আমি আজ নিরুপায় আসামী____

রিমি রুম্মান ১ নভেম্বর ২০১৩, শুক্রবার, ১১:১১:৫৭পূর্বাহ্ন সমসাময়িক ১৬ মন্তব্য

হাসপাতাল বেডে নির্বিকার নির্লিপ্ত আইয়ুব আলী, চোখে অনিশ্চিত ভবিষ্যৎ___
স্ত্রী যতই বলুক দ্যাইক্ষা শুইন্না চালাইতে, তবুও সাবধানী তার শেষ রক্ষা হয়নি,
দিন এনে দিন খাওয়া সে পেটের তাগিদেই বেপরোয়া হয়েছিল, মৃত্যু পরোয়া করেনি,
বোমায় পঞ্চাশ ভাগ পুড়ে যাওয়া অটো রিক্সাচালক তিনি, বেঁচে যাবেন হয়তো___!!
শারীরিক ক্ষত আর অক্ষমতা নিয়ে এ বাঁচা কি আদৌ বেঁচে যাওয়া_____??
এ যে বেঁচে থেকে বারংবার মৃত্যুকে বরন করা___!!
সে নিরুপায় জীবন জীবিকার কাছে, নিরুপায় সংসারের দায়বদ্ধতার কাছে।
ক্রোধ, ঘৃণা, আর কষ্টের আগুন লালন করা হৃদয়ে আজ____
কিছু আনন্দ বিসর্জন দেই নিরুপায় অপরাধ বোধ করা আমি।
জন্মই যাদের আজন্ম পাপ________
সেই আইয়ুব আলীদের সামনে, তাদের অনেক প্রশ্নের মুখে___
আমি আজ নিরুপায় আসামী____।

৭১৩জন ৭১৩জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ