ছোট্ট বাচ্চাগুলো থেকে শুরু করে
ধর্ষিত হচ্ছে যুবতী, প্রৌঢ়ারা,
মানুষের সামনেই মানুষ খুন করছে মানুষকে,
চুরি হচ্ছে, দূর্নীতি হচ্ছে!
আর বুঝি বন্ধ হবে না এসব!
আমার ভেতরের ‘আমি’টাও এখন
আর বেঁচে থাকতে চাইছে না।….
আরেকটা যুদ্ধ করার সময় হয়েছে। ভালো লিখেছেন।
এতো দিন পর পর লেখেন কেন সোয়েব ভাই?
১৬টি মন্তব্য
নুর হোসেন
আবারও সবাই হয়ে উঠবে মানুষ!
যদি দেখে যেতে পারি, জীবদ্দশায় আরও একবার মানুষে ভরা এ পৃথিবীকে।
-অসাধারন লিখেছেন,
পৃথিবীর সকল অরাজকতা মুছে গিয়ে ফিরে আসুক প্রকৃত শান্তি।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ ভাই। দেশটা আমাদের, পৃথিবীটাও আমাদের। তাই মানুষভরা পৃথিবী চাই
সুপায়ন বড়ুয়া
আমি আরও একটি যুদ্ধ চাই।
দেশকে কলঙ্কমুক্ত করার জন্য এ যুদ্ধ,
কলম যুদ্ধ চলুক নিরন্তর
ভালোই হলো . বিজয়ী শুভেচ্ছা !
ফজলে রাব্বী সোয়েব
আপনাকেও শুভেচ্ছা ভাই।
সুরাইয়া পারভিন
আরো একটা যুদ্ধতে যদি মানুষ নামে নামানুষদের
সত্যিকারের মানুষ করা যায় তবে হোক আরো একটি যুদ্ধ।
চমৎকার উপস্থাপন
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাই আমার লিখনী শক্তি
সাবিনা ইয়াসমিন
ছোট্ট বাচ্চাগুলো থেকে শুরু করে
ধর্ষিত হচ্ছে যুবতী, প্রৌঢ়ারা,
মানুষের সামনেই মানুষ খুন করছে মানুষকে,
চুরি হচ্ছে, দূর্নীতি হচ্ছে!
আর বুঝি বন্ধ হবে না এসব!
আমার ভেতরের ‘আমি’টাও এখন
আর বেঁচে থাকতে চাইছে না।….
আরেকটা যুদ্ধ করার সময় হয়েছে। ভালো লিখেছেন।
এতো দিন পর পর লেখেন কেন সোয়েব ভাই?
ফজলে রাব্বী সোয়েব
রোবটের যুগে, যান্ত্রিকতার যুগে মানুষ হতে পারছি না। চেষ্টা করছি, পারছি না নিয়মিত লিখতে।
আরজু মুক্তা
ভালো লাগলো।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
একদম মনের কথাটাই বলে দিলেন। আমিও একবার যুদ্ধের অংশীদার হয়ে, নতুন প্রজন্মকে নতুন এক বাংলাদেশ উপহার দিতে চাই। ধন্যবাদ ভাইয়া
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভালবাসা অবিরাম সোনেলার জন্য
মনির হোসেন মমি
সেই আশায় বুক বাধি। চমৎকার কবিতা।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ বড় ভাই। ভালবাসা অবিরাম
জিসান শা ইকরাম
এমন এক যুদ্ধ আমিও চাই,
ভাল লিখেছেন।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভালবাসা নিরন্তর