
প্রলয়ের রাত শেষে;
আবার আসবে শিউলি ঝরা ভোর।
উন্মুক্ত মাটির বক্ষে পড়ে থাকা,
শুভ্র-লাল শিউলি ফুল কুড়িয়ে কোনো এক-
ষোড়শী বালিকা ভরাবে তার অঞ্চল।
প্রেমার্ঘ্য সম্পদের মতো;
অতি সন্তর্পণে বুকের পরে আগলে রাখবে
শিউলি ভরা সেই অঞ্চলখানি।
খুব যতনে আলতো করে মালা গেঁথে,
পরম মমতায় জড়িয়ে রাখবে-
মেঘ কালো দীঘল চুলের খোঁপা।
শিউলি ফুলে সাজানো খোঁপায়;
যখনই পড়বে কোনো যুবকের দৃষ্টি,
তাৎক্ষনিক সে হয়ে উঠবে প্রেমিক কবি!
ষোড়শী বালিকার তরে লিখবে প্রেমের কবিতা।
আমি সেই কবিতাটি হবো,
প্রেমিক কবি’র প্রেমের কবিতা হবো আমি।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ চাওয়া। আমিও তেমনি প্রেমিকের প্রেমের কবিতা হবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
প্রেমিক প্রবর যুবকদের প্রেমের আকাল কাটলো বলে,
এত প্রেম সইবে কী না সেটাই দেখার বিষয়।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
চমৎকার লেখা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন
সাবিনা ইয়াসমিন
কবির চাওয়া পূর্ণ হোক,
প্রেমিক কবির প্রেম উথলে উঠুক পাঠক কবির পদ-পদ্মে।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜💜
বন্যা লিপি
কামিনী কাঞ্চনে নামিবে আবার
আঁধার শেষে ভোর
কাটবে যখন দুঃসহ রাতের
অমানিশা ঘোর
শিউলী ঝরা ফুলের
বাঁটে সাজবে সুতোর মালা
তুমি হবে প্রেমিক যুবার
অধিক চাওয়া শিউলী বালা…….
শুভ কামনা নিরন্তর❤❤
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ লিখেছেন আপু
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ❤❤❤
রুমন আশরাফ
এক কথায় দারুণ!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
নারী তো কবিতাই হবে। কবি কল্পনাতে ভাসাবে। আবার ডুবাবে।
ভালো লাগলো
সুরাইয়া পারভীন
বেশ বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন
সুপায়ন বড়ুয়া
“শিউলি ফুলে সাজানো খোঁপায়;
যখনই পড়বে কোনো যুবকের দৃষ্টি,
তাৎক্ষনিক সে হয়ে উঠবে প্রেমিক কবি!
ষোড়শী বালিকার তরে লিখবে প্রেমের কবিতা।
আমি সেই কবিতাটি হবো,
প্রেমিক কবি’র প্রেমের কবিতা হবো আমি।”
খোঁপার ফুলের গন্ধে প্রেমিক হবে কবি
তাই তো আমার আপুর হওয়ার আশা
প্রেমিক কবির কবিতা
হোক না পুরণ সবিতা।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ লিখেছেন দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
প্রেমিকার চুলের আকর্ষণ যার নেই সেতো প্রেমিকই নয়। ভালো লিখেছেন আপু।
শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
খুব সুন্দর চাওয়া,
আশা পুরন হোক।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়