*আলোয় মোড়ানো*

রিতু জাহান ৬ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার, ০৯:৫৩:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৩ মন্তব্য

পৃথিবী থেকে শৈশব আমার বিলীন হয়েছে,

জীবন থেকে হয়েছে অতীত।

এই অনেক বছরের পরিভ্রমণের পরেও

সেই সুখ অনুভূতি আমি ভুলিনি।

স্বর্গীয় আলোয় মোড়ানো,

সবুজের সতেজতায় ভরা, আমার শৈশব।

জীবনের মায়াময় সেই দিনগুলোতে,

এ বেলায় এসে স্মৃতির আলো ফেলি।

দিনমান ছুটোছুটি, এ গাছ ওগাছ, মাটির পাতিল, রান্না-বান্না, চড়ুইভাতি, পদ্ম পুকুরে ঐ শ্যাওলা জলে ভাসিয়েছি যত নৌকা,

হাওয়ায় ভেসে তীরে ভীড়েছে কিছু, কিছু ডুবেছে জলে। নরম সবুজ দূর্বাঘাসে পা দিয়েছি যখনি, শিশির দিয়েছে আলত আদর।

হেঁটে গেছি চুপিসারে, ঐ প্রজাপতির পিছে,

আউশের ফসল কাটা মাঠে, নাড়ার ঐ মড় মড় আওয়াজে শব্দ খুঁজেছি অনেক।

পাখিরা গেয়েছে আনন্দের গান, মেষের ছানা লাফিয়েছে মেঘমুক্ত ঐ আকাশের সাথে।

আমি ঘুরেছি এ পথ ও পথ।

ঘূর্ণায়মান বাতাসে, অস্তায়মান সূর্যের ক্লান্তিতে ফিরেছি তবে ঘরে।

ঐসব ঐশ্বর্যে ভরা সুখ স্মৃতিতে,

আজও এক সতেজ প্রান খুঁজি আমি,

বরষায় ভেজা ঐ দূর্বাঘাসের মতো।

৪৮৬জন ৪৮৬জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ