ভালোবাসার অঙ্গীকারে অঙ্গার হয়েছি আমি,
তবুও অঙ্গ জ্বলে উঠে নিরুৎতাপ দহনে..
হায় প্রিয়তম, এমনই প্রেম দিলে,
সব পেয়েও নিঃস্ব হলাম তোমায় ভালোবাসি বলে..
কোথায় তুমি, আমি কোথায়!
অদম্য আকাঙ্ক্ষায় নদী-কূল ভেসে যায়,
পথিকের গন্তব্য এখনো বহুদূর ;
ভুলে যাই কতো স্মৃতি স্বরণীয় স্বরণ, কারণ-অকারণে,
তবুও কেন ভালোবাসতে ভুলি না!
কেন বারবারে কন্ঠ শুকিয়ে আসে অনিবার্য তৃষ্ণায়..!
মাতাল আদর ঘিরে আছে চারপাশে,
শুধু তুমি নেই,
স্বশরীরি তুমি নেই..
নিয়ে নাও প্রেম,
ফিরিয়ে দাও হৃদয়ের প্রশান্তি, অথবা
আবার যেদিন আসবে কাছে,
চুমু দিতে চাইবে কপালে, সরে যাবে টিপ,
ফ্যাকাসে অধরে ফুটবে গোলাপ
তোমার আগ্রাসী কামনায় ;
* ছবি – আমার 🙂
৪৪টি মন্তব্য
ছন্দা দাম
অপৃর্ব প্রেমের প্রকাশ।।তোমার লেখা পড়ার উৎসাহ বেড়ে গেল।।ভালো থেকো বোন।
সাবিনা ইয়াসমিন
**তোমার লেখা পড়ার উৎসাহ বেড়ে গেল**
এমন মন্তব্য আমার লেখায় পরম প্রাপ্তি!
আপনিও ভালো থাকুন দিদি।
অনেক অনেক ভালোবাসা ❤❤
সৌবর্ণ বাঁধন
অসাধারণ অভিব্যক্তি।
সাবিনা ইয়াসমিন
আমার ব্লগ বাড়িতে আপনি স্বাগত। এই প্রথম কমেন্ট দিলেন, এবং অবশ্যই অনেক সুন্দর করে বললেন। ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু।
আবার যেদিন আসবে কাছে,
চুমু দিতে চাইবে কপালে, সরে যাবে টিপ,
ফ্যাকাসে অধরে ফুটবে গোলাপ
তোমার আগ্রাসী কামনায় ;
অসাধারণ লেখনী।।।।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ রুকু 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন মিষ্টি আপু।
পড়ে মুগ্ধ হলাম,শুভ কামনা রইল আপু।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আলিফ।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ফিরে আসুক কামনায় গোলাপ ফুটাতে শূন্য হৃদয়ে। ভালোবাসলে পূর্ণতার চেয়ে শূন্যতাই অনুভূত হয় বেশী । যতই ভালোবাসি হৃদয় যেন বলে আরো ভালোবাসো। শুভ কামনা রইলো। অবিরাম ভালোবাসা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
সমস্যা তো এখানেই! ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয়। তবু আরও ভালোবেসে যেতে চায় আকুল হৃদয়!
চমৎকার কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ আপনাকে সুপর্ণাদি 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
শামীম চৌধুরী
অতীব সুন্দর একটি কবিতা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ শামীম ভাইজান।
ভালো থাকুন সারাক্ষণ। শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
পত্যেকটি লাইন সুন্দর। হায় প্রিয়তম, এমনই প্রেম দিলে বেশি সুন্দর।
সাবিনা ইয়াসমিন
হায়! দারুণ বলেছেন 🙂
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“হায় প্রিয়তম, এমনই প্রেম দিলে,
সব পেয়েও নিঃস্ব হলাম তোমায় ভালোবাসি বলে..”
আকাশ দিনের জোছনায় যেও নাকো ভুলে।
উদার প্রেমের কাব্য চয়ন হবে বলে।
সুন্দর কাব্য চয়ন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
উহু, ভোলা যাবে না। নয়তো অ-কবিতা লিখবো কেমন করে!!
মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
নদী ভরা জল তবুও জলের আকাল…..
দুকূল ছাপিয়ে ডোবায় জনপদ
আকাঙ্খা তবুও পোড়ায়
তৃষ্ণার দহন!
এ যেন আমার হয়ে লিখে গেছো আমার কথা,
এমন লিখতে আমি কেন পারিনা?
ভালবাসা অবিরাম💕💕
সাবিনা ইয়াসমিন
তোমার অবস্থা মনে হয় বেশি খারাপ! তবুও বলছি লিখে ফেলো। কতোদিন হলো তোমার লেখা রোমান্টিক কবিতা পড়িনা 🙁
বন্যা লিপি
আসলেই ময়না, ঠিক ধরেছো! আমার অবস্থা আরো খারাপ! লিখতে পারছিনা কিছুই কিছুদিন ধরে😓😓😓
সাবিনা ইয়াসমিন
ভালো মতো বিশ্রাম নাও। মন স্থির হলে তারপর লেখাপড়া করো। ভালো থাকো সারাক্ষণ। ভালোবাসা ❤❤
ফয়জুল মহী
মনোমুগ্ধকর কথামালায় প্রতিশ্রুতিশীল লেখা ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই,
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ছবি দেখে ভাবলাম চাঁদ দেখা যাবে কিন্তু কিসের কি! এ যে দিনেদুপুরর জোছনা দেখালেন আপু! ☺
দূরে থাকলে প্রেমে বাড়ে, স্বশরীরের উপস্থিতির চেয়েও মনের টান উপেক্ষা করা কঠিন। চমৎকার একটি লেখা পড়লাম। আমি যে কবে কবিতা/ অকবিতা লিখতে পারবো!
শুভকামনা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
হাহাহা। মাঝে মাঝে আমি দিনের বেলাতেও জোছনা দেখি। হয়তো অকবিতা গুলোয় জোছনায় ভর দিয়ে আসে 🙂 🙂
কবিরা অ-কবিতা লিখতে পারে না। আপনি কবি। কবিতা ধরা দেয় আপনার লেখায়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
আমি কবি! কি যে বলেন!
নিতাই বাবু
অল্প লেখায় সুন্দর একটা কবিতা পড়লাম। বেশ লাগলো দিদি। শুভকামনা থাকলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
আপনিও ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
বেশ চাওয়া পাওয়া মাঝে রোমান্টিক সুন্দর কবি আপু
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ লিটন ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
ভালোবাসার অঙ্গীকারে অঙ্গার হয়েছি আমি,
তবুও অঙ্গ জ্বলে উঠে নিরুৎতাপ দহনে..
হায় প্রিয়তম, এমনই প্রেম দিলে,
সব পেয়েও নিঃস্ব হলাম তোমায় ভালোবাসি বলে..
মুগ্ধ চয়ন, অসাধারণ প্রকাশে মুগ্ধতা অনিমেষ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু।
উর্বশী
আমি মুগ্ধ। কত সুন্দর লিখেন আপনি৷। দিন দুপুরে জোছনায় মগ্ন চৈতন্যের শিষে আমরা সবাই লেখার মাঝে হারিয়ে গেলাম আপু।সুন্দর,অতি সুন্দর,অতি উত্তম লেখা হে প্রিয়। অফুরান ভালোবাসা ছড়িয়ে গেলাম।শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
এমন কমেন্টের কি জবাব দিবো ভেবে পাই না। মনে হচ্ছে অনেক বিশাল কিছু উপহার পেলাম।
অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনার জন্য। ভালো থাকুন আপু ❤❤
আরজু মুক্তা
কবিতায় রোমান্টিকতা উছলে পরছে।
চমৎকার কাব্যিকতা
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
গান- হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না…………
বেশ একটা উথাল পাতাল লেখা।
দিনের জোছনা ক্যামনে কি?
সূর্যকে চাঁদ বানিয়ে ফেলেছেন?
নাকি সারাক্ষনই জোছনার মাঝেই থাকেন?
কবিতা ভালো হয়েছে,
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
বলতে গেলে সারাক্ষণই জোছনায় মাখামাখি হয়েই থাকি। ভাবনাটাই আসল, জোছনায় থাকতে হলে চাঁদ সুর্য কোনো ব্যাপার না।
ভালো থাকুন। সুস্থ সুন্দর নিরাপদে থাকুন।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
আসলে কৃষ্ণ রাধা না হলে এ জ্বলন বুঝবে না।
অলীক বিষয়ে ভাবনারা আকাশ ডিঙিয়ে যায়।
যাউক না, তাতে কার এমন কি !!
সাবিনা ইয়াসমিন
গল্পের গরু আকাশে উড়তে পারলে, মেঘের রাজ্যে ঘাস খেতে পারলে, আমার ভাবনারা কি দোষ করলো? আপনার মতো স্মৃতি লাড্ডু খেতে পারিনা, তাই বলে এমন করে বললেন মহারাজ!!
সঞ্জয় মালাকার
মাতাল আদর ঘিরে আছে চারপাশে,
শুধু তুমি নেই,
স্বশরীরি তুমি নেই!
সাবিনা ইয়াসমিন
হু, এভাবেই লিখেছি 🙂
ধন্যবাদ দাদা। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
নিয়ে নাও প্রেম,
ফিরিয়ে দাও হৃদয়ের প্রশান্তি
এই স্লোগান দিতে দিতে রাজপথে নামুক প্রেমিকার দল!
এটাই হোক পৃথিবীর সমস্ত প্রিয়তমদের কাছে প্রিয়তমাদের দাবী। ফিরিয়ে দেওয়া হোক সমস্ত প্রশান্তি
নয়তো আন্দোলন অথবা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হোক।
দুর্দান্ত উপস্থাপন
সাবিনা ইয়াসমিন
ভয় পেয়েছি। হুমকি-ধামকি পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরণ অনশন! যেই লোক তার প্রিয়তমার মেজাজ খারাপ করে দেয় সেই লোক আবার প্রিয়তম হয় নাকি!
না খেয়ে আমি মরিতে চাই না এই সুন্দর ভুবনে🥴