
দুইয়ের পৃষ্ঠে ছয় ডানার এক পাখি উড়ে যায় অবিরাম
রাতের আঁধার বিদীর্ণ করে,
নদীর আকাশ ছাড়িয়ে
প্রমত্তা ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে পৌঁছুতে চায়
আমাদের স্বপ্ন-আঁকা সেই সবুজ মাঠে..
যেথায় রাশি-রাশি সোনালী দিন-দিনপঞ্জি গুজে দিয়েছিলাম অনাগত দিনের অপেক্ষায়,
জেগে থাকা স্বপ্নের ঘোরে ভুলেছি ঘুমের নিমন্ত্রণ,
আমাদের জাগরণে সমৃদ্ধ করেছি বেঁচে থাকার রসদ,
বেঁচে উঠেছি মৃত্যু সম-আলিঙ্গনের আকাঙ্ক্ষায়,
দূর্বার আকাঙ্ক্ষা আমাদের একত্রিত করেছিলো
নির্দিষ্ট তাড়নায়..
বৃষ্টি-কণার বিনিময়ে আমরা গ্রহণ করেছি নিষিদ্ধ হেমলক,
হৃদয় মন্থনে স্রোতস্বিনী রুপ নিলো আনন্দাশ্রু;
প্রতি অশ্রু-কণা সাক্ষী হলো স্বরণীয় বর্ণ-অক্ষরে..
স্মৃতির পাহারায় জেগে থাকি
ভোরের পাখির ঘুম ভাঙার আগে যদি তুমি ডেকে উঠো,
যদি আজ আবার ফিরে আসো
এক আলোকিত সকাল নিয়ে,
তবে প্রশান্তির ভোর হবো তোমায় ঘিরে
আমায় নিরব পেয়ে যেন ফিরতে নাহয় তোমায়,
কত আশা-অপেক্ষারা দিন হারায় সন্ধ্যার বাঁকে,
বুকের অসীম আকাশে নির্বাক পাখিটা ওড়ে,
এক ভোর হতে অন্য ভোরে
নির্মল এক পাখি ডাকা ভোরের অপেক্ষায়…
★ অ-কবিতা
* ছবি-নেট থেকে
৩০টি মন্তব্য
এস.জেড বাবু
গভীর তাৎপর্য সহ অর্থবহ লিখা-
কবির তৎসময়ের আসল মানষিকতা বুঝতে কষ্ট হচ্ছে বৈকি।
যদিও আমি কম বুঝি সবসময়।
তবে সকাল সকাল একটা শুভকামনা রেখে যেতে পারি।
শুভ সকাল।
সাবিনা ইয়াসমিন
তৎসময়ের আসল মানসিকতা এর চেয়েও কঠিন ছিলো। কবিতায় আসবেনা ভেবেই অ-কবিতার দ্বারস্থ হতে হলো।
অনেক ধন্যবাদ প্রথম এবং সুন্দর মন্তব্যের জন্যে।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো 🌹🌹
সুরাইয়া পারভীন
আবার ফিরে আসবে এক আলোকিত সকাল নিয়ে
ভোরের পাখির ঘুম ভাঙার আগে ডেকে উঠবে
তাই তো স্মৃতির পাহারা সাথে নিয়ে অপেক্ষায় থাকা, বেঁচে থাকা।
অদ্ভুত সুন্দর উপস্থাপন শব্দ চয়নও দারুণ।
সকাল সকাল মনোমুগ্ধকর কবিতা পাঠে পাঠক হৃদয় তৃপ্ত।
সাবিনা ইয়াসমিন
আন্তরিক ধন্যবাদ আপনাকে।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো 🌹🌹
নাজমুল হুদা
নানান উপমায় প্রকৃতির ভিতরে দিয়ে ঘুরিয়ে এনে অবশেষে কবির অপেক্ষা শেষ হয় না। যেন কার জন্য অপেক্ষায় আজো প্রহর গুনছেন।
ভাবনার জয় হোক। বরাবরের মতো অ- কবিতার বিরোধী আমি।
সাবিনা ইয়াসমিন
অপেক্ষা গুলো জিইয়ে রাখি, নয়তো লেখার খোড়াক জুটবে না।
কবিতা লিখতে পারি না নাজমুল,আমি অ-কবি।
ভালো থেকো,
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো 🌹🌹
জিসান শা ইকরাম
আমার আজকের ভোর শুরু হলো আপনার এই অ-কবিতায়….
প্রতি ভোর এমন হলে ভালোই হতো 🙂
সাবিনা ইয়াসমিন
আপনার ভোর সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো। অনাগত সব ভোর আলোকিত হোক।
ভালো থাকুন,
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকে 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
জেগে থাকা স্বপ্নের ঘোরে ভুলেছি ঘুমের নিমন্ত্রণ,
আমাদের জাগরণে সমৃদ্ধ করেছি বেঁচে থাকার রসদ,
বেঁচে উঠেছি মৃত্যু সম-আলিঙ্গনের আকাঙ্ক্ষায়- খুব ভালো লাগলো । আলোকিত সকাল হয়ে আপনার অপেক্ষার প্রহর ভেঙ্গে দিক এই শুভ কামনা রইলো আজকের এই দূর্যোগময় সময়ে। ভালো থাকুন
সাবিনা ইয়াসমিন
সবার জীবনের দূর্যোগ কেটে আলোকিত ভোর আসুক। ভালো থাকুক সবাই, সব কিছু।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো 🌹🌹
ইঞ্জা
বৃষ্টি-কণার বিনিময়ে আমরা গ্রহণ করেছি নিষিদ্ধ হেমলক,
হৃদয় মন্থনে স্রোতস্বিনী রুপ নিলো আনন্দাশ্রু;
প্রতি অশ্রু-কণা সাক্ষী হলো স্বরণীয় বর্ণ-অক্ষরে..
সুনিপুণ শব্দশৈলীর অনুপম সৃষ্টি, মুগ্ধতা অশেষ।
সাবিনা ইয়াসমিন
….
ইঞ্জা
কয়েকটা ফোটা দেখি আপু, কমেন্ট নেই!
সাবিনা ইয়াসমিন
আরে তাইতো!! আমার কমেন্ট গেলো কই!!!
নীরা সাদীয়া
বেশ কঠিন কবিতা।
আমরা সবাই অপেক্ষায় আছি কবে ভোর হবে।
সাবিনা ইয়াসমিন
অনেক কঠিন হয়ে গেলো বুঝি!! হাহাহা কি আর করার, অ-কবিতা তো, তাই ডালপালা বেশি হয়ে গেছে 😂😂
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“কত আশা-অপেক্ষারা দিন হারায় সন্ধ্যার বাঁকে,
বুকের অসীম আকাশে নির্বাক পাখিটা ওড়ে,
এক ভোর হতে অন্য ভোরে
নির্মল এক পাখি ডাকা ভোরের অপেক্ষায়…“
কত সুন্দর করে লিখে যায়
“অ-কবিতার “কবিতায়
মনটাই শুধু ভড়ে যায়
তোমার শুভ কামনায়।
সাবিনা ইয়াসমিন
হু, সারাক্ষণ সারাবেলা ভালো থাকুক সে, এটুকুই কামনা।
অনেক ধন্যবাদ দাদা,
ভালো থাকুন 🌹🌹
ছাইরাছ হেলাল
ভান করে জাগি/জেগে থাকি
নিস্তব্ধতা নিয়ে, মৃতদেহের পাহারায়,
অপেক্ষার ফোঁটা-ফোঁটা শিশির
গলে-গলে পড়ে নিস্তরঙ্গ নদীতে;
তবুও দূর-সন্তুরের সুর ভেসে আসে
অমাবস্যার বাঁধন ছিঁড়ে!!
সাবিনা ইয়াসমিন
এসবে হবেনা, মৃতদেহকে চার্জ দিন। আর ফটাফট লেখা দিন। নইলে শুনছি না মহারাজ 😕😕
জিসান শা ইকরাম
” দুইয়ের পৃষ্ঠে ছয় ডানার এক পাখি উড়ে যায় অবিরাম”
দুইয়ের পৃষ্ঠে কি? আর ছয় ডানার পাখি! এমন পাখি আছে নাকি!?
কেমন স্মৃতি রোমান্থনের মত লাগল লেখাটি,
যে ছিল চলে গিয়েছে সে, অপেক্ষায় জেগে থাকা যেন সে এলে ফিরে না যায়।
নির্বাক পাখিটা ফিরে পাক নির্মল আলোকিত এক ভোর।
কবিতা বুঝতে পারিনা, ভাবতেছি করোনায় অবরুদ্ধ সময়গুলো কবিতা বোঝার চেস্টায় ব্যায় করব।
শুভ কামনা রাশি রাশি।
সাবিনা ইয়াসমিন
আমার একটা পাখি আছে
বড্ড ছটফটে,
উড়ে উড়ে ঘুরে ঘুরে মাতিয়ে রাখে আমায়..
স্বাধীনতার আচ্ছাদনে
যতনে পুষি তারে পাঁজরের ছোট্ট খাঁচায়,
খাঁচাটা বেশ নাজুক আর তার আছে এক সীমাহীন আকাশ,
মুক্ত ভালবাসায় ডানা মেলে সে যখন তখন
একজোড়া পাখার ভাঁজে লুকিয়েছে ছয়ের কথন….
সে যে আমার এমনই এক প্রান পাখি,
ভালবাসি তারে অহর্নিশি 🙂
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
এতো চমৎকার শব্দচয়ন।
যথার্থতার আঙ্গিকে লেখনী বেশ ভালো লাগলো দিদি।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ প্রদীপ।
শুভ কামনা নিও 🌹🌹
হালিম নজরুল
বৃষ্টি-কণার বিনিময়ে আমরা গ্রহণ করেছি নিষিদ্ধ হেমলক
————-মুগ্ধ হলাম।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ হালিম ভাই।
শুভ কামনা অবারিত 🌹🌹
তৌহিদ
ছয় ডানার পাখি!!এই প্রথম কেউ দেখালো যে পাখি ভালোবাসার টানে সবুজে ডানা মেলে আশার বার্তা নিয়ে আসে। দু’ফোটা বৃষ্টির বিনিময়ে যে প্রগাঢ় ভালোবাসাবাসির খেলা তাতে সুখ থাকলে দু’ফোটা কেন পুরো হেমলকের বোতল সাবার করা যায়!! হায় এই ভালোবাসা কোথায় পাব?
সকল অপেক্ষার প্রহর শেষ হোক, অবসান হোক এই বিষণ্ণ প্রহরের। পাখি ডাকা ভোরে নির্মল সতেজতায় শুরু হোক প্রতিটি সকাল।
দারুণ লেখা আপু। শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
সুন্দর মতামতের জন্যে ধন্যবাদ তৌহিদ ভাই। সবার জীবনে আলোকিত ভোর আসুক।
শুভ কামনা 🌹🌹
রেজওয়ান
এত সুন্দর গুছিয়ে কিভাবে লিখেন আপি কবিতাগুলো?😍মুগ্ধতায় পরিপূর্ণ
সাবিনা ইয়াসমিন
জানিনা, কিভাবে যেন লেখাগুলো বেরিয়ে আসে 🙂
ভালো থেকো,
শুভ কামনা 🌹🌹