
ছোট বেলায় আমার বুকে সব চাইতে বেশি Palpitation হতো,
(I mean দিলকা ধারকান বেরে যেত),
যখন কী না বাসায় আসা মেহমান টাকা দিতে চাইত,
আর আম্মা বলত টাকা দেয়া লাগবে না,”দোয়া কইরেন”।
তখন আমার Heart beat এত বাড়া বারত যে,
মনে হইতো এই বুঝি টাকা না দিয়ে গেল,
এই বুঝি Heart fail করলাম।
Second এর কাটার চাইতে বেশি Speed এ আমার মন দুনিয়ার যত কানা গলি ঘুরে চলে আসত।
দুনিয়ার যত অলক্ষি প্যাঁচা তখন আমার মনের ভীতর এক সঙ্গে কু-কু-কু ডাক ডেকে আমার Survive ক্ষমতা Minus Zero Degree নিচে নামিয়ে দিত।
এই বুঝি না দিয়া চলে গেল রে
তখন আম্মাকে মনে হইত Villain.
এমন একটা অসহায় চাওনি আম্মার দিকে দিতাম,
যে ভাষা ধরার ক্ষমতা পৃথীবির কোন Dictionary তে নাই।
আর তখন সেই মহেন্দ্র ক্ষনে শরীরের সমস্ত Nerves Response করা বন্ধ করে দিয়ে, মস্তিষ্ক আম্মার Opposition এ Bond ডাকত।
যার ফলশ্রুতিতে কিছু ক্ষন নিজ কাজে ইস্তফা দিয়া, আম্মা Character Sketch নিয়া দুই-চারটা বই লিখে ফেলতাম মুহূর্তের মধ্য।
আর মুখের Expression এমন হতো যে,
আর যে সইতে পারি না এ জ্বালা……………..…..
৩২টি মন্তব্য
মনির হোসেন মমি
হা হা হা
সাখিয়ারা আক্তার তন্নী
আমি কিন্তু কান্না করে দিবো,
নাজমুল আহসান
বাহ! আপনি তো চমৎকার লিখেন!
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
ভালো লিখতে পারি না।
তবে শব্দ সাজাই।
শবনম মোস্তারী
মজা পেলাম।
আপনার সন্তানের ক্ষেত্রে আপনি কি করবেন আপু।।😀😀
সাখিয়ারা আক্তার তন্নী
আপু,আমি তখন নিরব দর্শক হবো।
কিছু দিতে চাইলে দিয়ে যান,কতৃপক্ষ কিছু মনে করবে না।
রাফি আরাফাত
হাহাহা। মজা মজা
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
হারিয়ে ফেলেছি।
শুভেচ্ছা নিবেন।
আকবর হোসেন রবিন
মধুর শৈশব।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
ভালো থাকুক ভালোবাসা আর অপ্রাপ্তিতে ঘেরা শৈশব।
শুভ কামনা আপনার জন্য
শামীম চৌধুরী
আপনার মায়ের উদারতা আর আপনার টাকা নেবার লোভ দেখে খুবই ভালো লাগলো। সুন্দর করে লিখেছেন। তবে আরো ভালো লাগতো আমার কাছে যদি পুরা লেখাটাই বাংলায় হতো। মাঝে মাঝে ইংলিশ শব্দগুলি আমার খুব একটা ভালো লাগেনি। যে শব্দগুলি ব্যাবহার করেছেন তার খুব সুন্দর সুন্দর বাঙলা আছে। ধন্যবাদ আপনাকে লেখাটা পড়ার সুযোগ করে দেবার জন্য।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
ধন্যবাদ।
আসলে আমার মিক্সড লিখতে ভালো লাগে।
শামীম চৌধুরী
লেখকের ভাল লাগাই পাঠকের ভাল লাগা।
সুরাইয়া পারভিন
হা হা হা,,,আহা বেচারীও।
না পেতো সইতে না পেতো কইতে😭😭
আপনার সেই মুহূর্তের কথা ভেবে একবালতি সমবেদনা জ্ঞাপন করছি গো আপু,,,😝😝
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
আপু,আমি কিন্তু মুহূর্ত গুলা এখনো ফেস করি।
তবে এখন নিজে না করি।
তবে মন থেকে না……..
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
আহারে, আমার পুরোনো ব্যাথাটা আবার জাগিয়ে দিলেন! তখন মাকে আমার ভিলেন ছাড়া আর কিছুই মনে হতো না 🙁
সাখিয়ারা আক্তার তন্নী
এ ব্যাথা নাহি ভুলা যায়,
ভালোবাসা নিবেন।
মোঃ মজিবর রহমান
হাজার টাকা তো। এই টাকার জন্য মান সন্মান খোয়াচ্ছে দেশের দামি দামি আমলা, ব্যাবসায়ি, রাজনিতিবিদ্দ্রা আর আপনি আছেন কান্না নিয়া। ধুর মশায় তাড়াতাড়ি অন্যপথ ধরেন। টাকা আসব। টাকা!
খুব মজাই পেলাম।
সাখিয়ারা আক্তার তন্নী
আমি আদার বেপারি জাহজের খবর নিয়ে কি করবো বলুন।
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
আমরা দার ব্যাপারি হয় আর দিন মজুর হয় আল্লাহ মেহেরবান।
এস.জেড বাবু
লাইন ধরে বাচ্চারা দাড়িয়ে, একজন নতুন বান্ডেল থেকে সালামী দিচ্ছে,
যিনি দেন তার অনুভুতি শুনতে মন চাইছে এইবার।
চমৎকার লিখেন
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
হালিম নজরুল
ভাল লাগলো
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
ছাইরাছ হেলাল
এমন অকপট কেমন করে লেখেন তাই ভাবছি। বাপ্রে!
সাখিয়ারা আক্তার তন্নী
এগুলো লিখা নাতো,এগুলো ছোট বেলার যন্রনা ৷ শুভেচ্ছা নিবেন,
আরজু মুক্তা
ভালো লাগলো
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
ভালোবাসা নিবেন।
শাহরিন
একটি বয়সে সবার কাছেই মায়েরা ভিলেন থাকে আপু। লেখা পড়ে মনে পড়ে গেল সেই কষ্টের কথা যখন কেউ বলতো তোমার সালামি তোমার মায়ের কাছে দিয়েছি 😥
সাখিয়ারা আক্তার তন্নী
তাহলে,
আপু,আপনিও আমার সমগোত্রীয় বোন।
আসেন গলাগলি কইরা কান্নাকাটি করি😂😂😂
জিসান শা ইকরাম
হা হা হা হা ,
দারুন লাগলো গল্পটা,
আপনি যখন মা হবেন, তখন আপনার ছোট বেলার এই কথা কিন্তু মনে রাখবেন 🙂
শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
ধন্যবাদ।