
হেঁটে চলেছি অসীম শূন্যতার গহ্বরে……
দিগ্বিদিক জ্ঞান হারিয়ে..
দুচোখে সীমাহীন স্বপ্ন, পূর্নতার লোভে।
অতিদূর দূর হতে এসেছিলো আভাস,
খুঁজিতে খুঁজিতে বয়ে গেছে বেলা- অবেলা,
পাখি খুঁজেছে তাহার নীড় গহীন অরন্যের মাঝে,
আমিও তার লাগি পথভ্রষ্ট পথিক বেশে..
জীবন নাহি পেয়েছে গতি পরাবাস্তবতার দ্বারে।
তবুও স্বপ্নের দুয়ারে কড়া নেড়ে গেছে অবিরত….
আঁধারের মাঝে জোনাকির আলোর খেলা,
সেকি এক পূর্নতা! হারিয়ে ফেলি হৃদয় আমার পেয়েছিলো যত ব্যথা।
আলো- আঁধারের কাব্য হবেনা শেষ জীবনের সন্ধিক্ষণে।
২৫টি মন্তব্য
বন্যা লিপি
আলোর ভেতর হাঁটছে আঁধার অবিরত….
জীবন সে এক রকমারি ভান্ডার
কে পেয়েছে কবে তার খোঁজ! ইচ্ছে সাধ থরে বিথরে সাজানো থাকে….. সাধ আর সাধ্যানুযায়ী কোনোটা কিনতে হয় মূল্য দিয়ে, কোনো ইচ্ছে সাধ্যের নাগাল পায়না কখনো।
আলোর ভেতর আঁধার হাঁটছে অবিরত….
এবার বলি কাব্যের গঠন নিয়ে,
সাধু চলিত সংমিশ্রণে দুষিত বলে মনে হলো খানিক। এটা আমার মনে হলো। বিজ্ঞজন ভালো বলতে পারবেন। হয় পুরোটা সাধু ভাষায় চলুক, নয় পুরোটা গদ্যকাব্য হোক। দুটো ভাষার অবস্থানে কবিতার শরীর ভজঘট লাগে (অন্তত আমার কাছে)
কবিতার সারমর্ম বর্তমান ইঙ্গিতে পরিপুষ্ট। শুভ কামনা নিরন্তর।
পপি তালুকদার
মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।মনের ভিতরে ঐ শব্দগুলো বার বার খেলা করছিলো।যাই হোক পরবর্তীতে সতর্ক থাকবো।
পপি তালুকদার
ছন্দের মিলের জন্য সাধু ও চলিত রূপের মিশ্রন দূষণীয় নয় এমনটা ই জেনেছি। তারপরও সতর্ক থাকবো।মতামতের জন্য কৃতজ্ঞতা রইলো।
শামীম চৌধুরী
ছন্দের গাঁথুনি ভালো লাগলো।
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ।শুভকামনা জানাই
ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
আলো আঁধারের খেলা হবে না কখনও শেষ। সীমাহীন স্বপ্ন নিয়ে পূর্ণতার পথে।
জীবন স্বপ্ন দেখেই চলে। শুভ কামনারইল।
পপি তালুকদার
আলো – আধারের মাঝে জীবনের চলা……..
যখন সম্পূর্ণ আলো নিভে যাবে তখন জীবনের ইতি টানা হবে…….
অনিঃশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন।
কামাল উদ্দিন
আঁধারের মাঝে জোনাকির ক্ষীণ আলোর খেলাটাই আমাদের নিরাশ হতে দেয়, আমরা পেয়ে যাই অগিয়ে চলার অনুপ্রেরণা…….শুভ কামনা জানবেন কবি।
কামাল উদ্দিন
অগিয়ে = এগিয়ে
পপি তালুকদার
আলোর জলকানি এক ধরনের আশার আলো বলা যায়। জীবনে আশা নিয়ে বেঁচে থাকতে হয়।এটাই জীবনের আসল কথা।
মন্তব্যের জন্য অনিঃশেষ ধন্যবাদ।
ভালো থাকুন।
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো থাকুন আপু
জিসান শা ইকরাম
আঁধারের মাঝে জোনাকির আলো আসুক।
সুন্দর কবিতা।
শুভ কামনা।
পপি তালুকদার
ভাইয়া,জীবনে আশা ই সম্বল।এটাকে কেন্দ্র করে জীবন চালিয়ে নিতে হয় নতুবা জীবনের যবনিকাপাত ঘটবে।
অনিঃশেষ ধন্যবাদ ভাইয়া পড়ার ও মন্তব্য করার জন্য।
বোরহানুল ইসলাম লিটন
আঁধারের মাঝে একটুখানি আলো
তখনই জীবন হয়ে উঠে জমকালো।
জীবনবোধের অনন্য উপস্থাপন।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
পপি তালুকদার
দারুণ বললেন।ধন্যবাদ ভাইয়া সাথে কৃতজ্ঞতা রইলো মন্তব্যের জন্য।
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
যখন আমরা আঁধারে ডুবে যাই তখন জোনাকির আলো ও আমাদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসে, মনের মধ্যে আনন্দের ফোয়ারা ছিটিয়ে দেয়। আপনার দারুন অনুভুতির বহিঃপ্রকাশ লেখাটিকে পরিপূর্ণ করলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
পপি তালুকদার
সুন্দর করে বলছেন আপু অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো মন্তব্যের জন্য।
ভালো থাকুন ও নিরাপদে থাকুন।
তৌহিদ
এ যেনো নিরন্তর বয়ে চলা সময়ে জীবনের গল্পগাঁথা পড়লাম। অনেক হতাশার মাঝেও কিছু আশা জোনাকিপোকার আলো হয়ে মিটিমিটি জ্বলে ঠিক তেমনি এক গল্প।
শুভকামনা আপু।
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ সাথে কৃতজ্ঞতা জানাই পড়ার জন্য।
ভালো থাকুন সব সময়।
সাবিনা ইয়াসমিন
ভীষণ খরায় একবিন্দু বৃষ্টির ফোটা হয়তো কিছুই নয়, অথবা গাঢ় অন্ধকারে জ্বলে উঠা জোনাকির আলো মিলিয়ে যায় দ্রুতই, কিন্তু এত অল্পের মাঝে যে বিশাল আশ্বাস তার জন্যই বেঁচে থাকা। আশা-আকাঙ্ক্ষার স্বপ্নেরা আমাদের জাগিয়ে রাখে আলো-আঁধারির পথে।
খুব ভালো লাগলো, ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
ক্ষুদ্র থেকে বৃহত্তর সৃষ্টি। ক্ষুদ্র জোনাকির আলো কখনো কখনো গহীন অন্ধকারে আশার আলো হয়ে থাকে…
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো মন্তব্যের জন্য।
ভালো থাকুন।
আরজু মুক্তা
অন্ধকারের ঐ ক্ষীণ আলোটাই আস্তে আস্তে পথ দেখায়।
শুভ কামনা। কবিতাটা আশার আলো
পপি তালুকদার
আশা নিয়েই জীবন, নিরাশা হতাশা ডেকে আনে…..
পূর্ণতা পাক সকল আশা……
কৃতজ্ঞতা মন্তব্যের জন্য।
ছাইরাছ হেলাল
দূরবর্তী আলো তা যত ক্ষীণ ই হোক না কেন,
তাই আমাদের অন্ধকারে পথ চলার দ্যুতি।
পপি তালুকদার
ঠিক তাই।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,
ভালো থাকুন, নিরাপদে থাকুন।