অস্পষ্টতা

সালমা আক্তার মনি ১৩ মে ২০১৬, শুক্রবার, ০২:০৭:২৮অপরাহ্ন কবিতা ৪০ মন্তব্য

আর কতদিন পুড়তে হবে?
ভিতরে আগুন আগুন আগুন।
ব্যাথাতুর হৃদয়ে রক্ত প্রবাহিত হয়না।
বেদনার নীল আগুন দখলে নিয়েছে
টকটকে লাল হৃদপিন্ড।
একদিন ওটা ভীষন ভালোবাসাময় ছিলো!
সত্যিই বলছি, তোমাকে দেবার মতো ওই
একটাইতো কিছু ছিল আমার!
আমি কি ভীষন রকম লাজুক ছিলাম বলোতো?
তোমাকে ভালোবাসি,শুধু এটুকুই ….
তোমাকে ভেবে কত রাত বলেছি বালিশে
ভোরের সূর্যকে বলেছি,
প্রতিদিন জানালার চৌকাঠে ছিটানো দানা
খেতে আাসা পাখিটাও জানে।
ঘরের ঘুলঘুলিতে থাকা টিকটিকিটা
তিন পুরুষের গেরস্থালি নিয়ে –
আমার অক্ষমতাকে খুব জ্বালিয়ে দিয়ে যায়।
ওরা কি জানে?
তুমি তো বালিশের মতো সহজ নও মোটেই!
কিম্বা জানালার পাখিটা?
অথবা হতচ্ছাড়া টিকটিকিটার মতো কি তুমি?
তুমি তো দুর দুর বহুদুর শুধু!
হতে পারো পুবের আকাশ জোড়া রঙধনু,
নতুবা বিশাল সমুদ্রে উত্তাল ফেনারাশি,
নাকি তুমি ধু ধু বালুমাঠে হটাৎ মরিচিকা?
আজো অস্পষ্টতাই গেলনা আমার!!

৪৮৮জন ৪৮৮জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ