
সোনেলা – এ শব্দের যারা আভিধানিক অর্থ জানতে চান, তাদের বলতেই হয়……অভিধানে এর উপযুক্ত কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। জীবনানন্দের প্রেম কবিতা থেকে রঙের উপমায় পেয়েছিলো এই সোনেলা শব্দ, কিছু সাহিত্য পাগল মানুষ। এই কবিতার মাঝখান থেকে তুলে নিলেন “ সোনেলা” শব্দটাকে একটা বিশাল প্লাটফর্মের পরিচায়ক নাম হিসেবে। হাঁটি হাঁটি পা পা করে সোনেলা পৌঁছে গেছে আটটি বছর। সোনেলা ব্লগ বাংলা ব্লগ জগতে নিজস্বতায় ঔজ্জ্বল্যে উজ্জল। ৯ বছর খুব বেশি সময় নয়, আবার কমও নয়। ব্লগ জগৎ সম্বন্ধে আমার ধারণা সীমিত। ব্লগ বিষয়ে যাদের সম্যক ধারনা প্রাঞ্জল; তারা জানেন, এই সময়ের মধ্যে অনেক ব্লগসাইট বন্ধও হয়ে গেছে। পরিপাটি একটা উঠোন বাড়ি এই সোনেলা ব্লগ। এখানকার প্রত্যেক সঞ্চালক, পরিচালক অত্যন্ত নিষ্ঠা এবং কঠোর নিয়মানুবর্তিতার সাথেই পরিচালনা করে আসছেন এই সোনেলা ব্লগ সাইট। কোনোরকম আয়ের উৎস ছাড়াই দীর্ঘদিন ধরে শুধুমাত্র গাঁটের পয়সা খরচ করে কিছু সাহিত্য পাগল মানুষের সোনেলা আঁকড়ে ধরে টিকিয়ে রাখা।
এখানে আমার প্রবেশের ইতিকথা ইতিমধ্যে আমি তিন পর্বে এবং গতবছর সোনেলার জন্ম মাসে আমার অনুভূতিতে প্রকাশ করেছি। বিশ্বের বাংলা ভাষাভাষী পাঠককুল প্রতিদিন গুগল সার্চে সোনেলা ভিজিট করছেন, পড়ছেন এখানে থাকা প্রথিতযশা লেখকদের সমসাময়িক, গল্প, অণুগল্প, কবিতা, দেশ, একান্ত অনুভূতি, খেলাধুলা, মুভি রিভিউ, বই রিভিউ, অন্যান্য, বিবিধ, স্মৃতিকথা, চিঠি সহ নানান বিভাগের দুর্দান্ত সব লেখা। উঠতি বা প্রতিষ্ঠিত লেখক খুঁজে পেয়েছেন এক নির্ভরতার, পরিচ্ছন্ন,এবং জটিলতাহীন স্বচ্ছ পরিবেশ। গুণী ব্লগার তৌহিদের ভাষ্যমতে ( ব্যাক্তিগতভাবে আমিও একমত তাঁর সাথে) — লেখার পরিবেশ, সন্মানজনক একটা পরিবেশ সব লেখকই চান, চান একটা নির্ভরযোগ্য লেখার প্লাটফর্ম। সেক্ষেত্রে সোনেলা একটি বিশ্বস্ত ব্লগসাইট। সোনেলার সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে প্রত্যেক লেখক তার পোষ্টের পরে মন্তব্যে প্রতি মন্তব্যে একে অন্যের “আমরা আমরাইতো” বলেই পরিবারের সদস্য হয়ে যান। লেখার গুরুত্ব অনুধাবনে করা মন্তব্য একেকটা লেখাকে দেন এক উচ্চমাত্রা। এখানে কেউ কাউকে খাটো করে দেখবার কোনো হীনমন্যতা কাজই করেনা কারো মনে। এক কথায় স্ববান্ধব প্রীতি সকলের তরে সকলে আমরা।
আজ……সোনেলার জন্মদিন। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভদিনে ব্লগের সঞ্চালক, এবং কারিগরি ব্যাবস্থাপনা নিয়োজিত, এডমিন বৃন্দ সহ -সহব্লগার সবাইকে জানাই আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা, ভালবাসা….. শুভ ব্লগিং🌹🌹🌹🌹
বেঁচে থাকুক #সোনেলা আমাদের হৃদয়ের মনি কোঠায় যুগ যুগ ধরে।
৪০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
১থম হলাম আজ।
বন্যা লিপি
🌹🌹🌹🌹🌹প্রথম হওয়ার জন্য রাশি রাশি ফুলের শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
সোনেলার জন্মদিনে অনেক অনেক দোয়া শুভকামনা ও শুভেচ্ছা রইল। সোনেলার পথ চলা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হোক। সোনেলার জন্য রইল অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️ লাভ ইউ সোনেলা
সোনেলা সবার হৃদয়ের মনিকোঠায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকুক যুগ যুগ
চমৎকার পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।
বন্যা লিপি
জয়তু সোনেলা। পুষ্পবর্ষণ হচ্ছে সোনেলায়। দারুন একটা ব্যাপার। উৎসবের আমেজ। আমরা সবাই এই গর্বিত সোনেলার সোনালী সৈনিক।আর তোমাকেও জন্মদিনের শুভেচ্ছা🌺🌺🌺🌺🌹🌹🌹💠💠🌷🌷🌷
সুরাইয়া পারভীন
প্রথমে বুঝতেই পারিনি
এই পুষ্প বর্ষণ এই উৎসব উৎসব আমেজের হেতু। হঠাৎ করেই এটা হচ্ছে দেখে বেশ অবাক হয়েছিলাম!
বন্যা লিপি
ভালো লাগছে না বলো? দারুন একটা ব্যাপার। মনে হচ্ছে অদৃশ্য জমাটি পার্টি চলছে।
মোঃ মজিবর রহমান
সোনেলা সোনেলায় সবাই সবার প্রতি বন্ধুভাবাপন্ন। সকলেই একই পরিচয় আমরা সোনেলা পরিবার। সবাই এই পরিবারের সদস্য। সবাই একে অপরের ভাই-বোন।
জয়তু সোনেলা।
বন্যা লিপি
জয়তু সোনেলা। সম্প্রিতীর বন্ধনে আমরা সবাই এক উঠোনের সোনেলা পরিবার।
তৌহিদ
কি দারুণ! লেখা পড়ছি আর ফুল ঝরছে!! অভিনন্দন সবাইকে।
সোনেলার জন্মদিনে এত চমৎকার একটি লেখা দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
বন্যা লিপি
অনেক অনেক শুভেচ্ছা ভাই শুভ ব্লগিং।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটালেন সোনেলার জন্মদিনের এই শুভ ক্ষণে। জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো সবার জন্য। সবার জন্য এ এক চরম আনন্দের ঘনঘটা, চারিদিকে পুষ্পবৃষ্টি মন ছুঁয়ে দিল। জয়তু সোনেলা
বন্যা লিপি
সত্যি বলেছেন, যেন ব্লগ ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। আসেন কেক টেক নিয়া, আমরা আমরাই কাটাকুটি কইরা খাওয়া খাওয়ি করি।
সুপর্ণা ফাল্গুনী
মিলনমেলা টা এখন হলে কত্ত মজা হইতো । কেকের কথা কেউ কইলো না শুধু আপনি কইলেন, আসেন গলাগলি করি। শুভ সকাল
বন্যা লিপি
শুভ সকাল ছোটদিভাই।এই করোনাকালে মিলনমেলা হইলে পুলিশে দৌড়ানি দিতো, কোনো সন্দেহ নাই।
আরজু মুক্তা
আজকের আকাশে অনেক তারা, দিন ছিলো সূর্যে ভরা। আজকের আগামী আরও সুন্দর,অনেক স্বপ্নে ভরা। এই দিনে তুমি এসেছো, তাই শুভেচ্ছা স্বাগতম।
আজ জন্মদিন তোমার।
বন্যা লিপি
সাফিন আহমেদ ভালোই গাইছিলো একখান গান। সবখানে চালাইয়া দেওন যায়….. শুভ জন্মদিন
আরজু মুক্তা
অনেক পছন্দের গান
বন্যা লিপি
সাফিনের অনেক গান আছে, খুব পছন্দ আমারো।
খাদিজাতুল কুবরা
সোনেলায় সোনালী আলোয় ঝলমল প্রাঙ্গণ।
ফুল ঝরছে তারা খসে পড়ছে ঝুলছে রঙ্গিন বেলুন।
প্রাণের সোনেলা আজ তোমার জন্মদিন।
সুন্দর লেখনীর জন্য প্রিয় বন্যা আপুকে অভিনন্দন।
বন্যা লিপি
আজ জন্মদিন সোনেলার। সবাইকে নিয়ে এ সোনোলার উঠোন আজ সরব। শুভেচ্ছা আপনাকেও প্রিয় রুবি🌺🌺🌺
ফয়জুল মহী
ফুলেল শুভেচ্ছা সোনেলা । দীর্ঘায়ু হোক, জয়তু সোনেলা।
প্রদীপ চক্রবর্তী
সোনেলায় ফুল ঝরছে।
আহা। কী আনন্দ।
আজ।
শরৎ শোভায় সুশোভিত প্রাণের উঠোন সোনেলা।
বেশ লিখেছেন, দিদি।
শুভ জন্মতিথি সোনেলা।
বন্যা লিপি
তোমাকেও সোনেলার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা দাদাভাই।
ছাইরাছ হেলাল
সাহিত্য পাগল আছে তাহলে!!
ভাগ্যিস সাহিত্য-টাহিত্য করি না!!
সোনেলা বেঁচে থাকবে সবার আন্তরিক ভালোবাসায় সবার সাথে, সবাইকে নিয়ে।
বন্যা লিপি
সাহিত্য পাগল নাই? তাইলে ভুল লিখছি, লেখা পাগল বলা উচিত ছিলো।লিখতে একান্ত অনুভূতি প্রকাশের একটা বিশাল মাধ্যম। সোনেলা বেঁচে থাকবে এইসব লেখাপাগল মানুষের একান্ত ভালবাসায়।
আপনাকেও অভিবাদন, অভিনন্দন, শুভেচ্ছা।
রেহানা বীথি
একদম ঠিক লিখেছেন আপু। ‘আমরা আমরাইতো’। সকলের ভালোবাসায় ভরে থাকুক সোনেলা। আপন হয়ে,একজোট হয়ে থাকি আমরা।
আপনাকেসহ সোনেলা পরিবারের সবাইকে জন্মদিনের এই শুভক্ষণে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা।
বন্যা লিপি
আপনাকে পাওয়া যাচ্ছেনা অনেকদিন। এরকম দূরে দূরে থাকলে চলবে? অনেকদিন আপনার লেখা পাচ্ছিনা উকিল আপু। এটাই আমাদের অলিখিত অঙ্গিকার, আমরা ভালবাসায় একজোট হয়ে থাকবো সোনেলার উঠোনে। সোনেলার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
রেহানা বীথি
আসবো আপু। ভালোবাসা জানবেন।
আলমগীর সরকার লিটন
সোনেলা এর জন্য অনেক শুভ জন্মদিন শুভেচ্ছা জানাই লিপি আপু
বন্যা লিপি
আপনাকেও জানাই সোনেলার জন্মদিনের অনেক শুভেচ্ছা লিটন ভাই।
জিসান শা ইকরাম
সোনেলার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নয় বছরে পদার্পন উপলক্ষে শুভেচ্ছা তোমাকে।
নিজে দারুন দারুন সব লেখা দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করে চলেছো, সাথে সাথে পাঠকদের পঠন ক্ষুধা নিবৃত্ত করে চলেছ।
ধন্যবাদ তোমাকে।
শুভ কামনা, শুভ ব্লগিং।
বন্যা লিপি
ব্যাপারটা আমার মাথায়ও এসেছিলো একবার। আবার কি ভেবে নয় বছরের জন্মদিন বলে চালিয়ে নিলাম। নাজমুল হাসান ক্লিয়ার করে দিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও। সোনেলা টিকে থাকুক যুগ যুগ ধরে সকলের ভালবাসায়।
রেজওয়ানা কবির
আরজু আপুর মত আমারও গানের লাইন গাইতে ইচ্ছে করছে সোনেলার জন্মদিন উপলক্ষে,,,
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রেখ,
সোনেলাকে পড়বে মনে,কাছে দুরে, যেখানেই থাকো,
শুভকামনা।
বন্যা লিপি
ব্যাপারটা আমার মাথায়ও এসেছিলো একবার। আবার কি ভেবে নয় বছরের জন্মদিন বলে চালিয়ে নিলাম। নাজমুল হাসান ক্লিয়ার করে দিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও। সোনেলা টিকে থাকুক যুগ যুগ ধরে সকলের ভালবাসায়।
শামীম চৌধুরী
সোনেলা জন্মদিনে শুভেচ্ছা।
বন্যা লিপি
জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনাকেও।
সুপায়ন বড়ুয়া
আজ সোনেলার জন্মদিনে
একটাই বাসনা।
হৃদয়ে বেঁচে থাকুক
এই মোদের কামনা।
শুভ ব্লগিং।
বন্যা লিপি
হৃদয়ে বেঁচে থাকুক এই আমাদের সকলের কামনা। জন্মদিনের শুভেচ্ছা
রোকসানা খন্দকার রুকু
সোনেলার এইদিনটাকে মনের খাতায় লিখে রাখো।সবার পড়বে মনে কাছে দুরে যেখানেই থাকো।
শুভ কামনা সোনেলা তোমার জন্য।আর যাঁরা আঁকড়ে ধরে টিকিয়ে রেখেছেন তাঁদের জন্যও।
বন্যা লিপি
শুভ কামনা, শুভেচ্ছা আপনাকেও রুকু আপু। সোনেলা এগিয়ে যাক তার স্বমহিমায়।