অপার রহস্যময় এই জীবন—
একটা মানুষ তার জন্মের পূর্ব পর্যন্ত কোথাও সে ছিলো না—হয়তো বা ছিলো, হয়তো বাতাসে ছিলো, ফুলের গন্ধে কিংবা মাটিতে মিশে ছিল, তারপর হঠাৎ একদিন সে প্রান পেয়ে গেলো, আপনমনে সে বিকশিত হলো, নিজস্ব ব্যক্তিত্ব, পছন্দ-অপছন্দ আর কাজ দিয়ে আপন মানুষগুলোর মনে আসন করে নিলো, একটা মজবুত আসন তৈরি করে নিলো চারপাশের মানুষগুলোর মনেও—মায়া আর ভালোবাসার চাদরে জড়িয়ে নিলো সবাইকে—সেই সাথে ছড়িয়ে দিলো চারপাশে স্নেহ, মায়া, ভালোবাসার বীজ…..
তারপর হঠাৎ করে একদিন সে আবার শূন্যে মিলিয়ে যাবে, সব বন্ধন ছিন্ন করে চলে যাবে, কোন মায়া তাকে আর ধরে রাখতে পারবে না—আজব, আপনমনে বিকশিত হওয়া সেই মানুষটাই একদিন আবার আপনমনে খুব নীরবে সবকিছু থেকে মিলিয়ে যাবে—সবকিছুই যেনো এক যাদুকরের খেলা—খেলা শেষে থেকে যায় শুধুই মায়া, আজব যতো মায়া…..
(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)
৩৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
মায়া খুব খারাপ জিনিস
গভীর মায়া মানুষকে কাঁদায়।
জন্মের পূর্বের অবস্থা কোনদিন ভাবিনি
লেখা পড়ে এই ভাবনাটা নতুন সৃষ্টি হল।
ছোট লেখা- অনেক আবেদন।
খেয়ালী মেয়ে
জন্মের পূর্বের অবস্থার কথা লেখাটা লিখতে গিয়ে মনে হলো যে জন্মের পূর্বে আমরা কোথায় থাকি/কিভাবে থাকি-এসব এলোমেলো ভাবনা থেকেই লিখা ফেলা………জানি না ঠিক লিখেছি কিনা—
ছাইরাছ হেলাল
যাক, লিখলেন অবশেষে ,এলোমেলো না, বাস্তব উপলব্ধির সঠিক উপস্থাপনা।
নিয়মিত লিখতে হবে।
খেয়ালী মেয়ে
লিখতে তো চাই কিন্তু পারি না যে—–
অনিকেত নন্দিনী
“আপনমনে বিকশিত হওয়া সেই মানুষটাই একদিন আবার আপনমনে খুব নীরবে সবকিছু থেকে মিলিয়ে যাবে—সবকিছুই যেনো এক যাদুকরের খেলা—খেলা শেষে থেকে যায় শুধুই মায়া, আজব যতো মায়া…..” এই মায়ার টানেই আমরা জীবনের সাথে জুড়ে থাকি, এই মায়াই ভুলিয়ে দেয় একদিন চলে যেতে হবে, এই মায়ার কারণেই কত অহেতুক কষ্ট পাই!
লেখাটা মোটেও এলোমেলো না। ছোট লেখায় জীবনের গভীর ভাবের সহজিয়া প্রকাশ।
খেয়ালী মেয়ে
এই মায়ায় ভুলিয়ে দেয় একদিন চলে যেতে হবে—-মিছে মায়া 🙁
ব্লগার সজীব
আপু আপনার কি মন খারাপ কোন কারনে? আপনি তো এমন পোষ্ট দেননা।
লীলাবতী
পরী কি হয়েছে তোমার আপু?সজীব ঠিকই ধরেছে,কিছু একটা হয়েছে।পোষ্ট দিয়ে তুমি তো এভাবে ফেলে রাখো না।
তোমার মায়ায় যে আঁটকে গিয়েছি জানো তুমি?
মায়া নিয়ে অনেক গভীর একটি পোষ্ট দিয়েছ পরী।
খেয়ালী মেয়ে
লীলাবতী আপু কিচ্ছু হয়নি আমার—-
আমিও যে তোমাদের মায়ায় আটকে গেছি (3
জিসান শা ইকরাম
দীর্ঘ অনুপস্থিতিতে চিন্তায় থাকি আমরা।
খেয়ালী মেয়ে
আবার সেই মায়ার টানেই চলে আসলাম জিসান ভাইয়া….
জিসান শা ইকরাম
পুন- স্বাগতম মায়ার ভুবনে -{@
খেয়ালী মেয়ে
-{@
খেয়ালী মেয়ে
না, আমার একটুও মন খারাপ নেই—মানুষের জীবনটা আসলে এমনিই, খুব কাছ থেকে দেখছি তো তাই লেখার মাধ্যমে তুলে ধরলাম…………..
তানজির খান
তারপর হঠাৎ করে একদিন সে আবার শূন্যে মিলিয়ে যাবে, সব বন্ধন ছিন্ন করে চলে যাবে- নিষ্ঠুর বাস্তবতা।
খেয়ালী মেয়ে
বাস্তবতা বড়ই নিষ্ঠুর………..
নীলাঞ্জনা নীলা
মায়ার খেলা যে। ভালো লিখেছেন এলোমেলো ভাবনায়। -{@
খেয়ালী মেয়ে
খুব খারাপ এই মায়ার খেলা…
মেহেরী তাজ
মায়া জিনিসটা খুব খারাপ।
মায়ার খেলা। ভালো লিখেছেন।
আপনার এলোমেলো ভাবনা ভালো লেগেছে পরী আপু।
খেয়ালী মেয়ে
হুমমমম মায়া খুব খারাপ…….
শুন্য শুন্যালয়
আজব এই মায়া।
একটা মানুষ তার জন্মের পূর্ব পর্যন্ত কোথাও সে ছিলো না—হয়তো বা ছিলো, হয়তো বাতাসে ছিলো, ফুলের গন্ধে কিংবা মাটিতে মিশে ছিল। তোমার এই লাইনটা কিছু একটা ভাবাচ্ছে আমাকে।
এলোমেলো করে এতো গোছানো ভাবনা ভাবতে পারো তুমি!!!
কোথাও মিলিয়ে যাব ভাবতে বড্ড ভয় পাই, তবুও মায়া যদি রয়ে যায়, সেটাই স্বান্তনা।
তুমি খুব ভালো লেখো পরী।
খেয়ালী মেয়ে
নিজে কোথাও মিলিয়ে যাবো সেটা ভাবতে যতোটা না কষ্ট হয়, তারচেয়ে বেশি কষ্ট হয় প্রিয় কেউ একসময় সবকিছু ফেলে মিলিয়ে যাবে এটা ভাবতে……….
শুন্য শুন্যালয়
প্রিয় কেউ মিলিয়ে যাবে সে যে ভারি কস্টের!! খুব আপনজন যেন আমার আগে না চলে যায়, এটা আমি প্রায়ই ভাবি। নিজে মিলিয়ে গেলে সব প্রিয় ছেড়ে যেতে হবে এটাও ভাবি। মায়া আসলেই ভালো না।
খেয়ালী মেয়ে
ঠিক বলেছো আপু মায়া জিনিসটা খুব খারাপ—খুব প্রিয় একজন ছেড়ে যাবে আমাদেরকে, এই পৃথিবীকে, আমরা সবাই জানি, অথচো কিছু করার নেই…..কি আজব তাই না, অথচো সেই মানুষটাকে ঘিরে মায়া কাজ করছে খুব, যার ফল শুধুই কষ্ট——-
মোঃ মজিবর রহমান
এই মায়াও ছেড়ে এবার অচীনে চলে যাবে
খেয়ালী মেয়ে
সবাইকে যেতে হবে……..
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দোয়া করি আমাদের সোনেলার প্রিয় মানুষটির মন ভাল হয়ে যাক।এটাইতো জীবন এমন ভাবনা জীবনকে নিরামিস করে দেয়।
খেয়ালী মেয়ে
এমনটা ভাবতে চাই না—তারপরও চলে আসে ভাবনায়……….
প্রজন্ম ৭১
মায়া ভালো না।কষ্ট দেয় সবাইকে।
খেয়ালী মেয়ে
মায়ার অপর নাম কষ্ট
ইমন
(y)
খেয়ালী মেয়ে
🙂
রাসেল হাসান
খেলা শেষে থেকে যায় শুধুই মায়া, আজব যতো মায়া…:(
খেয়ালী মেয়ে
আজব যতো মায়া…….
রাসেল হাসান
হুম। 🙁
সীমান্ত উন্মাদ
আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাই মায়া নামক অনুভূতিকে। এটা খুবই বিপদজনক একটা ব্যাপার।
খেয়ালী ভাবনাগুলোয় ভালোলাগা রেখে গেলাম। হায় হায় এখানেও মায়ার বাঁধনে পড়ে গেলাম।
শুভকামনা নিরন্তর।
খেয়ালী মেয়ে
আমিও মায়া নামক অনুভূতিটাকে খুব ভয় পাই, কিন্তু অজান্তে কখন যে আবার সেই মায়াতেই নিজেকে জড়িয়ে ফেলি বুঝতে পারি না…………….