প্রলয়ের রাত শেষে;

আবার আসবে শিউলি ঝরা ভোর।

উন্মুক্ত মাটির বক্ষে পড়ে থাকা,

শুভ্র-লাল শিউলি ফুল কুড়িয়ে কোনো এক-

ষোড়শী বালিকা ভরাবে তার অঞ্চল।

 

প্রেমার্ঘ্য সম্পদের মতো;

অতি সন্তর্পণে বুকের পরে আগলে রাখবে

শিউলি ভরা সেই অঞ্চলখানি।

খুব যতনে আলতো করে মালা গেঁথে,

পরম মমতায় জড়িয়ে রাখবে-

মেঘ কালো দীঘল চুলের খোঁপা।

 

শিউলি ফুলে সাজানো খোঁপায়;

যখনই পড়বে কোনো যুবকের দৃষ্টি,

তাৎক্ষনিক সে হয়ে উঠবে প্রেমিক কবি!

ষোড়শী বালিকার তরে লিখবে প্রেমের কবিতা।

আমি সেই কবিতাটি হবো,

প্রেমিক কবি’র প্রেমের কবিতা হবো আমি।

১১৪৯জন ১০০৫জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ