আলেয়ার অযুত মন্থনে

ছাইরাছ হেলাল ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার, ০৪:০২:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৮৯ মন্তব্য

ঘড়িহীন ভালোবাসার ছায়া-মায়া নীড়ে শূন্য থেকে পূর্ণের শহরে
বোঁচকাবুঁচকিহীন নগ্নতায় অপেক্ষার আরশি নগর হাজার বছরে।

ঘূর্ণির আলোকিত বিকেলে বরফ ঝর্ণার দীর্ঘ পথ হাঁটতে চাই না,
ভাঙ্গা পায়ের ব্যথা-ফোলা পা নিয়ে জনারণ্যের আঁকে বাঁকে;
খুউব ভয় করে, উঁচুর প্রাচীরে দাঁড়িয়ে থাকে সময় রণ পায়ে
লুকোচুরি সময় আমাকে ছায়া দেয়, বাঁচিয়ে রাখে হাজারের
হাজার বছর আলেয়ার মন্থনে।

ইচ্ছে নদীর গর্জন শুনতে পাই, আমাকে ভিজিয়ে নিজেও ভেজে,
অ বেলায় অদৃশ্য ভয়ে, সময়কে চেনা চেনা লাগে এখন খুব, অতি আপন।
সহস্র অবগুণ্ঠনে ও আমাকে ছোঁবে না, আমিও না তোমাকে;
বিস্ময়ের করতলে শান্তি জল ঢেলে শান্তি চাই,
কুণ্ঠিত সময়ের চিবুকে বেশুমার চন্দন ঘামের হাতছানি।

৬৫৪জন ৬৫৪জন

৮৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ