
উত্সাহী পাখির ভিতর যেতে হবে
আমার ভালবাসা নিতে হেঁটে হেঁটে ;
তার বুকের মধ্যে শুয়ে থাকব বিন্দুতে ,
আমার শক্ত আঙুল হিমের নীচে ডুবিয়ে
তাকে বোঝার চেষ্টা ক’রব আছে কি-না সে ।
তার মুখ স্পর্শ করব , তার ডানা ,
তার নদী , তার বোতাম খোলা চুমু ।
আমার হৃদয় তুলে রাখব সব সময়ই
তার বইয়ের তাকে ,উপন্যাসের লাইনে,
একটি তর্জনী আমাকে পথ দেখাবে
উন্মুক্ত ঘেষা উপকূল বিছানা ঘাসে ।
১৭টি মন্তব্য
পর্তুলিকা
কবিতাটা ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আসুক তবে আর কিছুক্ষণ পরে ভালোবাসা।
প্রেয়সী মন অপেক্ষা করুক তার ভালোবাসার স্পর্শ পাবার।
চমৎকার উপস্থাপন
রাফি আরাফাত
ভাই নামের প্রেমে পড়েছি। আর কিছুক্ষণ পরেই ভালবাসা আসবে। খুবই অসাধারণ। ভালো লাগলো
দেবজ্যোতি কাজল
ধন্যবাদ । ভাল থেকো
সাবিনা ইয়াসমিন
ভালোবাসায় ডুবে ভালোবাসার অপেক্ষা!!
নেই সে, হয়তো আসবে কিছুক্ষণ পরেই।
🌹🌹
দেবজ্যোতি কাজল
আসুক
সঞ্জয় মালাকার
আর কিছুক্ষণ পরেই ভালবাসা আসবে,
প্রেয়সী মন অপেক্ষা করুক তার ভালোবাসার স্পর্শ পাবার।
অসাধারণ উপস্থাপন দাদা ভালো লাগা খুব।
সুপায়ন বড়ুয়া
উত্সাহী পাখির ভিতর যেতে হবে
আমার ভালবাসা নিতে হেঁটে হেঁটে ;”
ভালবাসা সেতো সাধনার ফল
উত্তাপ ছড়ানো থাকে নিশ্চল।
ভাল লাগলো শুভ কামনা।
দেবজ্যোতি কাজল
আমার প্রত্যেকটা কবিতা পড়ার জন্য ধন্যবাদ
ছাইরাছ হেলাল
ভালবাসা নেবার জন্য আমাদের অপেক্ষাকে সাথে নিতেই হয়।
দেবজ্যোতি কাজল
হয়তো বা
নিতাই বাবু
আপনার কবিতা পড়ে এক সময়ের নিজের প্রেম ভালোবাসার কথা মনে পড়ে গেল। দারুণ লিখেছেন শ্রদ্ধেয় দাদা। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো।
দেবজ্যোতি কাজল
এই মনে পড়াটাই স্বার্থক প্রেম আপনার
ফয়জুল মহী
মননশীল ভাবনা ।
দেবজ্যোতি কাজল
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
তার মুখ স্পর্শ করব , তার ডানা ,
তার নদী , তার বোতাম খোলা চুমু । ভালো লাগলো। ভালো থাকুন
দেবজ্যোতি কাজল
তুমিও ভাল থেকো