আশা

সিকদার সাদ রহমান ৭ মে ২০১৯, মঙ্গলবার, ১০:৫০:৪৫অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

♥#আশা♥

আশায় রইলাম বেঁধে বুক
শত তৃষ্ণা অবহেলায় পাব সুখ,
ডুবে যাওয়া কায়া মাঝ দরিয়ায়
কে আসছে ঐ, ঝাপসা দেখায়
হয়তোবা আশা, ভাসছে ভেলায়।

ক্ষীণ দৃষ্টি কোন মতে চায়
আসে যদি কেহ, এ অবেলায়।
অলীক কল্পনাও এক ধারা চাওয়া,
কে করবে বিচার,
যত পাওয়া না পাওয়া?

পরিশ্রান্ত বিশ্রাম দেহে অকাল প্রয়াত
কালে কাল যায়, আসে বিষন্ন প্রভাত।

#সিকদার_সাদ_রহমান
০৭-০৫-২০১৯

৭৮২জন ৬৪৯জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ