আমাদের উগ্র ইসলামী এবং জাতীয়তাবাদী চেতনা অনেকটাই ভারতের উপর নির্ভরশীল।ভারতে এ সম্পর্কে কোন ক্রিয়া হলে আমাদের দেশে এর ব্যপক প্রতিক্রিয়া হয়।উগ্র মুসলিম এবং সাম্প্রদায়িক শক্তি সমূহ আসলে ভারতের বিরোধিতা নয়, বরং ভারতকে উপসনা করা উচিৎ। ভারতের ক্ষমতাসীনদের পা চাটা উচিৎ চেতনা জাগ্রত করার মাঝে মাঝে ক্রিয়া কর্ম করার জন্য। নইলে উগ্র ইসলামী এবং জাতীয়তাবাদী চেতনা নিশ্বাস হয়ে যেতো এবং এই চেতনা বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে তাঁদের বেঁচে থাকা কষ্টকর হতো।

অতীতের বসনিয়ায় অমানসিক মুসলিম নির্যাতনের কথা উল্লেখই করলাম না। বর্তমানের দুটো ইস্যু নিয়ে উল্লেখ করি এখানে।
১। চীনে মুসলমানদের রোজা রাখতে নিষেধাজ্ঞা
চীনের মুসলিম প্রধান এলাকা জিনজিয়াংয়ে রোজা রাখায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি চাকরিজীবী, ছাত্র ও শিক্ষকদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর এএফপিও আল জাজিরা।রমজানে কেউ খাওয়া-দাওয়া থেকে বিরত, রাত্রি জাগরণ বা ধর্মীয় কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারবে না।এর আগে জিনজিয়াংয়ের জিংহে কাউন্টির খাদ্য ও ওষুধ প্রশাসনের পক্ষ থেকে রমজান মাসে খাবারের দোকানগুলোকে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।

২। মায়ানমার সেনাবাহিনী অপহরন করে নিয়েছে বিজিবি সদস্য রাজ্জাককে। রাজ্জাককে হাত করা অবস্থায় বসিয়ে রেখে তার ফটো প্রকাশ করেছে মায়ানমার। যা অত্যন্ত অবমাননাকর।

এই দুটি ঘটনায় আমাদের দেশে কোন প্রতিবাদ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই কোন ইভেন্ট। কেন নেই? কারন এই ঘটনার সাথে ভারত জড়িত নয়। মুসলিম নিগ্রহ বা সীমান্ত নিয়ে কোন ক্রিয়া যদি ভারত করে, তাতে ভারতের বিরুদ্ধে কিছু করাটা মনের একটা শান্তির ব্যাপার। মনে আরাম পায় আমাদের দেশের উন্মাদ গন।

খবর দুটো যদি এমন হতোঃ
১/ ভারতের মুসলিমদের রোজা রাখায় নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের সরকার।
২/ বিএসএফ বাংলাদেশের বিজিবি সদস্যকে ধরে নিয়ে গিয়েছে।

এমন খবরের প্রতিক্রিয়া কি হতো এই বাংলাদেশে? বর্তমানে ঘুমিয়ে থাকা চেতনা লাফ দিয়ে উঠতো। সেই চেতনার তেজে কত হিন্দু মন্দির,হিন্দু বাড়ি ঘর পুড়ে যেত আল্লাহই জানেন। এমনকি চেতনা দন্ড হিন্দু রমণীদের মধ্যে প্রবেশে কেউ বাঁধা দিত বলে মনে হয়না।

আসুন আমরা প্রার্থনা করিঃ
হে আল্লাহ, আমাদের এই ধরনের চেতনা জাগ্রত করতে পারে একমাত্র ভারত। আর কোন দেশ পারেনা। আমরা আমাদের চেতনা জাগ্রত রাখার জন্য ভারতের নিকট কৃতজ্ঞ। ভারতকে কিয়ামত পর্যন্ত নাজিল রাখিও নইলে আমাদের চেতনা হারাইয়া যাইবে।

৬০১জন ৬০১জন
0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ