আবু খায়ের আনিছ নভেম্বর ১৪, ২০১৫ at ৭:২৪ অপরাহ্ন আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মনে পড়ছে এমন একটা কবিতা কোন ক্লাসে যেন পড়েছিলাম।
নীতেশ বড়ুয়া নভেম্বর ১৪, ২০১৫ at ৯:১৯ অপরাহ্ন অনেক সহজবোধ্য আগের দুটোর তুলনায় 😀 আপনার ব্যস্ততম সময়ের কিছুটা অন্যদের মাঝেই চাই ভাই। শুভেচ্ছা -{@
নীতেশ বড়ুয়া নভেম্বর ১৪, ২০১৫ at ৯:৪৬ অপরাহ্ন ধন্য হলাম তবে… সোনেলায় আপনার পদচারণা আরো আনন্দিত হোক আর আপনার ছোট ছোট কবিতা দিয়ে আমাদের মুগ্ধ করুন বারেবারে 😀 -{@
প্রলয় সাহা নভেম্বর ১৪, ২০১৫ at ৯:৫৪ অপরাহ্ন অনেক ধন্যবাদ দাদা। আপনার জন্য, শূন্য থালায় অন্ন দিও গো কষ্ট দিও না একশত বিশ প্রহর- অপেক্ষায় থাকবো!
প্রলয় সাহা নভেম্বর ১৫, ২০১৫ at ১:১১ অপরাহ্ন তাই? জেনে অনেক ভাল লাগলো। ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে। 🙂
৯টি মন্তব্য
আবু খায়ের আনিছ
আমাদের দেশে সেই ছেলে হবে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
মনে পড়ছে এমন একটা কবিতা কোন ক্লাসে যেন পড়েছিলাম।
প্রলয় সাহা
তৃতীয় শ্রেণীর কবিতা এটা
নীতেশ বড়ুয়া
অনেক সহজবোধ্য আগের দুটোর তুলনায় 😀
আপনার ব্যস্ততম সময়ের কিছুটা অন্যদের মাঝেই চাই ভাই।
শুভেচ্ছা -{@
প্রলয় সাহা
আচ্ছা সময় দেওয়ার চেষ্টা করবো।
নীতেশ বড়ুয়া
ধন্য হলাম তবে… সোনেলায় আপনার পদচারণা আরো আনন্দিত হোক আর আপনার ছোট ছোট কবিতা দিয়ে আমাদের মুগ্ধ করুন বারেবারে 😀 -{@
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ দাদা।
আপনার জন্য,
শূন্য থালায় অন্ন দিও গো
কষ্ট দিও না
একশত বিশ প্রহর-
অপেক্ষায় থাকবো!
নীতেশ বড়ুয়া
পৃথিবীর শেষ অন্ন
দুজনেই হবে ধন্য। 😀
নীলাঞ্জনা নীলা
বাহ! বেশ লেখেন তো আপনি!! (y)
প্রলয় সাহা
তাই? জেনে অনেক ভাল লাগলো। ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে। 🙂