আকাশে দিনের জোছনা

সাবিনা ইয়াসমিন ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ০৫:২৯:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

ভালোবাসার অঙ্গীকারে অঙ্গার হয়েছি আমি,
তবুও অঙ্গ জ্বলে উঠে নিরুৎতাপ দহনে..
হায় প্রিয়তম, এমনই প্রেম দিলে,
সব পেয়েও নিঃস্ব হলাম তোমায় ভালোবাসি বলে..

কোথায় তুমি, আমি  কোথায়!
অদম্য আকাঙ্ক্ষায় নদী-কূল ভেসে যায়,
পথিকের গন্তব্য এখনো বহুদূর ;

ভুলে যাই কতো স্মৃতি স্বরণীয় স্বরণ, কারণ-অকারণে,
তবুও কেন ভালোবাসতে ভুলি না!
কেন বারবারে কন্ঠ শুকিয়ে আসে অনিবার্য তৃষ্ণায়..!

মাতাল আদর ঘিরে আছে চারপাশে,
শুধু তুমি নেই,
স্বশরীরি তুমি নেই..

নিয়ে নাও প্রেম,
ফিরিয়ে দাও হৃদয়ের প্রশান্তি, অথবা

আবার যেদিন আসবে কাছে,
চুমু দিতে চাইবে কপালে, সরে যাবে টিপ,
ফ্যাকাসে অধরে ফুটবে গোলাপ
তোমার আগ্রাসী কামনায় ;

 

* ছবি – আমার 🙂

১৬৪২জন ১১৩৭জন
0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ