
আধো আধার-আকাশ থেকে ডাক পিয়ন
চিঠি নিয়ে আসে,
স্বচ্ছ-আগাম-বার্তা, দীর্ঘ-সংক্ষেপে;
একটু অনুমান, একটু ধারণা, ব্যাখ্যা, সংজ্ঞা, সামান্য-তত্ত্ব,
আমার যা জ্ঞান-গম্মি, জানা-অজানা তার সমুদয় যোগফল-বিয়োগফল
ভাগ-পুরণ থেকে, একটু বেশী একটু কম, আন্দাজ আর পরিমাপ শেষে,
একটি বিস্তীর্ণ উপকুলে দেখতে পাই মুহূর্ত থেকে মুহূর্তের বৃষ্টি;
এর সারমর্ম দৃশ্যমান হলে ভাবনারত হতে হতে হেঁচকি উঠে আসে,
কুড়িয়ে নেয়া জীবনে পুরুষ সুখের-অসুখে প্রত্যাখ্যান-বিহীন-স্পর্শ চাওয়া-পাওয়ার
একই সমতলে, শুধুই এক পশলা বৃষ্টি, সোনাঝরা আলোর বিচ্ছুরিত ঝংকারে;
সময়ের রেখা চিহ্নে-চিহ্নে।
ছবি নেটের
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
যোগ-বিয়োগ, ভাগ-গুণ, কম- বেশী করে যদি বিস্তীর্ণ উপকূলে মূহূর্ত থেকে মূহূর্তের বৃষ্টি দেখা যায় আর কিছু লাগবেনা। তাহলেই পেয়ে যাবো এমন কাব্যিক শব্দবুননে অসংখ্য কবিতা রাশি রাশি। অনবদ্য লাগলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
দারুণ শব্দবিন্যাস।
ভালো লাগলো, দাদা।
এস.জেড বাবু
বুঝতে বুঝতে রং চা শেষ
///একটু অনুমান, একটু ধারণা, ব্যাখ্যা, সংজ্ঞা, সামান্য-তত্ত্ব,
আমার যা জ্ঞান
সে জ্ঞানে বুঝতে গেলে আর একটা রং চা লাগবে দারুচিনি ফ্লেভারে।
কবি লিখতে থাকুক।
আমি নাহয় চায়ের দোকানের পাশেই বসত গড়বো।
তবু পড়তে চাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
একই সমতলে, শুধুই এক পশলা বৃষ্টি, সোনাঝরা আলোর বিচ্ছুরিত ঝংকারে;
সময়ের রেখা চিহ্নে-চিহ্নে । চমৎকার প্রকাশ । ধন্যবাদ ।
সুপায়ন বড়ুয়া
“আধো আধার-আকাশ থেকে ডাক পিয়ন
চিঠি নিয়ে আসে,
স্বচ্ছ-আগাম-বার্তা, দীর্ঘ-সংক্ষেপে;”
চিঠিতে যাতে থাকে বাঁচার প্রেরণা
বন্ধু তোমায় আমার শুভ কামনা।
কামাল উদ্দিন
ডাক পিয়ন কি বললো, এবারো কি তলিয়ে যাবে মাঠ ঘাট? আচ্ছা বড় ভাই, কি খেলে মাথার ঘিলু বাড়ে বলতে পারেন?
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা। ভাইয়া আপনি সবই বুঝেন সবই জানেন তবুও বলেন কবিতা বুঝিনা। আপনি যে সবার চেয়ে বেশী বুঝেন আমি কিন্তু তা বুঝি
তৌহিদ
বৃষ্টির চিঠি নিয়ে আসুক ডাকপিয়ন। তবে দিনমান দীর্ঘ বৃষ্টিতে আবার ঢল যেন না নামে।
ভালো থাকুন ভাইয়া।
সঞ্জয় মালাকার
আধো আধার-আকাশ থেকে ডাক পিয়ন
চিঠি নিয়ে আসে,
স্বচ্ছ-আগাম-বার্তা, দীর্ঘ-সংক্ষেপে;
বৃষ্টির চিঠি নিয়ে আসুক ডাকপিয়ন, রইলো শুভ কামনা।
আরজু মুক্তা
যেমন করেই হোক কবির চিঠি চাই।
হালিম নজরুল
বরাবরের মতই দারুণ আহ্বান