আঞ্চলিক প্রেমিক

নাজমুল হুদা ১৮ অক্টোবর ২০২০, রবিবার, ০৫:১২:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
অনেকদিন থেকেই একটা মাইয়ার উপ্পরে ক্রাশ,না ব্রাশ কী জানি একটা কয় না এইডাও আমি খাইছি। কিন্তু আমি যে হেরে বহুত ভালা পাই এইডাও কইতাম শরম পাই। আবার শুনছি হেও নাকি একবার খোয়াবে দেখছে- আমারে সাদি-মাদি করছে। এহন যেহেতু আমার কইতে শরম করে, তাই ভাবতাছি এভাবেই ঝুইল্লা থাকুক। আমি কিচ্ছুই কইতাম না। সাহস পাই না তো, শরম করে।
.
খালি মাঝে মাঝে হের প্রোফাইলে গিয়া হেরে একটু দেইখ্যা আইয়াম। হাসিডাও বহুত সুন্দর দেখছি। ভালা লাগছে। চুলডি তো আরো বেশি সুন্দর। প্রপোজ নাকি আপোষ কয় না এইতাও হেরে এহন করতাম না। নসিবে থাকলে থাকবো, না হলে আর আরকি!
.
আমি একটা গানেই সারাদিন হেডফোন লাগাইয়া শুনবাম-
             চোখেতে অনেক ছবি ভালো লাগে
             আপন করে পেতে, স্বাদ যে জাগে
             তবুও ভালোবাসা ভালোলাগা এক নয়।।
৬৫১জন ৫২৫জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ