আবারো ঈদ এর শুভেচ্ছা

সীমা সারমিন ১৭ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৮:২১:৪৭অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

অনেক দিন পর লিখছি। জানিনা কি লিখছি বা লিখব। সবারই প্রায় ঈদ নিয়ে অনেক লেখালিখি। মোটামুটি সবাই ঈদ ভালই enjoy করেছে।

কিছু বন্ধুদের কাছে শুনলাম তারা ঈদ টাকে ছোটো বেলার মত উপভোগ করতে পারছে না আর কিছু বন্ধুদের কাছে শুনলাম ছুটি না পাওয়ার জন্য ঈদ এ বাড়ি যেতে পারেনি বা কর্ম জীবনের কাজ নিয়ে বেস্ত থাকতে হয়েছে।

তাদের ঈদ টা হয়তো তারা যেভাবে চেয়েছিল সেভাবে হয় নি। তাদের জন্য আমার অনেক খারাপ লেগেছে তবে সব থেকে ভালো লেগেছে যে জিনিসটা তা হল তাদের ঈদ এর অনুভূতি গুলো শেয়ার করা।

কিছু সুখ দুঃখর অনুভূতি নিয়েই জীবন। দুঃখ না থাকলে সুখ কখনই পরিপূর্ণ হতো না। সুখকে পরিপূর্ণতা দিতে সাহায্য করাই দুখের কাজ।

যাই হোক সকল বন্ধুকে আবারও ঈদ মোবারক ও অনেক অনেক শুভ কামনা।

সকল বন্ধুদের আমার পক্ষথেকে ঈদ উপলক্ষে উপহার এই ফুলগুলো।
…………সীমা সারমিন………

৪৯৩জন ৪৯৩জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ