আজ বড় কষ্টের দিন
১৯৮৮ সালের ২২ আগষ্ট,অন্যান্য দিন গুলোর মতোই শুরু হয়েছিল দিনটি ৷ কে জানতো দুপুর না গড়াতেই আমার জীবনটা এক্কেবারে বদলে যাবে , লন্ডভন্ড হয়ে যাবে ৷ প্রতিদিনের মতোই মা ভোরে উঠে নামাজ পড়ে নিজের ফাইলপত্র নিয়ে বসেছিলেন ৷ আমরা ভাই বোনরা ঘুম থেকে উঠলে স্কুলে যাওয়ার আগে কেন জানি মা সেদিন আমাকে নিজের হাতে খাইয়ে দিলেন ৷ সচরাচর এমনটা পেতাম না আমরা মাকে, কারন তিনি তো শুধু আমাদেরই মা ছিলেন না বরং যশোরের আপামর জন সাধারণ মানুষের প্রিয় “মীনা আপা” ছিলেন যে তিনিই ৷
স্বাধীনতা যুদ্ধে সক্রিয় মুক্তিযোদ্ধা একাধারে রাজনীতিবিদ , শিক্ষাবিদ, সাংবাদিক ,সমাজসেবক মা আমার মাত্র ৪১ বছর বয়সে খাঁজা বেগম সেলিমা খাতুন-মীনা থেকে যশোরের আবাল বৃদ্ধ বনিতার কাছে শুধুই “মীনা আপা ” হয়ে ওঠা স্বাধীনতা উত্তর ১৮ বছর বয়সের বাংলাদেশে মোটেও সহজ ছিলনা ৷ কর্মময় জীবনের প্রতিটা মুহুর্তই ছিল মানুষের জন্য উৎসর্গকৃত ৷
বলছিলাম ২২ শে আগষ্টের কথা , বলা নেই কওয়া নেই হুট করে বক্তৃতারত অবস্থায় ঘাড়ের শিরা ছিড়ে মা আমার চলে গেলেন না ফেরার দেশে ৷ মুহুর্তে বদলে গেল আমাদের জীবন ৷
এইতো কিছুদিন আগে আমার স্কুলের বন্ধু ইমরান কায়েস এসেছিল আমার বাসায় , অনেক বছর পর দেখা তাই আমার মেয়েরা চিনতো না৷ মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিতেই বন্ধু আমার মেয়েদের বললো “তোমরা কি জানো তোমার নানী মারা যাওয়ার আগে তোমার মা রাজকুমারী ছিলো”৷ স্কুলের বন্ধুর কাছে রাজকুমারীর সংগা কি আমার জানা নেই, তবে সব মায়ের কাছেই তার সন্তানরা রাজকুমারী /রাজপুত্রই ৷
মাগো তুমি কি জানো তুমি চলে যাওয়ার পর তোমার ছোট্ট রাজকুমারীকে কি কঠিন পৃথিবীর সামনে দাড়াতে হয়েছে ? কি কঠিন সংগ্রাম করতে হয়েছে ? অভিযোগ করছি না মা, আমি নিশ্চিত জানি যদি যাওয়াটা তোমার ইচ্ছাধীন হতো তাহলে তুমি কিছুতেই যেতে না মা ৷ কোন মাই যেতনা ৷
১১টি মন্তব্য
ইঞ্জা
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা
আল্লাহ্ মাকে জান্নাতবাসিনী করুণ, আমীন।
ক্রিস্টাল শামীম
আল্লাহ আপনার মা কে জান্নাত দেন করুক আমিন।
মোঃ মজিবর রহমান
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা
সকল মা ভাল থাকুন আল্লাহ তাঁদের জান্নাতবাসি করুন। আমিন।
মিষ্টি জিন
আপু মন খারাপ করবেন না। আমার
ও মা নেই ।আপনার মা কে আল্লাহ বেহেস্ত নসীব করুক।
আমিন।
জিসান শা ইকরাম
আপনার মা একজন মুক্তিযোদ্ধা ছিলেন?
স্যাল্যুট এই বীর মুক্তিযোদ্ধাকে, যার অবদানে আমরা আজ স্বাধীন।
আপনার মা কে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি -{@
আল্লাহ্ আপনার মা কে বেহেশত নসীব করুক……… আমীন।
ছাইরাছ হেলাল
শ্রদ্ধা জানাচ্ছি তাঁকে,
আল্লাহ তাকে ভাল রাখুন।
নীলাঞ্জনা নীলা
প্রণাম জানাই মাকে।
ঈশ্বর মায়ের আত্মার মঙ্গল করুন।
ইলিয়াস মাসুদ
মাকে শ্রদ্ধা
আল্লাহ তাঁকে খুব খুব ভাল রাখুন
প্রহেলিকা
মা যেখানেই থাকুক, শান্তিতে থাকুক। মায়ের আত্মার প্রশান্তি কামনা করছি।
আল্লাহ মাকে বেহেশত নসীব করুন। আমীন।
ব্লগার সজীব
আল্লাহ্ আপনার মাকে বেহেশত নসীব করুক।
আবু খায়ের আনিছ
গভির শ্রদ্ধা আপনার মায়ের প্রতি। সৃষ্টিকর্তা উনাকে সর্বোত্তম স্থান দান করুন।