এলো ফাগুন

এনামুল হক মানিক ৯ মার্চ ২০১৫, সোমবার, ০৮:১৮:১৭অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

এলো ফাগুন জ্বলছে আগুন
কৃষ্ণচূড়ার ডালে
আম্রমুকুল সোনালু ফুল
দোলে হাওয়ার তালে ।
খানিক দূরে উদাস সুরে
দোয়েল পাখি ডাকে
বেতসবনে উদাস মনে
ডাহুক ছবি আঁকে ।
শিমুল গাছে শালিক নাচে
কোকিল ডাকে সুরে
মধুর জন্য হয়ে হন্য
মৌমাছিরা উড়ে ।
নীলাকাশে ঈগল ভাসে
মেলে দিয়ে ডানা
টিয়াপাখি ডাকিডাকি
উড়ে যায় অজানা।
দূর পাহাড়ে ঝিলিক মারে
হলদে রোদের হাসি
কাড়ে যে প্রাণ- যার অবদান
তাকে ভালোবাসি।

১৬২৮জন ১৬২৯জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ