
জ্বলতে থাকা সাঁঝ-বাতিটা নিভেছিলো রাতের প্রথম প্রহরেই,
ঝলমলে দ্যুতি-বিচ্ছুরিত আলোতে ভেসেছিলো রাজপথ,
ঝিরঝির বৃষ্টি, ভাজা পপকর্ন, গাড়ির হর্ণ,
নিকোটিনের গন্ধ,
গুমোট হাওয়া ছাপিয়ে আচানক হাস্নাহেনার সুবাস;
ডাল-পাতাহীন এক অভাবী বৃক্ষের নীচে দাঁড়িয়ে
অপার মুগ্ধতায় দেখেছিলাম স্বপ্ন-চাদরের তোমাকেই,
আলো-আঁধারির বিষন্নতায় গাঁথা
তোমার বৃষ্টি ধোঁয়া অবয়ব-খানি কাছে এলে,
কাঁপা আঙুল-ডগায় স্পর্শ করেছিলাম তোমার চিবুকের স্বেদজল,
ঐ স্পর্শ-আলো আমায় বলেছিলো..
আমি ছুঁয়েছি তোমায় অসংখ্য চেনাজানায়।
* অ-কবিতা 🙂
৪১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আমি অকবিতায় মুগ্ধ হিলাম। চেনাজানা আপঞ্জন
সাবিনা ইয়াসমিন
আপনার মুগ্ধতা অ-কবিতায় প্রাপ্তি এনে দিলো ভাই। অনেক ধন্যবাদ প্রথম মন্তব্য দানে।
মোঃ মজিবর রহমান
আলোকঝটা জ্বলুক মনের মাঝে।
সাবিনা ইয়াসমিন
মনের আলোকে আলোকিত হোক সকলের মন-আঙিনা। শুভ কামনা নিরন্তর আপনাকে। 🌹🌹
মোঃ মজিবর রহমান
মনের আলোয় জলুক সবার অন্তর
মোস্তাফিজুর খাঁন
এতো সুন্দর একটা কবিতাকে আপনি “অ-কবিতা” বলছেন কেন বুঝলাম না,,, আপু ।
পড়ে খুব ভালো লাগলো ।
সাবিনা ইয়াসমিন
কবিতা লেখা খুব কঠিন লাগে আমার কাছে। তাই মনের তাৎক্ষণিক অনুভব গুলো প্রকাশ করি অ-কবিতায়।
ধন্যবাদ মোস্তাফিজ। ভালো থাকো সারাক্ষণ। শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
কবিতাটির চিত্রকল্প অনেক শক্ত । পরিবেশ বর্ণনায় রসবোধের ছোঁয়া আছে ।
তবে কবি আত্মবিশ্বাসে ভোগছে। কবিতাকে অকবিতা বলার মানে কী ? জানতে পারি আপু ?
সাবিনা ইয়াসমিন
প্রথমত আমি কবিতা লিখতে পারি না। একটি লেখাকে কবিতা বানাতে হলে অনেক সরঞ্জামাদি প্রয়োজন, আর কবিতার মুল চাহিদা এখানে অপূর্ণ। তাই এমন লেখাকে আমি কবিতা উপাধি দিতে ভয় পাই নাজমুল। আমারটা নাহয় অ-কবিতাই থাক। তুমি যে আমার লেখাগুলোর প্রশংসা করো, এটাই অনেক প্রাপ্তি। 🙂
খুব ভালো থাকো, শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
আপু কবিতার জন্য অবশ্যই অনেক সরঞ্জাম লাগে কিন্তু লিখতে লিখতে সরঞ্জামগুলো পূর্ণতা পায়।
আপনার বলা অ-কবিতাগুলোও কবিতার দাবি রাখে 😍
নিতাই বাবু
অ-কবিতার মানে বা অর্থ আমিও বুঝলাম না। বাংলা অভিধানেও নেই। গুগলে সার্চ করেও ব্যর্থ হচ্ছি। তবে অ-কবিতা বলার এর কারণ মনে হয় একমাত্র লেখিকা “সাবিনা ইয়াসমিন” দিদিই বলতে পারবেন। আমিও অ-কবিতার মাহাত্ম্য অর্থ দুটোই জানতে চাই।
সাবিনা ইয়াসমিন
কবিতা লিখতে পারিনা, আবার মনের মধ্যে জমে থাকা আঁকু-পাঁকু করা অক্ষর গুলো ছন্দবদ্ধ হয়ে কলকলিয়ে বেরিয়ে আসতে চায়। তাই ঝট করে লিখে ফেলি অ-কবিতা নাম দিয়ে। এই আর কি,, বলতে পারেন এসব অলেখা গুলোই অকবিতার নামে চালিয়ে দেই। 😀😀
সুন্দর মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন, শুভ কামনা অবিরত 🌹🌹
মোহাম্মদ দিদার
আগে জানিনি, বুঝিও নি।
অ- কবিতাও এতটা সচ্ছ অনুভূতির হয়।
অ-কবিতা বলার দায়ে…….!
সাবিনা ইয়াসমিন
অ-কবিতা বলার দায়ে কি আমার ফাঁসি হতে যাচ্ছে???!!! 😱😱
মনির হোসেন মমি
ঝিরঝির বৃষ্টি, ভাজা পপকর্ন, গাড়ির হর্ণ,
নিকোটিনের গন্ধ,
গুমোট হাওয়া ছাপিয়ে আচানক হাস্নাহেনার সুবাস;
যাক তাহলে শুভকামনা রইল।পুরোপুরি হতাশ নন। অ-কবিতা মন্দ হয়নি।
সাবিনা ইয়াসমিন
আরে নাহ!! হতাশা সব উড়ে-ফুঁড়ে চলে গেছে। এখন শুধু আনন্দে নাঁচতে বাকি। থ্যাংকুউ ছোট্ট ভাই, বোনের মনের খোঁজ-খবর নিয়মিত রাখার জন্যে। 😀😀
প্রদীপ চক্রবর্তী
মন্ত্রমুগ্ধ।
লালনীল পিদিমের আলোতে বৃষ্টিভেজা শহর জলমলে আবরিত।
অ কবিতা বেশ ভালো হয়েছে দিদি।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ প্রদীপ। তোমার লেখা মিস করছি, কই থাকো আজ-কাল?
আরজু মুক্তা
মনে হচ্ছে বৃষ্টির মধ্যে যেতে যেতে আবৃত্তি করছি। ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা আর শুভ কামনা রইলো 🌹🌹
ছাইরাছ হেলাল
গলে পড়া/গলে যাওয়া
আনন্দ-সময়ের শেকল-টেকল
কে আর চায় ছিঁড়তে!
খা খা রৌদ্রে এ-যেন মেঘে মেঘে
ভাদ্র বৃষ্টি নয়, ঝমঝমে তুমুল বৃষ্টি;
চুপটি করে বসে থাকা
ইচ্ছে পূরণের সুসজ্জিত বেঞ্চটিতে!
সাবিনা ইয়াসমিন
শেকল টানা-ছেড়া না করলেও এক সময় ছিড়েই যায়। অযতনে মরচে পরে যায় একেকটি লুপে।
ভাদ্র-বৃষ্টি মাঝে মধ্যে অভদ্র হয়, তাই বেঞ্চে বসে বাদামের খোসা খুলে খাওয়ার সময় দেয় না।
মহারাজ, কবিতা ভালো হয়েছে 🙂
রেজওয়ান
চঞ্চল মুগ্ধতা বিচরণ করছে আমার মনে😋ভাল লাগলো কবিতাট 😍
সাবিনা ইয়াসমিন
এতদিন পর তোমাকে ব্লগে দেখে আমারও ভিষন ভালো লাগছে রেজওয়ান। এসেছো যখন, এবার লেখা দিয়েই দাও। অনেকদিন হলো তোমার ভিন্ন স্বাদের লেখা পড়িনা। 🙂
রেজওয়ান
এই সপ্তাহ যাক আপি!❤একটু পড়ে সময় কাটাচ্ছি অনেক নতুন ব্লগার আমাদের ভালবাসার ব্লগে। সামনের সপ্তাহ থেকে লিখা শুরু করবো😇 দোয়া করবেন আপি✌
রোবায়দা নাসরীন
কবিতাটির উপমাগুলো অসাধারণ ।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ প্রিয়। ভালোবাসা নিও ❤❤
তৌহিদ
হুম বুঝতে পারছি ক্ষনিকের পাশাপাশি থাকায় মনে দোলা দিয়েছিলো প্রেমের লীলুয়া বাতাস!! আপনারতো অনুভূতি প্রখর দেখছি আপু!! আশেপাশেরর কিছুই নজর এড়ায়নি!!
গানটি শুনলাম, ভালো লেগেছে। সুন্দর লেখার প্রকাশ।ভালো থাকবেন আপু।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ভাই। পাশে থাকেন বলেই লিখতে পারি, অনুভূতি প্রকাশ করতে পারি।
শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
আমি এর শেষ দেখতে চাই, এই অ-কবিতা নামক সুন্দর কথামালা আর কতটা মোহিত করতে পারে আমাদের।😀
বড় ভালো লাগে আপনার এই অ-কবিতা।
সাবিনা ইয়াসমিন
অ-কবিতা হঠাৎ শুরু হয়েছিলো, হয়তো শেষ হয়ে যাবে হঠাৎ করেই। কেন জানি, ছন্দের বাঁধনে অ-কবিতা বেশিদিন বাঁচে না।
ভালোবাসা নিরন্তর বিথী আপু ❤❤
শাহরিন
স্বেদজল মানে কি?
আর এই ছবি তুলতে ফটোগ্রাফ কুতায় উঠেছিল?
সাবিনা ইয়াসমিন
ঘাম+বৃষ্টির পানি এক সাথে স্বেদজল হয়ে যায় 🙂
ফটোগ্রাফার ছবিটা ম্যানিলায় গিয়ে তুলেছিলেন। কুতায় উঠেছিলেন উতা জিজ্ঞেস করতে ভুলে গেছি 😀😀
শাহরিন
বুঝলাম মানে। আমি ভাবছিলাম সিদ্ধ কিছু হবে। এর জন্যই স্কুলের টিচাররা বলে বেশি বেশি প্রশ্ন করতে।
সাবিনা ইয়াসমিন
জ্বী অবশ্যই বেশি প্রশ্ন করে মগজের স্বাস্থ্যগত অবস্থার উন্নতি ঘটানো যায়। তবে আরেক জনের মগজ যেন বায়বীয় হয়ে উড়ে না যায়, সেদিকে সদয় দৃষ্টি রাখার অনুরোধ রইলো 😂😂
জিসান শা ইকরাম
ছোয়া ছুয়ি করার আগে হাতে গ্লোভস পরে নেয়া উচিৎ,
যাকে ছুঁতে হবে তার মাঝে প্রেম ভাইরাস থাকতে পারে,
প্রেম ভাইরাস অত্যন্ত সংক্রামক ব্যাধি, এর কোন চিকিৎসা নেই।
ফলাফল – দহন, জ্বালা, আগুনে পুড়তে থাকা।
অনেক অনেক ভালো লেগেছে অ-কবিতা।
এমন অ-কবিতা আপনাকেই মানায়।
নিরন্তর শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
এটা অ-কবিতা। বাস্তবতার সাথে মিল থাকতেই হবে এমন কোনো কথা নেই। তাই আপনার পরামর্শ মনে হয় কাজে আসবেনা।
ধন্যবাদ, শুভ কামনা।
জিসান শা ইকরাম
বাস্তবতার মিল থাকতেই হবে এমন কোনো কথা তো আমিও বলিনি ম্যাডাম।
অন্য কারো কাজে লাগলেও লাগতে পারে।
শুভ কামনা।
অশোকা মাহবুবা
অসাধারণ। বিশেষ করে শেষ দুটি লাইন মন ছুঁয়ে গেল।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপু। শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
ডাল-পাতাহীন এক অভাবী বৃক্ষের নীচে দাঁড়িয়ে
অপার মুগ্ধতায় দেখেছিলাম স্বপ্ন-চাদরের তোমাকেই,,,,আহ,আহা!
মোট কথা সর্বত্রই তাকে দেখতেই হবে।তাকে ছাড়া যেনো দেখার কিছু নেই।
চমৎকার কবিতা,,,,অ কবিতা হয় কি করে?