
তারা কর্দমাক্ত মাটির বিছানায় খেলা করে একসাথে-
পোকামাকড়, সর্প-কেঁচো আরো আছে অজানা প্রাণী;
কারো সাথে খুব ভাব,কারো সাথে একদমই হয়না বনিবনা।
কেউ সুখ দুঃখের আলাপনে ব্যস্ত, কেউবা করে কানাকানি আপন আলয় নুয়ে।
কেউ হাসে, কেউ কাঁদে, কেউবা আপনমনে দোল খায় মাটির দোলনায়;
কেউবা খোলা আকাশের নিচে মিটিমিটি তারার ফুল গুণে;
কেউবা দুধেল জ্যোস্নায় মাখামাখি করে পূর্ণ ষোল-কলাতে।
চিত্রাভানু যখন খিলখিলিয়ে হাসে তখনো ওরা আঁধারেই ডুবে থাকে;
বর্ষার ভরা যৌবনে ওদের কষ্ট হয় বেশ, থাকে আতঙ্কে কখন যেন মাটির ছাদ ধসে হয়ে যায় উন্মুক্ত।
ওরা উলঙ্গ, ওরা বিবস্ত্র তবুও ওদের নেইকো লাজ-শরমের বালাই;
ওরা নয়তো কৃষ্ণবর্ণ, নয়তো শ্বেতবর্ণ , নয়তো উজ্জ্বল শ্যামবর্ণ-
ওরা সবাই একবর্ণ, তাইতো ওদের অহমিকার নেইকো উঁচুনিচু।
একদিন ওদের বর্ণ ছিলো, বসন ছিলো, লজ্জা ছিলো, স্বপ্ন ছিলো, আকাঙ্ক্ষার দাবানল ছিলো;
একদিন ওরাই রাজা, ওরাই রানী, ওরাই কারো আপন ছিলো;
অর্থ ছিলো, প্রতিপত্তি ছিলো, তান্ডব ছিলো, দাপট ছিলো।
আজ ওরা চিরস্থায়ী ঠিকানার বাসিন্দা, নিজস্ব কামড়ায় বন্দী- আত্নার কঙ্কাল।
৩২টি মন্তব্য
ইঞ্জা
একদিন ওরাই রাজা, ওরাই রানী, ওরাই কারো আপন ছিলো;
অর্থ ছিলো, প্রতিপত্তি ছিলো, তান্ডব ছিলো, দাপট ছিলো।
আজ ওরা চিরস্থায়ী ঠিকানার বাসিন্দা, নিজস্ব কামড়ায় বন্দী- আত্নার কঙ্কাল।
অনবদ্য চয়ন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আজ আপনাকে প্রথম পেয়ে খুব ভাল লাগছে। অভিনন্দন ও শুভেচ্ছা রইল প্রথম হবার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
ইঞ্জা
ভাইয়ের ভালোবাসা ও স্নেহ জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
নিতাই বাবু
সবার জন্য প্রযোজ্য। একদিন এই দেহের আত্মা উড়ে যাবে। দেহের মাংস পোকা-মাকড়ে খাবে। আত্মা কঙ্কাল এভাবেই আপন ঠিকানায় পড়ে থাকবে।
গভীর ভাবনার বহিঃপ্রকাশ।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
মাটির নীচে চলে গেলে আর কোন ভেদাভেদ থাকে না। থাকেনা আভিজাত্যর লড়াই। উঁচু নীচুর মাপকাঠি। সবই সমান, সবাই সমান হয়ে যায় দেহগত মাপ-মানের সমকক্ষতায়। শুধু আত্মার পরিশুদ্ধিতা দিয়ে আলোকিত হয় নশ্বর জীবনের ইতিহাস।
খুব সুন্দর মর্মভেদি লেখা পড়লাম। ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আপনার মূল্যবান মন্তব্য এর জন্য ধন্যবাদ আপু।এটাই বাস্তবতা । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো। শুভ সকাল
ফয়জুল মহী
অসাধারণ, দারুণ প্রকাশ ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল
আলমগীর সরকার লিটন
সুন্দর একটা কবিতা পাঠ করলাম এক ভাবনার চিত্রে ভেজে গেলো কবি দিদি
অনেক শুভেচ্ছা রইল——-
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন
সৌবর্ণ বাঁধন
অনেক সুন্দর পটভূমিতে চিত্রিত কবিতা। অনেক ভালো লাগল দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন নিরাপদে থাকবেন
মনির হোসেন মমি
জগতে কেউ ছোট বড় জেনে আসে না ।কর্ম ভাগ্যের যোগফলে জাতের ভিন্নতায় আজকে যারা সম্পদশলী কাল তারাই আবার শুন্য।
চমৎকার লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ছোট কথায় পুরোটাই বুঝিয়ে দিলেন ভাইয়া। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা
জিসান শা ইকরাম
যত উচু নিচু ভেদ তা মাটির উপরের জীবনে। দেহের মৃত্যু হবার পরে আত্মার আর কোনো পার্থক্য থাকেনা। সব একই শ্রেনীর হয়ে যায়।
লেখ ভালো হয়েছে ছোট দি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে। চোখের কি অবস্থা? ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরন্তর শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
অনন্য ভাবনায় একটা কবিতা পড়লাম দিদি।
বেশ ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। শুভ কামনা অবিরত। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
বিষয়ের ভিন্নতা নিয়ে আপনার লেখাগুলো আমার কাছে বিশেষ কিছু, যেমন এটি।
সব কিছুই ছিল, এখন এক কঠিন বাস্তবতা ভিন্ন চিত্রের।
সুপর্ণা ফাল্গুনী
আপনার কথায় আবেগ আপ্লুত হয়ে গেলাম ভাইয়া। আপনাদের অনুপ্রেরণা আর আশীর্বাদে মোড়ানো মন্তব্যেই আমি লিখছি, চেষ্টা করি ভিন্নতা আনার জন্য। খুব খুব আনন্দিত। ভালো থাকবেন সবসময়
পর্তুলিকা
ইহকাল এবং পরকাল এই দুই জীবনের আত্মার পার্থক্য দেখিয়ে দিলেন কবিতায়। আপনি খুব ভালো লেখেন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
তৌহিদ
ছবিটির দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ। মৃত্যুই বাস্তব, কে রাজা, কে রানী, উঁচুনিচু ভেদাভেদকারী সবার সর্বশেষ অবস্থা কিন্তু এটাই। সুন্দর মনের অধিকারী হওয়া একান্ত প্রয়োজন। ইহজগৎ এবং পরজগৎ দুই জায়গাতেই কাজে দেবে এই সুন্দর মন।
চমৎকার লিখেছেন আপু। শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মতামতকে আবারো ধন্যবাদ জানাই। খুব ভালো লেগেছে আপনার কথাগুলো। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভকামনা
সুপায়ন বড়ুয়া
“একদিন ওরাই রাজা, ওরাই রানী, ওরাই কারো আপন ছিলো;
অর্থ ছিলো, প্রতিপত্তি ছিলো, তান্ডব ছিলো, দাপট ছিলো।
আজ ওরা চিরস্থায়ী ঠিকানার বাসিন্দা, নিজস্ব কামড়ায় বন্দী- আত্নার কঙ্কাল।“
সত্যিই তো তাই। ভাল লাগলো।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। এভাবে অনুপ্রেরণায় উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু।
বাস্তবতা এটাই।।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। সতত শুভেচ্ছা ও শুভকামনা। ঈদের শুভেচ্ছা রইলো
সুরাইয়া পারভীন
একদিন সমস্ত অহংকার,অহম বোধ চূর্ণ বিচূর্ণ জেনেও মানুষ পারে না একটুও সহনশীল হতে। পারে না দম্ভের বেড়াজাল ভেদ করে মানুষে মানুষে মিলেমিশে একাকার হতে।
কবিতার বিষয়বস্তু চমৎকার। বাস্তবতার দুর্দান্ত প্রতিচ্ছবি উপস্থাপন করেছেন দিদি।
অনেক অনেক ধন্যবাদ রইল
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনার জন্য ও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। এ জগৎ ছেড়ে যেকোন মুহুর্তে চলে যেতে হবে, মাটির সাথে মিশে যেতে হবে কেউ তখন কাছে থাকবে না তবুও লোভ, লালসা, হিংসা, অহংকার ত্যাগ করতে পারেনা বেঁচে থাকতে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো