দেখছ তুমি ?
জলরঙা এই কষ্ট গুলো গড়িয়ে পরে ?
অবাক করে ? নেশার লাটিম
বুকের ছাতিম, দুঃখ গিলে।
অন্তঃমিলে- হাজার বিবাদ, ডাকছে কাকে ?
নিচ্ছ যাকে ! সে যদি হয় অন্য কারো ?
চাইলে পারো ভুলিয়ে দিতে।
প্রেম ? সবাই বলে আদিক্ষিতে।
ভাবছ তুমি ?
স্বপ্নগুলো ধূসর হল, একি! টলছ কেন ?
মেলবে ডানা তেপান্তরে ? উড়তে পার
ঝড়ের ক্ষণে ? সুখ পাখিটা লুকাও এবার
বুক পাঁজরে, বাম পাশের ওই ঈশান কোনে।
এখনো চাও ধরতে ও হাত ?
জানো তুমি ? হৃদয় ভূমি, ছলাৎ ছলাৎ।
বিভীষিকার অনেক জ্বালা, তপ্ত লাভা।
পাংশু প্রভা ? না সে তা নয়
কাল-মহাকাল জ্বালবে একাই
দিচ্ছ দোহাই ? লাভ হবে না।
পথিক শুধু চলতে জানে, ধীর হবে না।
কাদছ তুমি ?
জলরঙা সেই কষ্ট এবার তোমায় নিবে
ধুয়েই দিবে, হাজার সালের সব বারতা
সেই জড়তা, যা ছিল ওই নয়ন চুমে
গভীর ঘুমে নীল ক্যানভাস
গলার কাছে খুব হাঁসফাঁস, সব টা নেবে
থাকবে শুধু, স্মৃতির ধূধূ, আর সে পথিক
বলছি রে ঠিক। এই তো নিয়ম
প্রণয় বা ভ্রম, অট্টহাসি, হাসবে খুব’ই
কখন ? ক্লান্ত যখন বুক পৃথিবী।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
কবির মনে কত ভাবনা খেলা করে 🙂
ভালো লেগেছে (y)
আবু জাঈদ
তা না হলে নতুন কবিতা আসবে কি করে :p
নীলকন্ঠ জয়
চারবার পড়লাম। ভালো লেগেছে… -{@
আবু জাঈদ
তারমানে আপনি আসল ছন্দ মাত্রা টা ধরতে পেরেছেন । এই কবিতা টা আমি একটু ভিন্ন মাত্রায় লিখেছি, আমি নিজেই কাল থেকে বহুবার পড়লাম এটা, আমার মাঝে মাঝে জীবনানন্দ কে ফলো করতে ইচ্ছে করে, উনি সব সময় ছন্দ কে ভাংতেন 🙂 আমিও ভাঙ্গার চেশটা করি, ভাললাগা জানবেন।
মিথুন
এই তো নিয়ম
প্রণয় বা ভ্রম, অট্টহাসি, হাসবে খুব’ই
কখন ? ক্লান্ত যখন বুক পৃথিবী
অসাধারণ. মুগ্ধ হলাম ভাইয়া (y)
আবু জাঈদ
আপনার মন্তব্য আমাকেও মুগ্ধ করল 🙂
লীলাবতী
খুব ভালো লেগেছে (y)
আবু জাঈদ
ভাললাগা জানবেন, আপনাদের ভাললাগাই আমার প্রাপ্তি 🙂
খসড়া
(Y)
শুন্য শুন্যালয়
অসাধারণ কবিতা …মুগ্ধ হলাম…ইশ যদি এতো সুন্দর করে লিখতে পারতাম! !