ইদানীং ঘুমাতে পারি না অজানা সংশয়ে,
গভীর নিশীথে আঁতকে উঠি।
বাতাসের হু হু শব্দও বিকটাকার ধারণ করে,
কর্ণে বাজে।
ঝিঁঝিঁপোকার স্বরেও হঠাৎ কম্পন সৃষ্টি হয়
হৃদপিন্ড মাঝে।
স্বপনেও আমি সত্যের সোপানে উঠতে পারি না”
আধো আলো আধো ছায়া সঙ্গীনি আমার,
নিজেকে বলি হয়তো আছি ভালো,
তবে স্বস্তি হীনে।
আমি দু’ আঁচলে খুঁজি আস্তানা!
কখনো হই বিড়ম্বনার শিকার”
আমি থাকি তবু ডিটেকটিভ বেশে,
আমি স্বজনপ্রীতি আর ভোজনপটু!
বেশ মানিয়ে চলি,
এই আমি বেশ আছি ভাবি
যদিও আত্মমর্যাদা বীনে।
আমি শিকল পেরুতে রাজী না!
আমি আমার অধিকার আদায়ে ও না,
আমি অতীতকে নিয়েও ভাবি না,
আমি কখনো একলাও কাঁদিনা!
বেদনার সুরে।
আমি আমাকে জাগাতে পারি না!
আমি আমার অস্তিত্বকে খুঁজার চেষ্টাও করিনা,
আর অনাগত দিনকে নিয়ে কল্পনায় ডুব দেওয়া!
সে তো ঢের দূরে।
আসলে আমি কি ছিলাম আর হচ্ছি কি?
সে প্রশ্নের উত্তর এখন আর মিলাতে পারিনা।
আমি কি তবে আর ফিরবো না?
১০টি মন্তব্য
শামীম চৌধুরী
আমি শিকল পেরুতে রাজী না!
আমি আমার অধিকার আদায়ে ও না,
আমি অতীতকে নিয়েও ভাবি না,
আমি কখনো একলাও কাঁদিনা!
বেদনার সুরে।
বাহ!! বেশ প্রখর মনের অধিকারী মনে হচ্ছে।
হাফেজ আহমেদ রাশেদ
ভালোবাসা জানবেন
মোঃ মজিবর রহমান
ইদানিং আমি বেঘুমে ঘুমিয়ে আছি কিছু করতে তো পারিনা আবার চেস্টাও করিনা। কেন জানি নিসতেজ নিশ্চুপ হয়ে গেছি। নিজেকে জাগাতে পারিনা এটা আমার বরতমানে বাস্তব রোগে আক্রান্ত।
ভাল লাগলো ভাই কবিতাটি।
হাফেজ আহমেদ রাশেদ
ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়
মনির হোসেন মমি
স্বপনেও আমি সত্যের সোপানে উঠতে পারি না”
আধো আলো আধো ছায়া সঙ্গীনি আমার,
নিজেকে বলি হয়তো আছি ভালো,
তবে স্বস্তি হীনে।.
চমৎকার বাক্য চয়ণ। দারুণ হইছে কবিতাটি।আমার আমিটার শেষ পরিনতি যে কি তা কেবল স্রষ্টাই জানেন।
শিরিন হক
বেশ ভালো লাগলো।আসলে আমি কি ছিলাম কি হচ্ছি?
এই প্রশ্ন আমারো।
হাফেজ আহমেদ রাশেদ
উত্তরের কি হবে তা আমারও অজানা
আরজু মুক্তা
আসলে, মনটাই বিবর্ণ হয়ে গেছে। মানবিকতা উঠে গেছে।
হাফেজ আহমেদ রাশেদ
ধন্যবাদ জানবেন
জিসান শা ইকরাম
এই প্রশ্নই কবিকে ফেরাবে।
ভালো কবিতা।
শুভ কামনা।