প্রতিবার মাইনে পেতে ভোগান্তি
লোডশেডিং
যানজট
বাসস্ট্যান্ডে সকাল-সন্ধ্যা দীর্ঘ লাইন
অসহ্য অপেক্ষা
আজানু ঝুকে থেকে ভুলে গেছি
গ্রিবা উচিয়ে বেঁচে থাকা
মরু-উটের মতো পিঠ জুড়ে বইছি
কলঙ্কের মস্ত-কুঁজো
তেল-নুন-ভাতের অধিকার
মিছিল-মিটিং-আগুন
লাশ হয়ে ঘরফেরা
আজন্ম দাবী-সংগ্রাম
বহু আগেই তো পেরিয়েছি রক্তগঙ্গা
কালশিটে যুদ্ধভূমি-বধ্যপ্রান্তর
আবারও প্রতিবাদ
আবার অস্তিত্বের পুনঃস্থাপন-জাগরণ
হায়– আমাদের বসন্তে বিষাক্ত-মড়ক
স্লোগানে স্লোগানে মুখরিত পথ
স্বস্তির ঘরকরা হয় না
৯টি মন্তব্য
খসড়া
এত হতাশ।আমি আশাবাদী।
সাদিক মোহাম্মদ
হতাশরাও আশাবাদীদের পছন্দ করে @ খসড়া
জিসান শা ইকরাম
কি আর করা !
স্বপ্ন দেখেই জীবন পারি দিতে হবে (y)
সাদিক মোহাম্মদ
হ্যাঁ… কী আর করা ? @ জিসান শা ইকরাম
ওয়ালিনা চৌধুরী অভি
তেল-নুন-ভাতের অধিকার
মিছিল-মিটিং-আগুন
লাশ হয়ে ঘরফেরা
আজন্ম দাবী-সংগ্রাম
বহু আগেই তো পেরিয়েছি রক্তগঙ্গা
কালশিটে যুদ্ধভূমি-বধ্যপ্রান্তর
আবারও প্রতিবাদ
আবার অস্তিত্বের পুনঃস্থাপন-জাগরণ ………… অসাধারন (y)
সাদিক মোহাম্মদ
অনেক অনেক কৃতজ্ঞতা -{@ 🙂 ওয়ালিনা চৌধুরী অভি
সাদিক মোহাম্মদ
অনেক অনেক কৃতজ্ঞতা -{@ 🙂
শুন্য শুন্যালয়
বসন্ত আছে উৎসবে । হতাশা ছাড়া আর আছেইবা কি?
বাস্তবতা পেলাম আপনার লেখায়। এটাই সত্যি।
সাদিক মোহাম্মদ
অনেক ভালোবাসা @ শুন্য শুন্যালয়