
নীল আকাশ আজ কষ্টের চাদরে ঢাকা। সবাই ভাবে, মেঘ করেছে। কেউ কেউ মহা আনন্দে ক্যামেরা তাক করে থাকি। কখন বিদ্যুৎ চমকাবে। একবারও ভাবি না, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে আকাশে। বজ্রপাত, হায়! সে তো তার হৃদয়ের করুণ চিৎকার। কষ্ট সইতে না পেরে নীল আকাশও কাঁদে। রোমান্টিক মুডে, আমরা তার কান্নাগুলো নিয়ে হাত দিয়ে খেলার চেষ্টা করি। কেউ কারও কষ্ট বুঝি না। আধুনিকতার কঠিন মানসিকতায় ছোঁয়া এ হৃদয়। আষাঢ়ের প্রথম বৃষ্টিটা আজ অনুভব করার চেষ্টা করলাম। গভীর শ্বাস প্রশ্বাস বিনিয়ম হলো। কান্নাগুলো গলায় এসে আটকে গেলো। তীব্র আবেগে বললাম, ” ভালো থেকো প্রিয়, যতদিন দেহে নিঃশ্বাস ; ততদিন এই ভালোবাসা তোমার জন্য। “
২৮টি মন্তব্য
বন্যা লিপি
ভালো থেকো প্রিয়……
কষ্ট!!! আক্ষরিক শব্দের এই কষ্ট যদি বোঝানো যেত!! তবে বৃষ্টি ঝড়তো না।
আরজু মুক্তা
একদম। কষ্ট বুঝলে কী আর বৃষ্টি ঝরে চোখে?
ভালোবাসা জানবেন।
মোঃ মজিবর রহমান
নীলাকাশ নীলে ভরা গরলে থাকলেও এই নীলাকাশে আমাদের অনেক চাওয়া/পাওয়া/প্রাপ্তি থাকে। কষ্ট আমরা কেউই বা বুঝি কখন কতটুকু জানিনা। যার জ্বালা সেই বোঝে এটাই হইতো সার্থক শব্দ। হাজারো কষ্টে দুখে ভালো থাকি বা থাকার চেষ্টা করি। তাই সবাই বলি সবাই থাকি থাকি।
আরজু মুক্তা
যার জ্বালা সেই বোঝে। তবুও ভালো থাকার চেষ্টা।
শুভ কামনা ভাই।
রেজওয়ানা কবির
কষ্ট এমনই এভাবেই আকড়ে ধরে থাকে এবং অশ্রু ভিতর থেকে বৃষ্টির রুপ নেয়। তারপরও ভালোবাসার মানুষের ভালো থাকার প্রত্যাশায়,,,,,, শুভকামনা আপু।
আরজু মুক্তা
মন থেকে কেউ চায় না তার ভালোবাসার মানুষ কষ্টে থাক।
শুব কামনা সবসময়
সাবিনা ইয়াসমিন
বৃষ্টি কখনো কষ্টে কাঁদায় কখনো আনন্দে ভাসায়। প্রকাশ অনেক সময় একই, উপলব্ধ অনুভবের রুপ ভিন্ন ভিন্ন হয়ে ধরা দেয়।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
অনুভব আলাদা হয় যখন পরিবেশ অমন হয়।
তবুও গল্প চলুক।
শুভ কামনা
তৌহিদুল ইসলাম
“বজ্রপাত, হায়! সে তো তার হৃদয়ের করুণ চিৎকার। কষ্ট সইতে না পেরে নীল আকাশও কাঁদে।”
বৃষ্টিকে নানানরুপে প্রকাশিত করেছেন লেখকগন। এটিও তেমনি একটি রুপ।
শুভকামনা।
আরজু মুক্তা
লেখকের চোখকে ফাঁকি দিতে পারেনা। হা হা।
ধন্যবাদ ভাই
জিসান শা ইকরাম
প্রতিটি অবস্থা ভিন্ন ভিন্ন দেখার অবকাশ থেকে যায়।
আষাঢ়ে গল্প ভালো হচ্ছে।
শুভ কামনা।
আরজু মুক্তা
আষাঢ়ে সিরিজ চালিয়ে যাবো।
শুভ কামনা সবসময়
রোকসানা খন্দকার রুকু
আষাঢ়ে গল্পে করুন চিত্র। এটাই বাস্তব। শুভ কামনা।
আরজু মুক্তা
একদম। পরিবেশেই ঠিক করে দেয়।
শুভ কামনা
সঞ্জয় মালাকার
ভালো থেকো প্রিয়, যতদিন দেহে নিঃশ্বাস ; ততদিন এই ভালোবাসা তোমার জন্য। “
দিদি, অনেক দির পর আপনার লেখা পড়লাম ভাল লাগলো খুব,
দিদি,ভালো থাকুন সুস্হ থাকুন সব সময় শুভ কামনা করি //
আরজু মুক্তা
আপনাকে কিন্তু মিস করছি ব্লগে।
কেমন আছেন দাদা? কবিতা কবে থেকে লিখবেন?
মনির হোসেন মমি
আষাঢ় মাসটা আগের সেই আষাঢ় মাস নেই।এখন ভয় জাগে একটু বৃষ্টিতে শহরেও নৌকা চলে।তবুও আষাঢ়ের বহমান প্রকৃতির সৌন্দর্যকে উপেক্ষা করতে পারিনা।চমৎকার আষাঢ় বন্ধনা।
আরজু মুক্তা
প্রকৃতিতে ভালোই রদবদল হয়েছে। আমরাও হয়তো প্রকৃতিকে এভাবে দেখে অভ্যস্ত হয়ে যাবো। তবে, ছোটবেলার আষাঢ় আর এখনকার আষাঢ়ে অনেক তফাত।
শুভ কামনা ভাই
নিতাই বাবু
আপনার লেখা “আষাঢ়ে গল্প-২” পড়ে ভালো লাগলো। তবে আগের পর্বটা পড়া হয়নি। আশা করি পড়ে নিবো।
আরজু মুক্তা
জি দাদা।
আপনাকে ধন্যবাদ ও শুভ কামনা
ছাইরাছ হেলাল
কষ্টের চাঁদর মেলেছে ডানা নীলের আকাশ জুড়ে,
হাসছে, আলো ছড়িয়ে বিদ্যুতে বিদ্যুতে,
কান্নার ছলে উগরে দিচ্ছে ভালোবাসাবাসির কুহক!
আরজু মুক্তা
এজন্য মনে হয় নীল কষ্টের রঙ।
সুপর্ণা ফাল্গুনী
আষাঢ়ের রোদ-বৃষ্টির ছলচাতুরী তে মনটাও কেমন জানি হাসি-কান্নায় মেতে ওঠে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
পাগল মন। মন কেন এতো কথা বলে। হা হা
শুভ কামনা
দালান জাহান
ভালোবাসার বৃক্ষ আকাশ সমান বড়ো হোক
আরজু মুক্তা
একদম। বিশালতা ছাড়া তা বরাবরি বিবর্ণ।
ধন্যবা আপনাকে
হালিমা আক্তার
প্রকৃতির কষ্ট ধারণ করার ক্ষমতা হয়তো আমাদের নেই। এমনিতেই আমরা কেউ কারো কষ্ট বুঝতে চাই না, শুধু নিজেকে নিয়ে ভাবনায় পড়ে থাকি। খুব ভালো লাগলো আষাঢ়ে গল্প। শুভ কামনা ও ভালোবাসা রইলো।
আরজু মুক্তা
প্রকৃতির কষ্ট বুঝিনা অথচ প্রকৃতি আমাদের লালনপালন করে।
শুভ কামনা আপা