড়ে আমার ক্রোধ বাড়ে।বাড়ে অসহায়ত্ব। মাঝে মাঝে মনে হয়, আমি আসলে কেমন? প্রিয় ডায়লগ একখানা প্রায়ই প্রায় মানুষকে শোনাই।* আমি এমনই* কেউ প্রশ্ন করে-‘ আপনি এমন কেন? কেমন যেন!’
-আপনার কি মন খারাপ?
আমিঃ মন? মন কি আবার?
তার আবার খারাপ ভালোই কি?
–মনের ওপর এত রেগে গেছেন? মন কি করলো?
আমিঃ মন নিয়ে ভাবাবাবি বন্ধ।বাদ দেন।
–সত্যি?এও সম্ভব?
আমিঃ সম্ভব।প্রমানিত।
–আমমমমমমম- মানুষ যে তার তো মন আছে!
আমিঃ বাদ সব।ভাবের কথার দাম নাই।
বৈচিত্রের বিচিত্রতায় হরদম পরিবর্তন হচ্ছে মানুষের প্রেম,ভালবাসা,আবেগ,ক্রোধ,হিংসা,জিঘাংসা,ক্রমান্বয়ে উষ্ণায়নের ধাক্কায় বিলুপ্ত হচ্ছে সুস্থ্য মস্তিষ্কের সুস্থ্য চিন্তা।প্রয়োজন তবুও…! তবুও প্রয়োজন মস্তিষ্কপ্রসূত সামলে চলা গতির প্রভাব। সহজ সময় বলতে কখনোই কিছু ছিলোনা, নেই,থাকেওনা। থাকতে হয় মেধা। হ্যাঁ…মেধা সম্পন্ন বোধ। বোধটুকু বড় দামী। একা ভাবলে চলে? ছোঁয়াচে রোগের মতো হতে হয় পারস্পরিক বোধ। বুঝতে হয় বোধ এর মেধা।
” মাথার ভেতর কোনো এক বোধ কাজ করে, আমি পারিনা তাকে এড়াতে। সে আমার হাতে রাখে হাত”
হোক না হাতে হাত রাখার মতো বোধের ছোঁয়াচে রোগ!
আমি বলে যাই আমার কথা। আমি গ্যাঁট হয়ে থাকি আমার একমাত্র কথার সিদ্ধান্তে। ভেবে বলি, না ভেবে নয়। তোমার/তোমাদের বুঝতে কেন সমস্যা হয়? মেনে নেয়া /মানিয়ে চলা এক নয়।বোধ থাকতে হয়। সময়কে সময় দেয়া যায়না। সময়কে ব্যাবহার করতে জানতে /শিখতে হয়।মেধা কাউকে কেউ ঋন দিতে জানেনা। মেধাবী হতে ইচ্ছে থাকতে হয়।
মন; না থাকলে চলেও না: সত্য।কঠিন সত্য। মনেই বসবাস চাওয়া না চাওয়ার রহস্য।
ইদানীং কিছুই লিখতেও পারছিনা। অথচ কেউ কেউ খুঁড়ে যাচ্ছে….. “আজ একটা একটা লেখা লিখে ফেলুন না!”
চেষ্টা চালাতেও চেষ্টা করতে পারছিনা।
কেউ চাইছে, একটা গান লিখে দিন আমাকে, সুর কন্ঠ আমি দেবো গিটারে”
মাঝে মাঝে ভাবি: কেউ কেউ কত কত এক্সেপটেশন রাখছে এই আমায় নিয়ে?
এক্সেপটেসন!!
এখানেই ভাবনারা গতি পরিবর্তন করে আমার মস্তিষ্কে; ফিরে যাই পেছনদিকে।
ভাবা যায়? মেয়েটা এমন হবে,অমন হবে, সাধু হবে,শান্ত হবে, নিরব থাকবে,কথা কম বলবে, উঁচু আওয়াজ করবে না, বেশি মানুষের সাথে মিশবে না, ছেলেদের সাথে কথা বলা, বন্ধুত্ব থাকবে না, যেখানে সেখানে যখন তখন যাবেনা, ঘরের কাজে মন লাগাতে হবে, পড়াশুনা ঠিকঠাক মতো করতে হবে, ছোট ছোট ভাই-বোনের বড় হয়ে দেখাশুনা করবে, লক্ষী পয়মন্ত হয়ে চলবে, কোনো কথার প্রতিবাদ চলবে না, ইচ্ছে অনিচ্ছে থাকতে পারবে না….ইত্যাদি ইদ্যাদি ইত্যাদি…. তালিকা লম্বা হতে হতে লম্বাই হতে থাকবে শুধু। পরের ঘরেও সেই একই চিত্র! এক্সেপেকটেসন!!
ঘরের বউ কেমন হবে! যেমন চাইবো তেমন হবে। সন্তান বড় হলে, একই…. চিত্রের রং বদলায় না।কালের গর্ভে ফ্যাকাসেও হয়না।
এক্সেপটেসনের সিঁড়িতে খাড়া বেয়ে উঠতে না পারলেও, নিজের মতো ঠাঁয় দাঁড়ানো কতটা দৃঢ়তা আর বাঁকা চোখের চাহনী মন থেকে সরিয়ে রাখতে হয় মনেরই জোড়ে।
তাহলে মন নামক বস্তুটা নেই বলে কি আত্মপ্রবঞ্চনার আশ্রয় নেয়া হয়ে গেলো না?
হতেই পারে! অস্বাভাবিক বলেও তো কিছু নেই!
গোলমেলে সময়ের গোলমেলে ভাবনারা বড্ড বেশি জোকারের মতো আচরন করে।
ইদানীং ; এই শব্দটা দিয়েই শুরু করা যেতে পারে হাজারো বিষয় নিয়ে ময়নাতদন্ত! কিন্তু আসলে তদন্ত শেষে কি কোনো মনপুতঃ ফলাফল পাওয়া যাবে? যায় পাওয়া? পাওয়া গেলে বোঝা যেত মেধাও কাজে লাগে!
কি মারাত্মক কথা তাইনা? *মেধাও কাজে লাগে* মেধা এখন কি কাজে কে কোথায় কেমন করে কাজে লাগাচ্ছে?
হবেই বা কি এতসব ভেবে? যা হবার তাই হয়! যা হবার না তাও হয়! হয়ই তো! হচ্ছে তো!।
স্বস্তি,শান্তি, সাধনা, হাসি,কান্না,বিষন্নতা,আবেগ, প্রেম, টান,দরদ, সমঝোতা, আত্মিকতা,….. সে এক বোধ* এর নাম।
কেউ কেউ যখন বলে, আপনার লেখা আমার ভালোলাগে, ভয় হয়।হ্যাঁ ভয় হয়। এক্সপেকটেসন বাড়ার ভয়! ইচ্ছের কলমে কালি বড্ড জড়তায় থাকে। সেই ভয়কে জয় করার সাহসটাই এখন বড্ড প্রয়োজন।
প্রয়োজন এক প্রচন্ড বোধএর। চাই সময়।
সময় বড় মহাজন*
নোটঃ এলোমেলো মনে হতেই পারে।একটু ভেবে দেখার মতো সময়ের প্রয়োজন মাত্র। শুভস্য।
২৯টি মন্তব্য
ফয়জুল মহী
বাহ্ দারুণ প্রকাশ
বন্যা লিপি
অসংখ্য ধন্যবাদ রইলো।
সাবিনা ইয়াসমিন
বোধের ভাবনাগুলো এমনই এলোমেলো হয়। গুছিয়ে বলবার মতো জ্ঞানবোধ যদি থাকবেই তাহলে ভাবনার অবসর কই! ইদানীং এর ভাবনা আর গতকালের ভাবনার ফারাকটা অনেক দুরত্ব বজায় রেখে চলতে চায়, এই দুরত্ব অতিক্রম করা যায় না। কারন সময়কে সময় দেয়া যায়না কখনোই।
মেয়ে এমন হবে, ওমন হবে, কিন্ত মেয়েটার এক সময় বা কোনো সময়েই জানা হয়না আসলে কেমন হতে হয়! কি হলে ভালো হয়/ হবে।
★ কেউ কেউ যখন বলে, আপনার লেখা আমার ভালোলাগে, ভয় হয়।হ্যাঁ ভয় হয়। এক্সপেকটেসন বাড়ার ভয়!★
এই ভয়েই থেমে যায় অনেক অনেক অভিপ্রায়, হারিয়ে যায় একান্ত কথার পান্ডুলিপি।
বন্যা লিপি
এই ভয়েই থেমে যায় অনেক অনেক অভিপ্রায়, হারিয়ে যায় একান্ত কথার পান্ডুলিপি।*
অনেক পান্ডুলিপি থেমে গ্যাছে এভাবেই।
ক্রমাগত বিপরীত বোধের তাড়নায় হয়না আর এগোনো। তবুও চলছি চলতে, চাইছি
বলে। এমনি যেমন করেই চলতে চাই, চলবো নিজের মতো করে।
মোঃ মজিবর রহমান
প্রথমত বলে রাখি আমার নকল হল কেমন করে লেখার কাহীনি আমার চরিত্রও মনে হচ্ছে।
থাকতে হয় মেধা। হ্যাঁ…মেধা সম্পন্ন বোধ। বোধটুকু বড় দামী। এই টুকু আমাকে খুব খুব কুড়ে কুড়ে খায়!!! আমি বাকশক্তি হারায়। মেধা নায় কেন আমার????
মেধাবী হতে ইচ্ছে থাকতে হয়। ের প্রসেস কি জানা খুব প্রয়োজন।
হোলো ঈচ্ছা থাকবেনা এটা কথা না। এটার মানে পঙ্গু করা।
আপু আমি ভাবতেই ভুলে যায় কি করা যায়??
পড়লা্ম, মনে রেখে দিলাম, কিন্তু কিছু করতে বা শিখতে পারবনা কিনা জানিনা। দোয়া চাই।
বন্যা লিপি
প্রথমেই দুঃখ প্রকাশ করছি।দেরিতে জবাব দেয়ার জন্য।বেশ কিছু কাজের চাপে সময়মতো ব্লগে আসতে পারিনি দাদা।
এ এমনই বোধ! আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই কাজ করে কিছু না কিছু হলেও! মেধা কাউকে ধার দেয়া যায়না। প্রসেস বলতেও কিছু নাই।বোধটুকু জাগ্রত হওয়া প্রয়োজন মনে হয় সকলের।
এর বেশি আর কিইবা বলবো?
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
পুরো লেখাতে যেন আমার আমিকে খুঁজে পেলাম। ইদানিং এই বোধ , ভাবনা এসবই কাজ করছে আমার মধ্যেও। মেনে নেয়া/মানিয়ে চলা সত্যিই এক না। বাদ সব।ভাবের কথার দাম নাই।
বৈচিত্রের বিচিত্রতায় হরদম পরিবর্তন হচ্ছে মানুষের প্রেম,ভালবাসা,আবেগ,ক্রোধ,হিংসা,জিঘাংসা,ক্রমান্বয়ে উষ্ণায়নের ধাক্কায় বিলুপ্ত হচ্ছে সুস্থ্য মস্তিষ্কের সুস্থ্য চিন্তা।প্রয়োজন তবুও…! তবুও প্রয়োজন মস্তিষ্কপ্রসূত সামলে চলা গতির প্রভাব। সহজ সময় বলতে কখনোই কিছু ছিলোনা, নেই,থাকেওনা। থাকতে হয় মেধা। হ্যাঁ…মেধা সম্পন্ন বোধ। ধন্যবাদ আপু। অনেক দিন পর আপনার লেখা পেলাম আর সেটা যেন সময়ের প্রয়োজনে ভাবতে হবে এই মন্ত্র দিয়ে গেলেন। শুভ কামনা রইলো
বন্যা লিপি
আমাদের সবার মনের আয়না প্রায়ই একইরকম দি’ভাই, আমরা শুধু বুঝি,বোঝাতে পারিনা। কথাগুলো বলে গেলাম আপন বোধের জায়গা থেকে।
অনেক ভালবাসা জানবেন দি❤
মনির হোসেন মমি
আপুর লেখাটা মিলে গেল আমার সাথেও ।জীবন যখন যেমন যে ভাবে এই ভাবনাতেই আছি।মন ভাবন বোধ এ সব আর এখন খুজিঁ না। চমৎকার লিখেছেন।
বন্যা লিপি
বোধ! সে এক বোধ বটে ভাই।ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া পারভীন
অদ্ভুত!
সত্যিই অদ্ভুত!
কী করে যে এতো মিলে গেলো? আপু আপনার একান্ত অনুভূতি আমার কথা বললো। আমার জীবনের কথা বললো।
সত্যিই দারুণ লিখেছেন 👏👏👏
বন্যা লিপি
আমার কথা /আপনার কথা/ তাহার কথা=আমাদের কথা আপু।
বোধ! অশেষ ধন্যবাদ আপনাকে।
সুপায়ন বড়ুয়া
“কেউ কেউ যখন বলে, আপনার লেখা আমার ভালোলাগে, ভয় হয়।হ্যাঁ ভয় হয়। এক্সপেকটেসন বাড়ার ভয়!”
সুন্দরতো.
এই ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার জন্য
আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট।
যা আমনি পারবেন।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
যা আপনি পারবেন।
বন্যা লিপি
জয় টয় কিছু না দাদা, যেভাবে চলছি, চলছি তো! বোধটুকু নিয়েই বাঁচি। ধন্যবাদ দাদা আপনাকে।
আরজু মুক্তা
আপা, এতো প্রশ্ন? বিরতি দিয়ে লিখাই ভালো।
শুভকামনা জানবেন
বন্যা লিপি
প্রশ্নই তো! থাকে /আছে থাকার মতো।
এটা ভালো বলেছেন,বিরতি দিয়ে দিয়েই তো লিখি! শুভ কামনা আপনার জন্যেও।
সঞ্জয় মালাকার
দিদি বলে কথা চমৎকার লেখা
দিদি শুভ কামনা
বন্যা লিপি
দাদাভাই বলে কথা! দিদির জন্য সবসময়ই মায়া।শুভাশীষ রইলো।
সাদিয়া শারমীন
সুন্দর লেখা।ভাল লাগলো।
বন্যা লিপি
অজস্র ধন্যবাদ জানবেন। শুভ কামনা।
নিতাই বাবু
বর্তমান সময়ে ঠিক তা-ই হচ্ছে। তবুও আমি নিজে নিজেকে খুবই সামলে চলি। কারোর সাথে কথা বলতে গেলেও অন্তত খুবই ভেবেচিন্তে কথা বলি! যাতে কথার দ্বিমত পোষণ না করে।
আপনার লেখা পড়ে নিজের কথাই ভাবছি! শুভকামনা থাকলো।
বন্যা লিপি
তবুও আমি নিজে নিজেকে খুবই সামলে চলি। কারোর সাথে কথা বলতে গেলেও অন্তত খুবই ভেবেচিন্তে কথা বলি! যাতে কথার দ্বিমত পোষণ না করে।….
এইতো বোধ দাদা! বোধটুকুই তো আলাদা করে আমাদের একে অপরের থেকে।
ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
কি বলবো আপু, আমিও যে আমিত্বে নিজেকে খুঁজে ফিরি, চমৎকার পোস্ট দিলেন।
বন্যা লিপি
আমিও যে আমিত্বে নিজেকে খুঁজে ফিরি!
ভাইজান, এই বোধটুকুই তো দামি; এটুকু নাহলেই যে নয়! কৃতজ্ঞতা জানবেন।
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় আপু, শুভেচ্ছা জানবেন।
জিসান শা ইকরাম
লেখাটি পড়ে অন্য এক বন্যাকে জানলাম,
যে অজানা।
অনেক অনেক ভাল হয়েছে লেখা। মুগ্ধ পাঠক যাকে বলে, তাই হলাম আমি।
শুভ কামনা।
বন্যা লিপি
বোধ থেকেই লেখা এলো মাথায়….
একজীবনে কতকি জানার বাকি রয়ে যায় আমাদের!!! এখন তো আরো কত বাকি। শাশুড়ি হলাম যে! আরেক অধ্যায় শুরু জীবনের। এক জীবনে পর্যায়গুলো কেবল মেয়েদেরই কতরকম বোধের মধ্য দিয়ে যেতে হয়,ভাবা যায়? মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হই।শুভ কামনা।