আমি মানুষটা অনেকের কাছেই খারাপ,
সত্য কথা বলতে উৎসাহী হই।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
চারদিকে শুধু একুশের গানের ধ্বনি বাজছে।
চারপাশে শত শত বাহারি ফুলের দোকান,
ভাষার জন্য বীর শহীদদের স্মরণের জন্য।
ভাবতে ভাবতে অবাক হই মাঝে মধ্যেই!
বাংলা ভাষা শুধুমাত্র একটি দিনের জন্য?
না সারা জীবনের সবসময়ের জন্য?
ফেব্রুয়ারী এলেই সালাম জব্বার রফিক
বরকত আরো অনেক নাম আসে,
বছরের বাকী সময় ওরা কোথায় থাকে?
একটি মাসে এক দিনেই দেই রক্তের দাম।
ওদের নামে গানে গানে কত অনুষ্ঠানে,
স্থায়ী অস্থায়ী শহীদ মিনারে ফুলের পাহাড়।
ফেব্রুয়ারীর একদিন ছাড়া অন্য কোন দিন
ওদের নামে ভুলবসতও কি কিছু করা হয়?
আর কেনই বা করা হবে ঐ একটি দিন
আমরা বাংলা মাতৃভাষায় কথা বলি।
বাকী দিনগুলো অন্য ভাষা ব্যবহার করি,
হয়তো এজন্যেই তাই নয় কি?
যাক সহজ ভাষায় কঠিন কথা বললাম।
আমি কোন দিবস পালনে উৎসাহী হই না,
মাতৃভাষার জন্য শহীদরা হৃদয়ে থাকবে।
সারাজীবন গর্ববোধ করব তাদের জন্য,
গর্ব করে বলব বাংলা আমার রাষ্ট্র ভাষা।
ভেবোনা তোমাদের জন্য দোয়া সবসময়!
আল্লাহ যেন তোমাদের জান্নাত দান করেন।
তোমরা বাংলায় আছ প্রতিটি পলকে,
বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন।
অমর হয়ে থাকবে প্রতিটি অক্ষরের মধ্যে,
মিশে রবে “অ” থেকে “চন্দ্রবিন্দু”পর্যন্ত।
১২টি মন্তব্য
তৌহিদ
বাংলা ভাষাই আমাদের সংস্কৃতি। এর যথাযথ সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য। ভাষাকে হৃদয়ে লালন করতে হবে।
শুভকামনা ভাই।
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত
বোরহানুল ইসলাম লিটন
অনন্য শ্রদ্ধার্ঘ্য প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল নিরন্তর।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত
স্বপ্ন নীলা
পৃথিবীতে এমন নজির নেই যে তাদের ভাষা রক্ষার জন্য জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশীরা জীবন দিয়েছে — যারা বাংলা ভাষা রক্ষার জন্য জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন
শামীনুল হক হীরা
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
সত্যি টাকে তুলে ধরেছেন। ফেব্রুয়ারী মাসটা এলেই আদিখ্যেতা দেখি। আমি স্বচক্ষে দেখেছি একুশের ভিডিও করতে গিয়ে ও ভিডিওম্যান জুতা পড়েই ভিডিও করছে বেদীতে উঠে। আর শহীদ মিনারে কি হয় বাকী সময়টাতে তা সবাই অবগত আছেন। ধন্যবাদ আপনাকে। শুভ রাত্রি
শামীনুল হক হীরা
অবশ্যই।।। ধন্যবাদ অনন্ত।
পপি তালুকদার
অপ্রিয় সত্য কথা বলছেন। আমাদের শুধু একটি দিন নিয়ে মাতামাতি বাকি দিনে কারো ভাষার প্রতি আর ভালোবাসা থাকেনা।
ভালো থাকুন।শুভ রাত্রি।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
উদযাপনের জন্য দরকার নাই। শহিদরা সবসময় মনে প্রাণে।
শামীনুল হক হীরা
অসংখ্য ধন্যবাদ