
সত্যি বলছি……………………….এই সব চেষ্টাগুলো ছেড়ে দিয়েছি। যখনই বলতে চাই! হৃদপিণ্ড তখনই দুনিয়ার তাবৎ শক্তি জোগাড় করে প্রতিবাদ করে ওঠে।
একটা ভারী তর্জনী টিপে ধরে বুকের মাঝ বরাবর। বিমূঢ় বিমুখতায়, আমি আবার আলো হাতে নেবার চেষ্টা করি। অমাবশ্যা বড্ড ক্ষুধা জমাতে জমাতে : একসময় ক্লান্ত হয়ে যায়। সুঁই সুতোয় গাঁথতে গাঁথতে -পুরো আকাশ মেঘ দিয়ে ঢাকা পড়ে থাকে। নিয়মের মতই পলকা সুতো ছিড়ে- খুড়ে ঝলসে ওঠে শ্বেতাশ্রী শশী।
এখনো সময় চলে দূরন্ত অশ্বের খুরে ধুলো উড়িয়ে। আমি আর ধুলো গুণিনা। এই সব শব্দ খোঁজা আমি ছেড়ে দিয়েছি….
যখনই বলতে আসি– তখনই মরে যাবার আগে ঝিনুক একবার হা করে নিশ্বাস নেয়।বুকের মধ্যে জমিয়ে রাখা যন্ত্রণার লালায় বেড়ে ওঠা রক্তপিণ্ডের নাম দিয়েছে মানুষ মুক্তো।
কলমের মুখটা বন্ধ করিনা——-খাপ খোলা পড়ে থাক। শানিত তরবারী। ধারে কাটে যাবতীয় সত্য ঋতু। কালি গড়ায় মিথ্যে শব্দের বাহারি চমকে! আমি আর অন্ধ হইনা- সত্যি বলছি এইসব আর খুঁজিনা। যেখানে আলো হারিয়েছে আলোর দিশা!
আমি চন্দ্রভূক অমাবশ্যার মাঝখানে হাঁটি খালি পায়ে।
একটু করে হিম জড়াই কোল টেনে। কুসুম কুসুম উষ্ণতাগুলো দূরে ঠেলে রেখে নিরন্ন বেহুলা হয়ে যাই লোহার বাসরে। আমাকেই রাখি আমি বেনো জলের কাছে। চোখের আড়াল সয়না যখন! আমার আঁচল তলে ঢাকছি কেবল চাপা আগুনের পাহাড়…..
#ছবি- নেট থেকে।
২১টি মন্তব্য
মনির হোসেন মমি
সোনেলা জন্মদিনের শুভেচ্ছা। ভাবনাগুলো বাস্তবিক অর্থে সত্য তবুও জীবন থেমে থাকেনা।
বন্যা লিপি
আপনাকেও শুভেচ্ছা মমি ভাই।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর আন্তরিক ব্যক্ততা।
এ যেন এক নির্জলা হাহাকার
ব্যাকুলে জেগে বসে থাকা এক অস্ফুট রাহবার।
ভীষণ মুগ্ধতা রাখলাম পাতায়।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
বন্যা লিপি
রাহবার মানে কি? সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
প্রদর্শক।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
রোকসানা খন্দকার রুকু
আসলেই কারও জমিয়ে রাখা রক্তপিন্ড কারও কাছে মুক্তো। খোলসের ভেতরটা চিঁড়ে বের করে নেয়। তবুও চিৎকার করবার ইচ্ছে করে না।
বন্যা লিপি
চাপা চিৎকারের আওয়াজ পৌঁছায়না কোনো কান অব্দি। যেখানে আলো হারিয়েছে আলোর দিশা…..
হালিমা আক্তার
জীবন বহমান নদীর মত। সমস্ত আঁধার ভেদ করে আলোর দেখা জীবন জীবনের মতো করে খুঁজে নেই। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
জীবনের গতি জীবনই ঠিক করে নেয়। মানুষ কেবল গতিহীনতায় থমকে যায় কখনো কখনো।যে যার অবস্থানে….. শুভ কামনা নিরন্তর
আলমগীর সরকার লিটন
এত কিছুর পরও আলো দেখতে হবে তা না হলে মৃত্যুর স্বাদ ডুবু ডুবু করবে
পূথিবী এক আলোকময় অন্ধকার শুধু ক্ষনেকের মধ্যে জয়;
বন্যা লিপি
মৃত্যুর স্বাদ ডুবু ডুবু মানে কি লিটন ভাই?
“পূথিবী এক আলোকময় অন্ধকার ” এ উপমাটা ভাল্লাগছে ভাই। ভালো থাকবেন।শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
এর ভিতরই জীবন বয়ে যায় অস্তমিত না হওয়া আগপর্যন্ত। বুকপাজরে ভাঙ্গা , বেদনা বিধুর যতই জাগুক তবুও তরি বেয়ে যেতেই হবে।
বন্যা লিপি
মজিবরদা,,,,, এরহম কথা শুনতে / পড়তে ভাল্লাগে না…”বুকপাজরে ভাঙ্গা , বেদনা বিধুর যতই জাগুক তবুও তরি বেয়ে যেতেই হবে।” ভাঙ্গা নাও নিয়া আর কতদূর চলন যায় কন?
মোঃ মজিবর রহমান
কিছু ভালো লাগুক আর নাইঈ লাগুক তবুও যেতেই হবে ই সময় থাকবে না আপনিও থাকবেন না চুপ। এর মাঝেই আমাদের বসবাস এর মাঝেই গতিবান বা স্লো গতি।
সাবিনা ইয়াসমিন
উৎসবের সময় এমন কবিতা!!
এখন আবার বলে বসো না ❝ আমি আর উৎসবে ভাসি না ❞
বন্যা লিপি
উৎসবে আলো খুঁজলাম, পেলাম কই? তাই আমার আর উৎসবে ভাসা হলো কই??
সুপর্ণা ফাল্গুনী
চাপা আগুনের পাহাড় আঁচলে ঢেকে রাখতে চাইলেও চাপা থাকে না আপু, কোনো না কোনোভাবে সে আগুন বেরিয়ে আসে, সেখান থেকে আলো ঠিকরে ঠিকই বেরোয়। অফুরন্ত শুভকামনা রইলো
বন্যা লিপি
চাপা আগুন আলো ছড়াক শুভ বার্তায়….শুভ কামনা আপনাকেও দি’ভাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অন্ধকারের পরে আলো উদ্ভাসিত হবেই।
বন্যা লিপি
অপেক্ষা সেই আলোর। দোয়ায় রাখবেন ভাইজান।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ইন শা আল্লাহ্। আপু সুস্থ আর ভালো থাকবেন।