স্বাধীনতা তোমার কি দুই চোখ বন্ধ !
কার কোলে ঘুমাও তুমি ?
যেন হাজার বছর অনাহারে কাতর !
তৃষ্ণার্ত বুকের জমি ।
একটা ভোজন পূঁজা করি আয়োজন
একটা মন্ডপ সাজাই তবে !?
রূপার কলশে লাল গাইয়ের দুধ
সোনার থালায় ফল রবে ।
তৃষ্ণা মেটেনা ? নেশা কাটেনা ?
রক্ত মাংসের বলী চাই ?
ভয় নেই !
তাজা লাশের খবরে- পুরুনো কবর
মিডিয়ায় পায়না ঠাঁই ।
ওহে স্বাধীনতার মনিঋষি গণ
তাজা মাংসের গন্ধ পাও ?
নাকি দুচারটা লাশে ক্ষিধে মিটেনা;
প্রতি নাস্তার টেবিলে চাও ?
ও আচ্ছা !!
কেউ মরেনি তোমার ? ছাত্র মরেছে ?
খবরে অচেনা মুখ ?
পাশের ঘরে তোমার সন্তান ঘুমিয়ে
দেখে জুড়িয়ে আসো দুই চোখ।
ভয় নেই জানি, তোমার ছেলেটা
পাশ্চাত্যের স্কুলে পড়ে !!
কারণ,
তুমি যে অক্ষাংশে আইনের শাষক
সেথায় বিচার কাঁদে অবিচারে ।
ফাঁকা রাস্তায় মরে বাসের চাপায়
মাতাল চালকের হাতে,
ধরা খায় কভূ জনতার রোষে
প্রায়ই ছাড়া পায় মধ্যরাতে।
কেউ মরে, গলে অন্ধ গলিতে
কেউ রক্তাক্ত রাজপথে,
বাবা-মা যাদের মানুষ করতে
তুলেছে তোমাদের হাতে।
ভিটে মাটি বেঁচে, দুই বেলা খেয়ে
দিন গুনে বুড়ো বাপ,
শিক্ষায় দিক্ষায় মানুষ হবে `মানুষ ‘
পালাবে অভিশাপ ।
আর কয়টা দিন পায়না সময়
ছাত্রটা মানুষ হওয়ার,
যে মানুষ জ্বালাবে মানচিত্রে প্রদীপ
সে লাশ হয়, কাঁধে বাবার।
বলি,
খানিক সময় পেলে ছাত্র হইও আবার
প্রবাসী সন্তানের পাঠশালায়,
শুনে নিও কেমন ওই মানচিত্রের শাষন
এদেশে তোমরা যে ভূমিকায় ।
শুনেছি-
কচি বাঁশ বাঁকে হাতের পরশে
পাকা কঞ্চি বাঁকে আগুনে,
তবে,
আগামী প্রজন্মটাকে স্বাধীনতা দাও
অন্তত নিরাপদ শিক্ষাঙ্গনে ॥
–
আফসোস
যদি আমার ছেলেটা মেধাবী তালিকায়
কলেজ পাশ করে ফিরে,
বলবো
যাদের বাবার ব্যাংক ব্যালেন্স নেই
তাদের নামতা হলেই চলে রে ।
ভীনদেশে যাবি ? স্পন্সর হবে না
ডোনেশন হবে না জোগাড়
থাক বাবা,
গাঁয়ের বাজারে গ্রোসারী খুলবো
কি দরকার অত পড়াশোনার !!
যেদিন স্বাধীনতার ঘুম ভেঙ্গে যাবে
তোর সন্তানকে ডেকে তুলিস ,
যদি স্বাধীন বিচারে অপরাধ কাঁদে
মেধাবী হতে বলিস ॥
–
___০৮/১০/২০১৯
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এত সহজ করে সময়ের সব থেকে কঠিন কথা বলা যায়!
এ অক্ষাংশে অবিচার যখন বিচার
আফসোস থেকে যায় সঠিক আচার-বিচারের!
এস.জেড বাবু
আফসোস থেকে যায় সঠিক বিচারের।
অশেষ কৃতজ্ঞতা ভাইজান।
হালিম নজরুল
প্রকৃষ্ট প্রয়াস।
এস.জেড বাবু
শুভেচ্ছা রইলো ভাইজান
তৌহিদ
আমরা স্বাধীনতাকে মুখেই বলি কেউ অন্তরে ধারণ করিনা। স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে হলে এর মর্ম মহত্বকে বুঝতে হবে। আজ আমরা স্বাধীন হয়েছি পাশাপাশি হয়েছি শৃঙ্খলবন্দী। এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?
চমৎকার অনুভাবী লেখা ভাই। শুভকামনা।
এস.জেড বাবু
আমরা এমন স্বাধীনতা চাইনি,
শৃঙ্খলিত স্বাধীনতা,
আক্ষেপ থেকে যায়।
অশেষ কৃতজ্ঞতা রইলো ভাইজান।
সাবিনা ইয়াসমিন
আফসোস হতেই ক্ষোভের জন্ম হয়। ক্ষুব্ধ মনে বিক্ষোভ ছাড়া আর কি-ইবা আসবে! স্বাধীনতা কবে তুমি স্বাধীন হবে?
” ভিটে মাটি বেঁচে, দুই বেলা খেয়ে
দিন গুনে বুড়ো বাপ,
শিক্ষায় দিক্ষায় মানুষ হবে `মানুষ ‘
পালাবে অভিশাপ ।
আর কয়টা দিন পায়না সময়
ছাত্রটা মানুষ হওয়ার,
যে মানুষ জ্বালাবে মানচিত্রে প্রদীপ
সে লাশ হয়, কাঁধে বাবার।”
এক্সিলেন্ট!
এস.জেড বাবু
স্বাধীনতা কবে তুমি স্বাধীন হবে?
অশেষ কৃতজ্ঞতা আপু
জিসান শা ইকরাম
অনেক সময়ই স্বাধীনতাকে অর্থহীন, বন্দি মনে হয়।
কষ্ট লাগে তখন খুব।
শুভ কামনা।
এস.জেড বাবু
হয়ত স্বাধীনতা সত্যি সত্যি বন্দি ।
একরাশি হৈমন্তি শুভেচ্ছা ভাইজান
মনির হোসেন মমি
ও আচ্ছা !!
কেউ মরেনি তোমার ? ছাত্র মরেছে ?
খবরে অচেনা মুখ ?
পাশের ঘরে তোমার সন্তান ঘুমিয়ে
দেখে জুড়িয়ে আসো দুই চোখ।
ভয় নেই জানি, তোমার ছেলেটা
পাশ্চাত্যের স্কুলে পড়ে !!
কারণ,
তুমি যে অক্ষাংশে আইনের শাষক
সেথায় বিচার কাঁদে অবিচারে ।
শুধু বলব অসাধারণ।বাক্য ও শব্দের যথাস্থানে ব্যাবহারে চমৎকার একটি বিদ্রোহী কবিতা।
এস.জেড বাবু
সন্তান পাশ্চাত্যে রেখে ওরা শান্তিতে ঘুমায়,
ঘুম নেই নিম্নবিত্ত রত্নগর্ভা অসহায় পিতামাতার।
কৃতজ্ঞ ভাইজান
মনির হোসেন মমি
হুম এ সব নেতারা দেশ ও দশের কোন কল্যায়ণে আসে না।হয় না সামাজিক অবক্ষয়ের কোন পরিবর্তন। অথচ এই আমরাই এদেরকেই রাষ্ট্র ক্ষমতায় বার বার বসাই।
এস.জেড বাবু
মমি ভাই
যোগ্যতায় যোগ্য কেউ নেই
অর্থ বিত্ত যার – যোগ্য সেই
সিরাজউদদৌল্লাহর শেষ উচ্চারণ- “অভাগা দেশ”
সুরাইয়া পারভিন
স্বাধীন দেশের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে থাকতে এক সময় অভিযোগ আর অভিমানেরা মাথা তুলে দাঁড়াবেই। প্রতিবাদী হয়ে উঠবেই। খুঁজবেই মুক্তি এমনি সব প্রতিবাদী লেখনীর মাধ্যমে।
দারুণ ক্রোধের বহিঃপ্রকাশ
এস.জেড বাবু
কবে হবে মুক্তি ?
এস.জেড বাবু
হেমন্তের শুভেচ্ছা আপু
শিরিন হক
স্বাধীনতা তুমি কার?
তুমি কোথায়?
চমৎকার করে উপস্থাপন করলেন। কিছু বলবার নেই।
এস.জেড বাবু
স্বাধীনতা তুমি কার ?
টাকা পয়সা জমিদারী আর ক্ষমতা আছে যার ?
অশেষ কৃতজ্ঞ আপু, ধন্যবাদ আপনাকে।
শামীম চৌধুরী
যেদিন স্বাধীনতার ঘুম ভেঙ্গে যাবে
তোর সন্তানকে ডেকে তুলিস ,
যদি স্বাধীন বিচারে অপরাধ কাঁদে
মেধাবী হতে বলিস
শেষের এই চয়নগুলি ভালো লাগছে।
এস.জেড বাবু
আন্তরিক শুভেচ্ছা রইলো ভাইজান।
কৃতার্থ।
শামীম চৌধুরী
ধন্যবাদ সুহৃদ।