আমরা

প্রিন্স মাহমুদ ২৭ অক্টোবর ২০১৩, রবিবার, ০৬:৪৯:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

১.

এমন সময় তখনো ছিল

রাজাকার ছিল সুখে

এখনো চলছে তেমনটাই

যোদ্ধার পানি চোখে …

২.

এখনই রাত ছুবে ভোর

এখনই মুছে যাবে তুমি

নীরবে কেটে যাবে ঘোর ।

৩.

প্রজন্ম যতই স্বপ্ন দেখুক নব্য আধুনিক চোখে

আসবে ওরা ততই বিষদাঁত বাঁধা দিতে রুখে

প্রজন্ম এলোমেলো যতই খুঁজে বেরোবে মাটির আপন ঠিকানা

প্রাপ্তির খাতায় হাহাকার শুধু তবু নেই প্রজন্ম স্বপ্ননদীর সীমানা

 

 

৫৮৯জন ৫৮৯জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ