
ইচ্ছে ছিলো তোমায় নিয়ে ঘুরতে যবো পূজোয়
ইচ্ছে গুলো মিথ্যে হলো ব্যর্থ পরিচয় ,
জ্বলসে উঠে স্বপ্ন আমার
স্বপ্ন ভাঙা সময়,
স্বজন হারা পাখির মতো
মিথ্যে আয়োজন!
স্বপ্ন কুড়াই রোজ নিশিতে
আশায় বাঁধি বুক,
এই বুঝি আসছে আমার
আঁধার ঘরে সুখ!
নিত্য নতুন ভাবনা জাগে
নতুন কোন সাঁঝে,
বেজায় পুড়ে মনটা আমার
অশ্রু ভাসা চোখে!
স্নেহ মায়া,আদর সোহাগ
শরীর খেলার দাম,
সকাল সন্ধ্যে কাজ আমার
পূজার সম্মান !!
তুমি তো সেই পুরনো সৃতি
অতীত ভাঙা মান,,
২৬টি মন্তব্য
কামাল উদ্দিন
ইচ্ছে পূরণ হয়নি বুঝি? লেগে থাকেন, পূরণ হবেই হবে 🙂
সঞ্জয় মালাকার
আছি মোটামুটি লেগেই, নিয়ে যেতে পারলেই ভালো।। ধন্যবাদ দাদা সকাল বেলার শুভেচ্ছা রইলো।
কামাল উদ্দিন
শুভ দুপুর 😀
সঞ্জয় মালাকার
শুভ রাতী দাদা।
সুরাইয়া পারভিন
ইচ্ছে থাকলেও অনেক কিছু করে ওঠা হয় না আমাদের। এই যেমন ইচ্ছে থাকলেও স্মৃতি থেকে বের হওয়া যায় না।
চমৎকার লিখেছেন
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ প্রয়ি দিদি,
সুপর্ণা ফাল্গুনী
আশা আর আকাঙ্ক্ষা নিয়েই আমাদের বেঁচে থাকা। ধন্যবাদ আপনাকে
সঞ্জয় মালাকার
ঠিকই বলেছেন দিদি আশা আর আকাঙ্ক্ষা নিয়েই আমাদের বেঁচে থাকা।
অশেষ ধন্যবাদ প্রিয় দিদি।
মাহবুবুল আলম
ইচ্ছা যখন হয়েছে, তবে ঘুরে আসুন না একবার। দৈহিকভাবে না হলেও মানসিকভাবে। শু
সঞ্জয় মালাকার
দাদা মানসিকভাবে প্রতিনিয়োত ঘুরতেছি, কিন্তু বেরিয়ে আসতে পারছি না।
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো থাকুন সব সময় শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
ইচ্ছে পূরণ হোক।
ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
নুর হোসেন
জ্বলসে উঠে স্বপ্ন আমার
স্বপ্ন ভাঙা সময়,
স্বজন হারা পাখির মতো
মিথ্যে আয়োজন!
-রবী ঠাকুরে গান বুকে বাঁজছে
যখন পড়বেনা মোর পায়ে চিহ্ন এই বাটে…..
সঞ্জয় মালাকার
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ প্রিয় দাদা।
ভালো থাকুন সব সময় নিরন্তর কামনা।
প্রদীপ চক্রবর্তী
স্বপ্ন অনেক বাস্তবায়নের পথে বাঁধা।
তেমনি ইচ্ছে অনেক সবি পূরণ হওয়ার নয়।
.
শুভকামনা দাদা।
সঞ্জয় মালাকার
ঠিকই বলছে দাদা ইচ্ছে অনেক কিন্তু সবি’ই পূরণ হওয়ার নয়। অশেষ ধন্যবাদ প্রিয় দাদা, অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
লেগে থাকতে হবে খুব করে!
সঞ্জয় মালাকার
লেগেই আছি দোয়া করবেন ভাইজান ।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
ইচ্ছে এবং আশা পুরন হোক
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, দোয়া করবেন যেন সাফল্য খোঁজে পাই ।
মনির হোসেন মমি
আহা কত ইচ্ছে যে জাগে প্রিয়কে সাথে করে ঘুরতে সেই অতো ইচ্ছে পূরণ কী সবার ভাগ্যে সয়। কারো ভাগ্যে না সইলেও আপনার ভাগ্যে যেন সয় এই প্রার্থণাই করছি। কবিতায় অনন্য উপস্থাপনা।
সঞ্জয় মালাকার
দোয়া করবেন শ্রদ্ধে দাদা ইচ্ছে নিয়ে যেনো ঘুরতে পারি।
অজস্র ধন্যবাদ দাদা, শুভ কামনা রইল, 🌹🌹
নৃ মাসুদ রানা
ঘুরে আসুন কোন দূর অজানায়।
সঞ্জয় মালাকার
দূর আজানাতে আছি দাদা ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়েয়।। ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
এস.জেড বাবু
সব ইচ্ছে পূর্ণ হলে লিখা পেতাম কই !
তবুও সামনের সময়ের শুভকামনা
দারুন লিখেছেন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে বাবু ভাই আপনার জন্যও রইল শুভ কামনা।