আমি আমার অনেক ফ্রেন্ডদের কাছে শুনেছি তাদের খুব আফসোস যে কাজিন দের সাথে যোগাযোগ নাই ,কাজিনরা খোজ খবর নেয় না। আমি মাশাল্লাহ এই দিক দিয়ে খুব লাকি। আমার কাজিনদের সাথে আমার খুব ভালো রিলেশন। সবার সাথেই কমবেশি যোগাযোগ আছে।
আমার এক কাজিন আছে তার ফোন সারা মাসের মধ্যে এত বার রিসিভ করতে হয় যে,ওর ফোন আসলে আমারই ভয় লাগে।
প্রতিবার কোন না কোন কাহিনী করে ফোন কেটে দিয়ে ফোন অফ রাখি কিছুদিন।
ওর সেই একই কথা প্রতিবার। কেমন আছিস? পড়াশোনা কেমন চলছে? শোন না তোর জিজু……..। এখানে তোর জিজু মানেই কোন ফ্যাসাদ।
-: আজ আপু আর আমার কথোপকথন :-
আপু: হ্যালো।!
আমি: হ্যালো আপু। ভালো আছো?
আপু: হুম। তোর কি খবর?
আমি: আমি কি টিভি যে খবর বলবো?
আপু: শুরু করে দিছিস। কেমন আছিস বল।?
আমি: ভালো আছি।
আপু: ঠিক মত পড়ছিস তো?
আমি: হ্যা খুব পড়ি।
আপু: আচ্ছা শোন না, তোর জিজু একটা ছেলে দেখছে , খুব ভালো,ও বলতেছে তোর সাথে খুব মানাবে।
আমি: তাই নাকি। খুব ভালো তো।
আপু: তুই এক কাজ কর তোর জিজুকে ফোন দিয়ে ওই ছেলের নম্বর নিয়ে কথা বল।
আমি: ছেলের নম্বর মানে?
আপু: ছেলের ফোন নম্বর
আমি: তাই বলো। আচ্ছা নিবো। এখন বলো তুমি কি করো? টিভির শব্দ পাই যে?
আপু: হুম, টিভি দেখি।
আমি: কোন চ্যানেল দেখো?
আপু: স্টার প্লাস। সিরিয়াল দেখি। তুই কি করছিলিস?
আমি: আমি ও টিভি দেখি।
মাথার মধ্যে শয়তানি খেলে গেলো। এখন আমি এক ঢিলে দুই পাখি মারতে পারি। কারন ওর বর বাংলাদেশ নেভির অফিসার। হুহাহাহা
আমি: আচ্ছা আপু তুমি বাড়ি আর তোমার বর এখন কই? মংলাতে না?
আপু: হ্যা। কেন বল তো?
আমি: আই থিংক ওটা তোমার বর। লাইভ টেলিকাস্ট ফরম মংলা। হ্যা এটা তোমার বর।
আপু: কোন চ্যানেল রে? (খুব এক্সাইটেড হয়ে)
আমি: থামো। উপরে লেখা ইন্ডিপেনডেন্ট। বর কে দেখাচ্ছে আর তুমি সিরিয়াল দেখো? তারাতারি দেখো আমি পরে তোমার সাথে কথা বলবো।
বি:দ্র : আগামী কিছুদিন তোর নম্বর গুলা ব্ল্যাকলিস্টে থাকবে আপু, তুমি কিছু মনে করো না। :p
৩৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আপনি দুস্টুর হাড়ি,
খুব মজা পেলাম।
হাহাহহাহ
নাচি \|/
মেহেরী তাজ
শুধু দুষ্ট? শয়তান না ? 🙁
মামুন
কি বলব, মজা পেলাম।
অনেক ধন্যবাদ লিখাটির জন্য। -{@
মেহেরী তাজ
মজা পেয়েছেন বলে আমি ধন্য। ধন্যবাদ ভাইয়া।
নুসরাত মৌরিন
খিক খিক খিক।
আপনি আসলেই একটা মহা শয়তান!!
😀
মেহেরী তাজ
মহা শয়তান 🙂 আপু আপনার সনদপ্ত্র রুমে ঝুলিয়ে রাখবো 😀
ছাইরাছ হেলাল
আপনার এগুলো ওরা বুঝতে পারে না ?
মেহেরী তাজ
না, নিত্য নুতন কৌশল, বুঝবে কিভাবে ভাইয়া? :p
সাইদ মিলটন
বদ 😀
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া 😀
হৃদয়ের স্পন্দন
মেহেরি তাজ দুষ্টামিতে রাজ
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া \|/
খেয়ালী মেয়ে
আপনি তো দেখি একটা বিরাট জলজ্যান্ত শয়তান :p
মেহেরী তাজ
ধন্যবাদ আপু, এত ভালো সনদ দিলেন:)
জিসান শা ইকরাম
হা হা হা হা হা , মজা পেলাম
সোনেলার ব্লগারদের আবার কবে ভিকটিম বানিয়ে ফেলেন, সে চিন্তায় অস্থির এখন।
মেহেরী তাজ
সম্ভাবনার নতুন দরজা উন্মুক্ত করে দিলেন ভাইয়া 😀
কৃষ্ণমানব
শয়তানির কোন বয়স নাই. . .
চলেণ সবাই শয়তানি করে বেড়াই :v
মেহেরী তাজ
আসুন আসুন শয়তান হই 😀
শিপু ভাই
আহা, বেচারা ভালোবেসেই তো ফোন দেয়!!! এই কি ভালোবাসার প্রতিদান!!???
মেহেরী তাজ
ভাইয়া প্রথমে একটু বোকা হলেও এ নিয়ে সবাই আনন্দ করে। ভালোবাসি বলেই তো এমন দুষ্টামি করি।
ব্লগার সজীব
ওস্তাদ পদধুলি দেন। আপনি একখান চিজ ওস্তাদ।
মেহেরী তাজ
বিনা নজরানায় পদধূলি? এ কেমন শিশ্য তুমি? :p
শুন্য শুন্যালয়
তুমি তো দেখছি বান্দরদের ম্যাডাম। 🙂
মেহেরী তাজ
একটি স্কুল খুলবো কিনা ভাবছি আপু ^:^
নীতেশ বড়ুয়া
স্কুল না, একেবারে এমফিল করার ইন্সটিটিউট খুললেই হবে। শুরুই হবে ডাঃ বান্দর হয়ে :D)
নীতেশ বড়ুয়া
থুক্কু, বান্দর ডঃ :p
মেহেরী তাজ
হা হা হা ভালো কথা বলছেন!!
কিন্তু সত্যি এতা আমার পোষ্ট?? চিনতে পারতেছি না। এখন মনে হচ্ছে আসোলেই আগে আমি বান্দর আছিলাম। :p
নীতেশ বড়ুয়া
:D)
নীতেশ বড়ুয়া
বদের হাড্ডি :D)
মেহেরী তাজ
মাঝে মাঝে এমন হয়ে যআআই। সব সময় আমি এমন না। ;?
নীতেশ বড়ুয়া
মাঝে মাঝে তাজ ভাল হয়ে যায় বাকি সময় আগের মতো :p
মেহেরী তাজ
তাজ কিছু সময় অন্যমত আর বাঁকি সময় তাজের মত। হা হা হহা। :D)
নীতেশ বড়ুয়া
তাজ যখন মাথায় তখন অন্যতম তাজ (মাথায় তো দুষ্টামিতে ভরপুর) বাকি সময় তাজের মতো (সেই দুষ্টামিতে কুপোকাত হওয়াদের কান্ড দেখতে দেখতে) :D) :D) :D)
মেহেরী তাজ
মনে হচ্ছে বুঝেই ফেলেছেন। হুফফফ…
নীতেশ বড়ুয়া
প্লীজ, আরো ঘটনা জানান…