আচ্ছা যেও!

জি.মাওলা ২৯ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ১২:২৮:১৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

আচ্ছা যেও!

তুমি চলে যাবে
আচ্ছা যেও!
যখন আমি থাকবনা
প্রস্ফুটিত কৃষ্ণচুড়ার ফুলের সৌরভে।

তুমি চলে যাবে
আচ্ছা যেও!
যখন শ্যামল দুর্বার বুকে
থাকবেনা আমার কোমল ছোঁয়া।

তুমি চলে যাবে
আচ্ছা যেও!
পাবেনা আমায় যখন
নীল আকাশে
উড়ন্ত বলাকার ভিড়ে।

তুমি চলে যাবে
আচ্ছা যেও!
যখন চৈত্রের ধুলি ঝড়ের স্মৃতিতে
থাকবনা আমি।
বর্ষার রিম ঝিম বৃষ্টির সুরের মাঝে
পাবে না আমার গানের সুর
তখন চলে যেও।

তুমি চলে যাবে
আচ্ছা যেও!
নিঃসঙ্গ আমি
নিঃশব্দেই আমি থাকব।
২৯-১০-১৩ ১১pm

৫০৩জন ৫০৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ