আড়াল চোখ

ছাইরাছ হেলাল ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, ০২:৩৬:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৫ মন্তব্য

কেউ এক জন দেখছে আমায়, আড়াল থেকে আড়াল হয়ে, চোখ টান করে টানাটানা চোখে,
সকালের ঝাঁপি খুলে, স্বপ্ন বোনা মায়াবী চোখে, স্বপ্নের সোনা বিকেলের রং মেখে,
অপলক মিষ্টি হাসির দ্বার খুলে। চোখ গেলে কাঁদেন, কাঁদলেও রাগে না, স্বপ্নময় জাদু চোখ,
সাবিত্রী সে, মায়াবিনী সে,

স্বপ্নে থেকে স্বপ্নের চোখে নিরন্নের থালায় চোখ ফেলে নির্নিমেষ; এলো চুল, বুকে জলপাই ঘ্রাণ,
প্রশ্নহীন নির্জন রাতের অভিসারে অনিদ্রিত স্বপ্ন হেঁটে বেড়ায় রাত্রির এ কুল থেকে ও কুলে, বিবক্ষায়।

অপ্সরীর নতজানু সেঁজুতি চোখ জেগে থেকেই ঘুমায় অনিঃশেষ সুবিশ্বাসী স্বজনপ্রীতিতে,
হাসির সৌরভ মেখে, দ্বিধার দ্বন্দ্বে।

৫৩৩জন ৫৩৩জন
0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ