
আমার ইচ্ছে আমি তোমার সাথে হাঁটবো, আমার ইচ্ছে ভোরের শিশিরবিন্দুর মাঝে গাঁ ভেজাবো।
আমার ইচ্ছে সকালের আস্ত বড় সূর্যকে আয়না ভেবে নিজেকে প্রতিফলিত করব,
আমার ইচ্ছে দুপুরের প্রখর রোদের তাপে নিজের রং চিনবো।
আমার ইচ্ছে বিকেলের শেষ আলোয় পাল তোলা নৌকায় তোমার হাতটি ধরে ভেসে যাবো।
আমার ইচ্ছে সন্ধ্যার পর ঘন কালো অন্ধকারের মাঝে, জোনাকী পোকার আলোতে নিজের সব দুঃখ কে লুকিয়ে ফেলবো।
আমার ইচ্ছে যেদিন রাতে আকাশে জোছনার গন্ধে সমস্ত উঠোন মৌ মৌ করবে,
ঠিক তখন ২ কাপ চা হাতে তোমার চোখে চোখ রেখে কবিতা আবৃত্তি করবো।
ঠিক যেদিন অমাবস্যায় পুরো এলাকা ছেয়ে যাবে,আমার ইচ্ছে তখন তোমার বুকে মুখ লুকিয়ে কাঁদবো।
আমার ইচ্ছে চাঁদের আলোয় তোমার মায়াময় মুখ দেখবো,
আমার ইচ্ছে তোমার মাথায় হাত বুলিয়ে তোমায় ঘুম পারিয়ে দিব।
আমার ইচ্ছে শীতের ঠান্ডা হাওয়ায় তোমায় নকশী কাথায় জড়িয়ে দেব।
আমার ইচ্ছে বকুলতলার ফুল কুরিয়ে তোমার জন্য মালা গাঁথবো।
আমার ইচ্ছে কাঠাল চাপা,কাঠগোলাপ,বেলী,কদম ফুলের সমাহারে তোমার ভিতরের তুমিটাকে এই হেরে গলায় দুইতিন লাইন গান শোনাবো।
আমার ইচ্ছে বৃষ্টিতে স্নান করব তোমার সাথে,
আমার ইচ্ছে তোমাকে আলতোভাবে জড়িয়ে
কপালে আদর দিব কোন এক রাতে।
আমার ইচ্ছে,রাত জাগা পাখির মত কিচিরমিচির করে তোমার কানঝালাপালা করব,
আর তুমি বিরক্ত হয়ে আহত পাখির মত ডানা ঝাপটাবে।
আমার ইচ্ছে মেঘের সাথে তাল মিলিয়ে সাদা ক্যানভাসে রং তুলি দিয়ে তোমার ছবি আঁকবো,
আমার ইচ্ছে সমুদ্রের পারের গর্জনে নিজেকে কোন একদিন হারিয়ে ফেলবো।
আমার ইচ্ছে দূর পাহাড়ের টিলা থেকে দুরবিন দিয়ে তোমাকে একবার হলেও দেখবো।
আমার ইচ্ছে মরে যাওয়ার আগে শেষবার হলেও তোমার হাতটি শক্ত করে ধরে রাখবো।
আমার ইচ্ছে সর্ষে ক্ষেতে হলুদ জীবনে নিজেকে হারিয়ে ফেলবো,
আমার ইচ্ছের শতরুপে শত শত গোলাপের পাপড়ি দিয়ে চিরক্ষরে তোমায় লিখবো।
আমার ইচ্ছেগুলো মেলতে আমি তোমাকেই ডাকবো।
আমার ইচ্ছে রংধনুর রংগে নিজেকে মনের মত করে রাংগাবো।
আমার ইচ্ছে ,চিৎকার করে তোমার নাম ধরে ডাকবো,
আমার ইচ্ছে এলোমেলো তুমিটার গায়ের গন্ধ নেবো।
আমার ইচ্ছে কাচের চুড়ির রিনিঝিনি শব্দে তোমার সব ক্লান্তি দূর করে দেবো।
আমার ইচ্ছে কপালে নীল টিপ পরে আবার আসবো ফিরে।
আমার ইচ্ছে পুব আকাশের ঝিকিমিকি তারা হয়ে তোমার ভিতর শিহরন জাগাতে,
আমার ইচ্ছে তোমার ভিতর আমাকে খুঁজতে।
আমার ভিষন ইচ্ছে তোমাতে জড়িয়ে থাকতে
আর শুধু তোমাকে ঘিরে সপ্ন দেখতে,
আমার ইচ্ছে, তোমাকে নিয়ে বেঁচে থাকতে,
বাকিটা পথ পাড়ি দিতে,
এছাড়া আমার সর্বোপরি ইচ্ছে, তোমার ছায়া হয়ে থাকতে,
শুধু, শুধু শুধু তোমাকে ভালোবাসতে।।।।
তবে আমার এই ইচ্ছেরা এখন শুধু অপেক্ষার মাঝে বন্দি,
তাই সব ছেড়ে দিয়েছি তোমার উপর যদি তুমি আমার সব ইচ্ছের সাথে করো সন্ধি!!!!
এই সন্ধিতেই বেঁচে থাকবে আমাদের ভালোবাসা ♥️♥️♥️।।।
আমার ইচ্ছে, আমার মত সব নারী তার সব সপ্ন দেখুক এবং নিজের মত বাঁচতে শিখুক,ভালোবাসতে শিখুক,ভালো রাখতে শিখুক। কেননা আমি’ নারী’ এর মানে বন্দি নই,আমি নারী, আমি মুক্ত তাই আমি হাসিমুখে সব প্রতিকুলতা জয় করে এগিয়ে যেতে পারি। আসুন আর নয় উপহাস,নারীকে এগিয়ে যেতে প্রত্যেকেই যে যার যায়গা থেকে হাতটা বাড়িয়ে দিন,নারীকে তার মত বাঁচতে দিন,সে যেমনি সেরকমভাবেই থাকতে দিন, ভালো থাকুন সবাই।
নারী দিবসে বিশ্বের সব নারীর প্রতি শ্রদ্ধা।
ছবিঃ নিজের
২২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
পড়ছি আর ভাবছি, ভাবছি আর ভয় পাচ্ছি, এত এত ইচ্ছে গুলো হৃদয়ের ছোট্ট কুঠুরিতে বন্দী থাকে কি করে!! হঠাৎ সব ইচ্ছেরা যদি বিস্ফোরিত হয়ে যায়! যদি একেক করে ছুটে মুক্ত হতে চায় দিগবিদিক ভুলে, তখন কি হবে!!
সুন্দর লিখেছেন। নারীর প্রতি নারীদের সম্মান ভালোবাসা চালু থাকুক, তাহলে অন্যরাও এগিয়ে আসবে বৈকি। শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
ঘুম থেকে উঠেই সোনেলায় এসেই আপনার মন্তব্য পেলাম যা বরাবরের মতই আমাকে ভিতর দিকে স্পৃহা দেয়। সব ইচ্ছে বিস্ফোরিত হতে দেয়ারও আমার বড্ড ইচ্ছে আপু। তবে দিকবিদিক ঠিক থাকলে তো একটু আধটু ভুল হবে না🤪🤪🤪ভালো থাকুন আপু,সুস্থ থাকুন,অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
“ঠিক তখন ২ কাপ চা হাতে তোমার চোখে চোখ রেখে কবিতা আবৃত্তি করবো।”- এত চা খেলে ঘুম ধরবে?
কিলবিল করা সকল ইচ্ছে পূরন হোক এই কামনা।
রেজওয়ানা কবির
প্রথমত আমি চাকেই চাই,শেষ পর্যন্তও আমি চা কেই চাই,চা আমার অনুভূতি জোগায় আপু।।।ধন্যবাদ, শুভকামনা, ভালো থেক।।।
পপি তালুকদার
সকল ইচ্ছের বাসনা পূর্ণতা পাক।
সকল নারী স্বাধীন ভাবে বেঁচে থাক তাদের স্বপ্ন গুলো নিয়ে এই কামনা করি।
মুগ্ধতা ও শুভেচ্ছা রেখে গেলাম।
নারী দিবসের শুভেচ্ছা রইল।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ও শুভেচ্ছে আপু।সবাই যার যার মত করে ভালো থাকুক এই কামনা।
ফয়জুল মহী
অত্যন্ত সুন্দর লেখাটি।
ভীষণ ভালো লেগেছে আমার।
রেজওয়ানা কবির
অনেক ধন্যবাদ ভাইয়া,আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগল। শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর আপনার সব সব ইচ্ছা পূরণ করুক। নারী নারীদের কে সম্মান দিক তাহলেই নারী অনেকাংশে সম্মানিত হবে, নিজের অধিকার আদায়ে সার্থক হবে। বিয়ের পর, বিয়ের আগে নারী অন্য নারীর কাছেই বেশি বাধাগ্রস্ত হচ্ছে, হাজার নিয়ম-কানুন এ জর্জরিত হচ্ছে। ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুন্দর সুন্দর চাওয়া, ইচ্ছে নিয়ে। নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো অফুরন্ত
রেজওয়ানা কবির
ধন্যবাদ দিভাই। একদম ঠিক কথা শুধু পুরুষ নয় নারী নারীকে সম্মান দিতে হবে। হিংসা, বিদ্বেষ ভুলে নারীরা এগিয়ে যাক, একে অপরকে শ্রদ্ধা করুক এই কামনা। ভালো থাকুন,সুস্থ থাকুন আপু,শুভকামনা।
বন্যা লিপি
এইসব যাবতীয় ইচ্ছেদের সাথে জড়িয়ে আছে একটা তুমি*। এতবার উচ্চারিত ইচ্ছেদের মূল্য তাঁর কাছে থাকবে তো? শুধু প্রশ্নই আছে আমার কাছে, আর কিচ্ছু নেই…….
রেজওয়ানা কবির
এই তুমিটার কাছেইতো আমাদের হাজারটা প্রশ্ন আর শত শত ইচ্ছে, এই তুমিটা আদৌ সব ইচ্ছে পুরন করে কিনা তা অজানা, তাই শুধু নিজের ইচ্ছেগুলোই জানা। ধন্যবাদ আপু,শুভকামনা, ভালো থাকুন।
বন্যা লিপি
এই তুমিটা আদৌ সব ইচ্ছে পুরন করে কিনা তা অজানা,” ঠিক এই কারনেই আমার উক্তি….. আমি সেই “তুমি”টাকে জানাবও না আমার ইচ্ছেগুলো। আমার ইচ্ছে আমারই থাকুক।
রেজওয়ানা কবির
ধন্যবাদ এবং শুভকামনা আপু, ভালো থাকবেন।।
সুরাইয়া নার্গিস
অসাধারন।
সকল চাওয়া,পূর্ণতা পাক, অনেক ভালো লেগেছে আপুনি।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু,আপনিও অনেক ভালো থাকেন,অনেক ভালোবাসা আর শুভকামনা।
আরজু মুক্তা
চা চলুক, কবিতা চলুক। আপনার ইচ্ছেও পূরণ হোক।
নারী দিবস হোক প্রতিদিন।
শুভ কামনা
রেজওয়ানা কবির
হুম ঠিক আপু,তবে আপনার সাথেও হবে একদিন এক কাপ চা,,,,ধন্যবাদ শুভকামনা।
তৌহিদ
আপনার সকল ইচ্ছে পূরণ হোক এটাই প্রার্থণা। নারী দিবসের শুভেচ্ছা জানবেন।
শুভকামনা রইলো।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়াভ,অনেক্ অনেক ভালো থাকেন,সুস্থ থাকেন,শুভকামনা।
ছাইরাছ হেলাল
ইচ্ছেপূরণ এত এত ইচ্ছে দেখে ভড়কে না গেলেই হয়!!
একটু কাটছাট করে দিলে আমরাও না হয় আপনার জন্য সুপারিশের ঝান্ডা তুলে ধরতাম!
আপনাকে সোনেলায় একটু কম কম পাচ্ছি বলেই মনে হচ্ছে।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া,ভাবছি আমার ইচ্ছের ভাগ সোনেলার সবাইকে দিবো🤪🤪🤪আর বাবার বাড়ির হাওয়ায় একটু কম কম আসছি, তবে খুব শীঘ্রই নিয়মিত হবো ইনশাল্লাহ।